ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কেন বাংলায় বেশি হয়? রয়েছে বড় একটি কারণ, অবাক হবেন জানলে

প্রাক বর্ষার মরশুম এলেই ঘূর্ণিঝড়ের আশঙ্কা বেড়ে যায়। ঘূর্ণিঝড়ের হানার সম্ভাবনা বাড়ে ভারতের উপকূল। বঙ্গোপসাগর সংলগ্ন ভারতের পূর্ব উপকূলেই ঝড়ের সম্ভাবনা থাকে বেশি। কিন্তু ভারতের কোন রাজ্য সবথেকে বেশি ঘূর্ণিঝড়-প্রবণ?
প্রাক বর্ষার মরশুম এলেই ঘূর্ণিঝড়ের আশঙ্কা বেড়ে যায়। ঘূর্ণিঝড়ের হানার সম্ভাবনা বাড়ে ভারতের উপকূল। বঙ্গোপসাগর সংলগ্ন ভারতের পূর্ব উপকূলেই ঝড়ের সম্ভাবনা থাকে বেশি। কিন্তু ভারতের কোন রাজ্য সবথেকে বেশি ঘূর্ণিঝড়-প্রবণ?
অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গ। মূলত এই চারটি রাজ্যেই সব থেকে বেশি ঘূর্ণিঝড় হয়। সঙ্গে রয়েছে পদুচেরি। এই পাঁচ রাজ্যই বঙ্গোপসাগরের উপকূলে। ফলে ঘূর্ণিঝড় এলেই এই পাঁচ রাজ্যে ক্ষয়ক্ষতি হয় সব থেকে বেশি।
অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গ। মূলত এই চারটি রাজ্যেই সব থেকে বেশি ঘূর্ণিঝড় হয়। সঙ্গে রয়েছে পদুচেরি। এই পাঁচ রাজ্যই বঙ্গোপসাগরের উপকূলে। ফলে ঘূর্ণিঝড় এলেই এই পাঁচ রাজ্যে ক্ষয়ক্ষতি হয় সব থেকে বেশি।
রেকর্ড বলছে, বঙ্গোপসাগরের পশ্চিম উপকূলের থেকে পূর্ব উপকূল বেশি ঘূর্ণিঝড়প্রবণ। আর বঙ্গোপসাগরই বেশি ঘূর্ণিঝড়প্রবণ। আরব সাগরে ঝড়ের সংখ্যা তুলনামূলক কম। আর আরব সাগরের ঝড় হানা দেয় অন্য দেশে।
রেকর্ড বলছে, বঙ্গোপসাগরের পশ্চিম উপকূলের থেকে পূর্ব উপকূল বেশি ঘূর্ণিঝড়প্রবণ। আর বঙ্গোপসাগরই বেশি ঘূর্ণিঝড়প্রবণ। আরব সাগরে ঝড়ের সংখ্যা তুলনামূলক কম। আর আরব সাগরের ঝড় হানা দেয় অন্য দেশে।
বাংলার দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া ও কলকাতা সব থেকে বেশি প্রভাবিত হয় ঘূর্ণিঝড়ে। অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী, নেলোর ও কৃষ্ণা, ওড়িশার বালাশোর, কটক, ভদ্রা, গঞ্জাম, কেন্দ্রাপাড়া, জগৎসিংপুরে ঝড়ের ক্ষয়ক্ষতি হয় প্রচুর। তামিলনাড়ুর চেন্নাই, থিরুভল্লুর, কাঞ্চিপুরম ও তিরুভন্নামালাই এবং পুদুচেরির ইয়ানমেও ঝড়ের তাণ্ডব চলে বেশি।
বাংলার দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া ও কলকাতা সব থেকে বেশি প্রভাবিত হয় ঘূর্ণিঝড়ে। অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী, নেলোর ও কৃষ্ণা, ওড়িশার বালাশোর, কটক, ভদ্রা, গঞ্জাম, কেন্দ্রাপাড়া, জগৎসিংপুরে ঝড়ের ক্ষয়ক্ষতি হয় প্রচুর। তামিলনাড়ুর চেন্নাই, থিরুভল্লুর, কাঞ্চিপুরম ও তিরুভন্নামালাই এবং পুদুচেরির ইয়ানমেও ঝড়ের তাণ্ডব চলে বেশি।
আবহবিদদের দাবি, বঙ্গোপসাগর জলোচ্ছ্বাস অন্য সাগরের তুলনায় বেশি হয়। বঙ্গোপসাগরের অবতল আকৃতি এই জলোচ্ছ্বাসের অন্যতম কারণ। এছাড়া সমুদ্রের সারফেসের তাপমাত্রাও একটি কারণ। বঙ্গোপসাগর উষ্ণ সাগর।
আবহবিদদের দাবি, বঙ্গোপসাগর জলোচ্ছ্বাস অন্য সাগরের তুলনায় বেশি হয়। বঙ্গোপসাগরের অবতল আকৃতি এই জলোচ্ছ্বাসের অন্যতম কারণ। এছাড়া সমুদ্রের সারফেসের তাপমাত্রাও একটি কারণ। বঙ্গোপসাগর উষ্ণ সাগর।
বিশ্বের যে সমস্ত দেশ প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্থ হয় তার মধ্যে ভারত অন্যতম। আর ভারতের বঙ্গোপসাগর সংলগ্ন উপকূল এলাকাতেই সব থেকে বেশি তাণ্ডব চালায় ঘূর্ণিঝড়। বিশেষ করে পূর্ব উপকূলে।
বিশ্বের যে সমস্ত দেশ প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্থ হয় তার মধ্যে ভারত অন্যতম। আর ভারতের বঙ্গোপসাগর সংলগ্ন উপকূল এলাকাতেই সব থেকে বেশি তাণ্ডব চালায় ঘূর্ণিঝড়। বিশেষ করে পূর্ব উপকূলে।
বঙ্গোপসাগরের পূর্ব উপকূলের চারটি রাজ্য— অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, ওড়িশা ও পশ্চিমবঙ্গ বারবার সব থেকে বেশি ক্ষতিগ্রস্থ হয় ঝড়ের দাপটে। উষ্ণ বঙ্গোপসাগরের অগভীরতা ও সারফেস-এর তাপমাত্রা পরিস্থিতি বারবার জটিল করে তোলে।
বঙ্গোপসাগরের পূর্ব উপকূলের চারটি রাজ্য— অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, ওড়িশা ও পশ্চিমবঙ্গ বারবার সব থেকে বেশি ক্ষতিগ্রস্থ হয় ঝড়ের দাপটে। উষ্ণ বঙ্গোপসাগরের অগভীরতা ও সারফেস-এর তাপমাত্রা পরিস্থিতি বারবার জটিল করে তোলে।