বাগুইআটি

Crime: বাগুইআটির বুকে রুদ্ধশ্বাস কাণ্ড! থমকাল লক্ষ লক্ষ টাকার মূর্তি পাচার! জানুন আসল ঘটনা

কলকাতা: খাস কলকাতায় বুকে ক্রেতা সেজে এক ব্যবসায়ীকে পাকড়াও। হাতির দাঁতের মূর্তি-সহ গ্রেফতার এক ব্যক্তি। ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো এবং ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেলের যৌথ উদ্যোগে বাগুইআটি বাসস্ট্যান্ড থেকে হাতির দাঁতের মূর্তি-সহ ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম অমিতাভ পাল, তিনি বাগুইআটির বাসিন্দা।

ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর এক কর্তা জানিয়েছেন,  সোশ্যাল মিডিয়ায় ওই ব্যক্তি বিজ্ঞাপন দিয়েছিল তিনি একটি হাতির দাঁতের মূর্তি বিক্রি করতে চাইছেন। সেই বিজ্ঞাপনই নজরে আসে ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোলের হাতে। এরপরেই ক্রেতা সেজে ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন তাঁরা। মূর্তি হাতবদলের স্থান বলা হয় বাগুইআটি বাসস্ট্যান্ড। সেই মতোই সেখান পৌঁছে যান ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো এবং ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেলের কর্তারা। একেবারে হাতেনাতে গ্রেফতার করা হয় তাঁকে।

আরও পড়ুনঃ দুয়ারে উপনির্বাচন, মানিকতলায় প্রার্থী হওয়ার সম্ভাবনা সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তির

সূত্রের খবর, ওই ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে আরও কিছু মূর্তি ও বেশ কিছু দামি, বহুমূল্য সামগ্রী উদ্ধার হয়েছে। তবে তিনি সেগুলি কথা থেকে এনেছেন, তা জানাতে ব্যর্থ হন। এমনকি, সেই সব সামগ্রীর বৈধ কাগজ দেখাতে পারেননি তিনি।

Anup Chakraborty