Tag Archives: Crime

রাতে রাস্তায় ঘুরতে বেরিয়ে যৌন নির্যাতনের শিকার সাংসদ! চাঞ্চল্যকর অভিযোগে উত্তাল বিশ্ব

ক্যানবেরা: মাদক সেবন করিয়ে যৌন নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ তুললেন অস্ট্রেলিয়ার ক্যুইন্সল্যান্ড লেবার পার্টির এমপি ব্রিটানি লাউগা। সেন্ট্রাল ক্যুইন্সল্যান্ড টাউনের ইয়েপ্পনের ঘটনা। রবিবার ভোরের দিকে ব্রিটানি পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন।

অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (এবিসি) নামক সংবাদ সংস্থার প্রকাশ করা খবরে ব্রিটানিকে বলতে শোনা গিয়েছে যে, “হাসপাতালে পরীক্ষানিরীক্ষায় আমার শরীরে মাদকের উপস্থিতির প্রমাণ পাওয়া গিয়েছে। যেটা আমি কখনওই নিইনি। এই মাদক তাৎপর্যপূর্ণ ভাবে আমার উপর প্রভাব ফেলেছে।”

ওই এমপি-র বক্তব্য, তিনি নিজের এই অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনার পরে ওই শহরতলির অন্যান্য মহিলারা তাঁর সঙ্গে যোগাযোগ করে জানিয়েছেন যে, তাঁরাও ওই একই অভিজ্ঞতার শিকার হয়েছেন। ক্যুইন্সল্যান্ডের ওই এমপি-র কথায়, “এমন ঘটনা যে কারওর সঙ্গে ঘটতে পারে। দুঃখজনক ভাবে, যেটা আমাদের সঙ্গেও ঘটেছে। এটা একেবারেই ঠিক নয়। জোর করে মাদক দেওয়া এবং যৌন নিপীড়নের কোনও ঝুঁকি ছাড়াই শহরতলিতে আমাদের সামাজিকতা উপভোগ করতে পারা উচিত।”
তিনি আরও বলেন, “যাঁরা আমায় সমর্থন জানিয়ে আমার সঙ্গে যোগাযোগ করেছেন, তাঁদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। আমি আপনাদের চিন্তাশীল বার্তা এবং উদারতার মূল্য দিই।” সেই সঙ্গে ওই এমপি-র আবেদন, “যদি আপনাদের কাছে এই সংক্রান্ত কোনওরকম তথ্য থাকে, তাহলে অনুগ্রহ করে পুলিশকে সেটা জানান। কারণ সেই তথ্য তদন্তে সাহায্য করতে পারে।”

ব্রিটেনের এক সংবাদপত্রের একটি ভিন্ন প্রতিবেদনে আবার বলা হয়েছে যে, ইতিমধ্যেই একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। সেই ভিডিও-তেই ধরা পড়েছে ব্রিটানির ঘটনা। রাস্তায় ঘটে যাওয়া এই ঘটনা ক্যামেরায় ধরা পড়েছে। যৌন নিপীড়নের অভিযোগ তিনি পুলিশে জানানোর পরেই তাঁকে ওই ভিডিওটির ঘটনা জানানো হয়।

আরও পড়ুনঃ  মাধ্যমিকের ফল দেখে বকেছিলেন মা, তারপরে যা ঘটাল কলকাতার পড়ুয়া…! একেবারে অবিশ্বাস্য

ক্যুইন্সল্যান্ড পুলিশ সার্ভিসের তরফে জানানো হয়েছে যে, ইয়েপ্পনে এই ঘটনা সংক্রান্ত একটি অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে তারা। ক্যুইন্সল্যান্ড প্রিমিয়ার স্টিভেন মাইলস বলেন, “সম্ভাব্য সমস্ত উপায়ে প্রাদেশিক সরকার ব্রিটানি লাউগাকে সাহায্য করে চলেছে। ব্রিটানি যে অবস্থার মধ্যে দিয়ে গিয়েছেন, সেই অবস্থার মধ্যে দিয়ে কাউকে যেন যেতে না হয়। আমার সম্পূর্ণ লক্ষ্য ব্রিটানি এবং তাঁর ভাল থাকার উপরেই রয়েছে। আমি ইতিমধ্যেই ব্রিটানিকে জানিয়েছি যে, আমরা তাঁকে সমর্থন করার জন্যই রয়েছি। যা তিনি চান, সমস্ত সাহায্য করা হবে।”

Crime News: শুধু একটা জলের বোতল! তার জেরেই চলে গেল প্রাণ… ফুলবাগানে তুলকালাম

কলকাতা: জলের বোতলকে কেন্দ্র করে বচসা। খুন হতে হলো ১৮ বছরের যুবক নীতিশ রবিদাসকে। ঘটনাকে কেন্দ্র করে প্রবল চাঞ্চল্য এলাকায়।

ফুলবাগান এলাকার কেএমসি সাফাই কর্মীদের কোয়ার্টারে দীর্ঘদিন ধরে চলত অসামাজিক কাজকর্ম। রাত গড়ালেই নেশার আসর বোসত। গতকাল ঠিক সাড়ে বারোটার সময় এই কোয়ার্টারের ছাদে জলের বোতল নিয়ে ঘুমোতে আসেন নীতিশ রবিদাস। ঠিক তখনই ছাদে উপস্থিত আকাশ হরি তার কাছ থেকে সেই জলের বোতল চায়। তিনি না দেওয়ায় শুরু হয় বচসা। পরেই আকাশ হরির কাছে থাকা ছুরি দিয়ে নীতিশকে আঘাত করে।  তৎক্ষণাৎ ছাদেই লুটিয়ে পড়ে নিশীথ। স্থানীয় এলাকার বাসিন্দারা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুনঃ মাধ্যমিকের ফল দেখে বকেছিলেন মা, তারপরে যা ঘটাল কলকাতার পড়ুয়া…! একেবারে অবিশ্বাস্য

পুরো ঘটনাটির তদন্তে নেমেছে ফুলবাগান থানার পুলিশ। ইতিমধ্যে দেহটিকে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

Crime News: Malda | মারাত্মক! ঠিকাদারকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে গ্রেফতার তোলাবাজ, ভয়ে কাঁপছে মালদহ

সেবক দেবশর্মা, মালদহ:  বন্দুক ঠেকিয়ে তোলাবাজির অভিযোগে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক দুষ্কৃতি ও তার তিন সহযোগী। সরকারি কাজে বাধা দান ও ঠিকাদারের কাছে ৬ লক্ষ টাকা ‘তোলা’ চাওয়ার অভিযোগে  গ্রেফতার অভিযুক্তরা।

সূত্রের খবর, হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় পূর্ত দফতরের অধীনে একটি সেতু তৈরির কাজ চলছে। অভিযোগ, সেখানে কাজ চলাকালীন বন্দুক নিয়ে ঠিকাদারকে হুমকি দিয়ে তোলা আদায়ের চেষ্টা করে কয়েকজন দুষ্কৃতী। ৬ লক্ষ টাকা তোলা দাবি করে তারা। ঠিকাদার হরিশ্চন্দ্রপুর থানায় ঘটনা জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয় মূল অভিযুক্ত আবু হায়াত। বাড়ি চাঁচল থানার রণঘাট এলাকায়। একইসঙ্গে অভিযুক্তের আরও তিন সহযোগীকেও গ্রেফতার করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ধৃতদের শনিবার সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানাগিয়েছে,ধৃত আবু হায়াত এবং তার দলবল দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় তোলাবাজি করত। তাদের টার্গেটে থাকত বড় ব্যবসায়ী এবং ঠিকাদাররা। কোথাও বড় কোনও কাজ হলেই হুমকি দিয়ে তোলা আদায়ের জন্য হাজির হয়ে যেত এই গ্যাং। অভিযোগকারী ঠিকাদারের কাছে ৬ লক্ষ টাকা দাবি করা হয়েছিল। কিন্তু, তিনি তা দিতে রাজি না হওয়ায় তাঁকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এই দুষ্কৃতীরা আগেও কোথা থেকে ‘তোলা’ আদায় করেছে কিনা তাও তদন্ত করে দেখা হবে। ভোটের মুখে তোলাবাজির ঘটনা প্রকাশ্যে আশায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

সিগারেট কিনতে দোকানে ঢুকল ২ যুবক! আঁতকে উঠলেন মহিলা বিক্রেতা! তারপর…

জলপাইগুড়ি: জলপাইগুড়ি পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত মুহুরী পাড়া এলাকায় পান বিড়ি সিগারেটের দোকান সামলাচ্ছিলেন এক মহিলা। গলায় ছিল সোনার হার। বেশ ফন্দি এঁটেই সিগারেট কেনার ছলে ক্রেতা সেজে দোকানে যায় দুই যুবক। এরপরই ঘটে সেই দুর্ঘটনা!

ঠিক কী হয়েছিল? মহুরী পাড়া পূজো মন্ডপ সংলগ্ন এক মহিলার দোকানে ক্রেতা সেজে দুই যুবক আসে। তারা সিগারেট চায় মহিলা বিক্রেতার কাছে। ওই মহিলা দুই যুবকের হাতে সিগারেট দিতে কাছে আসা মাত্রই আচমকাই মহিলার গলায় থাকা সোনার হার ছিনতাই করে পালিয়ে যায়। সোনার চেইনটির ওজন কম করে প্রায় ১ ভরি বলে জানিয়েছেন দোকানের বিক্রেতা। যার বর্তমান বাজার দর প্রায় কমবেশি লক্ষাধিক টাকা।

আরও পড়ুনLok Sabha Election 2024: এক মাসের জন্য এই কলেজেই ঘরবন্দি থাকবে বালুরঘাটবাসীর মতামত

ব্যস্ততম এই রাস্তায় এত লোকজনের ভিড়ে এই ধরনের ছিনতাইয়ের ঘটনায় ভয়ে চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে এলাকার লোকজন। ঘটনার কথা জানাজানি হতেই তৎক্ষণাৎ জলপাইগুড়ি কোতওয়ালি থানার পুলিশকে খবর দেওয়া হয়।

ঘটনাস্থলে পুলিশ এসে পুরো ঘটনার তদন্ত শুরু করে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করেন সেই মহিলা। অভিযুক্তকে দ্রুত খুঁজে কড়া শাস্তির দাবি জানান ওই মহিলা। ঘটনাটির তদন্ত চালাচ্ছে পুলিশ।

সুরজিৎ দে

Crime: অর্জুন পুরস্কারপ্রাপ্ত সিআরপিএফ কর্তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, বরখাস্ত করল সরকার

যৌন হয়রানির অভিযোগে সিআরপিএফ ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) পদমর্যাদার প্রাক্তন চিফ স্পোর্টস অফিসারকে বরখাস্ত করার প্রক্রিয়া শুরু করল কেন্দ্র সরকার। সূত্র মারফত এই খবর জানা গিয়েছে। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে (সিআরপিএফ) কর্মরত কয়েকজন মহিলা তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন।

সরকারী সূত্র অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রক ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (UPSC) সুপারিশ গ্রহণ করার পরে, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল খাজান সিংকে বরখাস্তের নোটিশ পাঠানো হয়েছে। ১৫ দিনের মধ্যে অভিযুক্তর কাছ থেকে প্রাপ্ত জবাব বিবেচনা করে এ বিষয়ে চূড়ান্ত আদেশ জারি করা হবে বলে সূত্র মারফত জানা গিয়েছে। তবে খাজান সিং এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেননি।

যৌন হয়রানির অভিযোগে সিআরপিএফ পরিচালিত তদন্তে ‘দোষী’ প্রমাণিত হওয়া খাজন সিং বর্তমানে মুম্বাইতে পোস্টিং। সম্প্রতি তাঁর বিরুদ্ধে একটি বরখাস্তের নোটিশ জারি করা হয়েছিল। সিআরপিএফ সদর দফতর অভ্যন্তরীণ কমিটির তদন্ত প্রতিবেদন গ্রহণ করেছে এবং যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য ইউপিএসসি এবং স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পাঠিয়েছে। সূত্রের খবর, ইউপিএসসি এবং স্বরাষ্ট্র মন্ত্রক খাজন সিংকে বরখাস্ত করার প্রক্রিয়া শুরু করেছে।

আরও পড়ুন– রাশিফল ১৫ এপ্রিল- ২১ এপ্রিল: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

খাজান সিংয়ের বিরুদ্ধে দুটি যৌন হেনস্থার অভিযোগ রয়েছে। এর মধ্যে একটি মামলায় তাঁকে বরখাস্তের নোটিস দেওয়া হয়েছে। আরেকটি মামলা বিবেচনা করা হচ্ছে বলে সূত্র জানিয়েছে। খাজান সিং দেশের বৃহত্তম আধাসামরিক বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের চিফ স্পোর্টস অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

প্রসঙ্গত, ১৯৮৬ সালের সিওল এশিয়ান গেমসে ২০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে খাজান সিং রৌপ্য পদক জিতেছিলেন। ১৯৫১ সালের পর এটাই ছিল সাঁতারে ভারতের প্রথম পদক। প্রসঙ্গত, এর আগে তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত যৌন হেনস্থার অভিযোগ অস্বীকার করেছিলেন খাজান সিং। তিনি বলেছিলেন, সমস্ত অভিযোগ ‘পুরোপুরি মিথ্যা’ এবং তাঁর ভাবমূর্তি নষ্টের চেষ্টা হচ্ছে।

বর্তমানে সিআরপিএফ-এ ৩.২৫ লক্ষ কর্মী রয়েছে। ১৯৮৬ সালে প্রথমবার সিআরপিএফ-এ মহিলাদের অন্তর্ভুক্ত করা হয়েছিল। বর্তমানে মোট ছয়টি মহিলা ব্যাটালিয়ন রয়েছে, যেখানে প্রায় ৮ হাজার মহিলা কর্মরত।

Crime News: মারাত্মক! পার্টিতে ঝগড়ার জের, ছেলের বন্ধুকে ছাদে নিয়ে গিয়ে… হাড়হিম করা সিসিটিভি ফুটেজ

বরেলি: তর্কাতর্কির পরে একটি পাঁচতারা হোটেলের ছাদ থেকে এক ব্যক্তিকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ উঠল উত্তরপ্রদেশের এক ব্যবসায়ীর বিরুদ্ধে। রবিবার মাঝরাতে উত্তরপ্রদেশের বরেলিতে এহেন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। হোটেলের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে গোটা ঘটনাটি। আর সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা গিয়েছে অভিযুক্তকেও।

সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই ধাক্কা মেরে ফেলে দেওয়ার ঘটনায় গুরুতর জখম হয়েছেন সার্থক আগরওয়াল। পেশায় তিনি হেলথ সেক্টরের ব্যবসায়ী। তাঁকেই ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি। তাঁর অবস্থা এখন আশঙ্কাজনক। ঘটনাস্থালের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে যে, অভিযুক্ত বস্ত্র ব্যবসায়ী সার্থককে মারধর করছে। এরপর আচমকাই তাঁকে ধাক্কা মেরে ফেলে দেয় অভিযুক্ত ওই বস্ত্র ব্যবসায়ী।

আরও পডুন: হাজার হাজার চাকরি বাতিল, বেতন ফেরানোরও নির্দেশ হাইকোর্টের! এসএসসি রায় নিয়ে এবার সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য

পুলিশ জানিয়েছে, সার্থক আগরওয়াল ওই হোটেলে নিজের বন্ধুদের সঙ্গে একটি পার্টিতে যোগ দিতে গিয়েছিলেন। আর সার্থকের বন্ধুদের দলে ছিলেন অভিযুক্তের পুত্র রিদিম অরোরাও। পার্টি চলাকালীন হঠাৎ করেই সার্থক এবং রিদিমের মধ্যে তর্কাতর্কি বেঁধে যায়। যা নিমেষের মধ্যে ধস্তাধস্তিতে পরিণত হয়। আর মারপিটের মাঝেই রিদিম বিষয়টায় হস্তক্ষেপ করার জন্য নিজের বাবাকে ডেকে আনে।

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে যে, অভিযুক্ত সঞ্জীব অরোরা সার্থকের কলার ধরে তাঁকে এলোপাথাড়ি চড় মারছে। এরপর কিছু বুঝে ওঠার আগেই হোটেলের ছাদ থেকে তাঁকে ধাক্কা মেরে ফেলে দেয় সে। এখানেই শেষ নয়। সার্থককে ধাক্কা মেরেও ক্ষান্ত হয়নি সঞ্জীব অরোরা। এরপর ঘটনাস্থলে পাশেই দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে ধরে পেটাতে শুরু করে অভিযুক্ত।

ইতিমধ্যেই সঞ্জীব অরোরার নামে এফআইআর দায়ের করা হয়েছে। যেখানে বলা হয়েছে যে, অভিযুক্ত মদ্যপ অবস্থায় ছিল। কোনও উস্কানিমূলক কার্যকলাপ ছাড়াই সে সার্থকের উপর চড়াও হয়েছিল। সেই সঙ্গে চূড়ান্ত শারীরিক হেনস্থার জেরে আশঙ্কাজনক অবস্থায় পরিণত করার জন্য হামলার অভিযোগও দায়ের হয়েছে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে।

Crime News: একই পরিবারের ৩ জনের পচাগলা মৃতদেহ উদ্ধার! বরানগরে শিউরে ওঠা ঘটনা

কলকাতা: বরানগর বিধানসভা অঞ্চলের নিরঞ্জন সেন নগর। ওয়ার্ড ১ একই পরিবারের তিনজনের পচা গলা মৃতদেহ উদ্ধার l সূত্রের খবর, মৃতদের নাম শংকর হালদার (৭০), অভিজিত হালদার ওরফে বাপ্পা (৪২), দেবপর্ণ হালদার (১৫)।

তিন প্রজন্ম অর্থাৎ দাদু, ছেলে এবং নাতির মৃতদেহ উদ্ধার হয়েছে। জানা গিয়েছে, অভিজিতের স্ত্রী মুনমুন এক বছর আগে বাড়ি ছেড়ে চলে যান।  অন্য এক জনের সঙ্গে সম্পর্কের নাকি এই পদক্ষেপ করেন তিনি। নাতি দেবপর্ণ নার্ভের সমস্যা। দীর্ঘ দিন ধরেই অবসাদে ভুগছিল সে।

অভিজিতের একটি হার্ডওয়্যারের দোকান ছিল। শংকর বাবু বরানগর পুরসভায় কাজ করতেন। দেবপর্ণ দশম শ্রেণির ছাত্র।

আরও পড়ুন: ২২ বছর পর দুই বাংলাকে মিলিয়ে দিল নৌকা বাইচ, পুরোটা জানুন

আরও পড়ুন: জঙ্গলমহলে প্রচারে গিয়ে বিশেষ ঘটনার মুখোমুখি বিজেপি প্রার্থী

বাড়ির দরজা খুলে মেঝেতে তিনটি মৃতদেহ পড়তে থাকতে দেখা  যায়। আত্মহত্যা না অন্য কোনও কারণে মৃত্যু, তা খতিয়ে দেখছে বরানগর পুলিশ। পরিচিত সূত্রে খবর, বৃহস্পতিবার শেষ বারের মতো দেখা গিয়েছিল সেই পরিবারের সদস্যের। পচা গন্ধ পেয়ে সন্দেহের উদ্রেক হয়। তার পরেই পাড়ার লোক পুলিশকে খবর দেয়। আপাতত বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

America: ৯৩টা মৃতদেহ, কোনও চিহ্ন নেই, আসলে খুন! আর খুনি? পৃথিবীর ‘সবচেয়ে ভয়ংকর সিরিয়াল কিলার’!

ভাবতে পারছেন, ৯৩ টি খুন! মার্কিন (USA) কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এফবিআইয়ের খাতায় ‘সবচেয়ে ভয়ংকর সিরিয়াল কিলার’ হল স্যামুয়েল লিটল। কিন্তু ৯৩ টি খুনে স্যামুয়েলকে সাজা ভোগ করতে হয়েছে মাত্র ৬ বছর। ২০১৪ সালে গ্রেফতার হওয়ার পর ২০১৬ সালেই প্রাণ হারান আমেরিকার ‘সবচেয়ে ভয়ংকর সিরিয়াল কিলার।’
ভাবতে পারছেন, ৯৩ টি খুন! মার্কিন (USA) কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এফবিআইয়ের খাতায় ‘সবচেয়ে ভয়ংকর সিরিয়াল কিলার’ হল স্যামুয়েল লিটল। কিন্তু ৯৩ টি খুনে স্যামুয়েলকে সাজা ভোগ করতে হয়েছে মাত্র ৬ বছর। ২০১৪ সালে গ্রেফতার হওয়ার পর ২০১৬ সালেই প্রাণ হারান আমেরিকার ‘সবচেয়ে ভয়ংকর সিরিয়াল কিলার।’
স্যামুয়েল যাঁদের খুন করত তাঁদের শরীরে কোনও ক্ষতচিহ্ন থাকত না। আর তার শিকারের বেশিরভাগই এমন মহিলা যাঁরা মাদক সেবন করতেন কিংবা দেহব্যবসার সঙ্গে যুক্ত। স্যামুয়েলের হাতে খুন হওয়া এমন ব্যক্তিও আছেন যাঁর মৃত্যুর কারণ এখনও জানতে পারেননি মার্কিন গোয়েন্দারা।
স্যামুয়েল যাঁদের খুন করত তাঁদের শরীরে কোনও ক্ষতচিহ্ন থাকত না। আর তার শিকারের বেশিরভাগই এমন মহিলা যাঁরা মাদক সেবন করতেন কিংবা দেহব্যবসার সঙ্গে যুক্ত। স্যামুয়েলের হাতে খুন হওয়া এমন ব্যক্তিও আছেন যাঁর মৃত্যুর কারণ এখনও জানতে পারেননি মার্কিন গোয়েন্দারা।
ওহিওয় জন্মের পর হাইস্কুলের গণ্ডি পেরিয়েই লেখাপড়া শিকেয় তুলে দেয় স্যামুয়েল। এরপর দোকানলুট বা চুরি করেই মদ্যপান, ড্রাগ সেবন করত স্যামুয়েল। ১৬ বছর বয়সেই পুলিসের খাতায় তার প্রথম নামে ওঠে। ১৯৭০ সাল থেকে ২০০৫ সাল, অর্থাৎ ৩৫ বছরে তার হাতে খুন হয়েছেন ৯৩ জন। ১৯৫৬ সালেই প্রথম শ্রীঘরে ঠাঁই হয়েছিল স্যামুয়েলের।
ওহিওয় জন্মের পর হাইস্কুলের গণ্ডি পেরিয়েই লেখাপড়া শিকেয় তুলে দেয় স্যামুয়েল। এরপর দোকানলুট বা চুরি করেই মদ্যপান, ড্রাগ সেবন করত স্যামুয়েল। ১৬ বছর বয়সেই পুলিসের খাতায় তার প্রথম নামে ওঠে। ১৯৭০ সাল থেকে ২০০৫ সাল, অর্থাৎ ৩৫ বছরে তার হাতে খুন হয়েছেন ৯৩ জন। ১৯৫৬ সালেই প্রথম শ্রীঘরে ঠাঁই হয়েছিল স্যামুয়েলের।
তখন অবশ্য তার নামের আগে সিরিয়াল কিলার তকমা লাগেনি। তখন স্যামুয়েলের অপরাধ বলতে ছিল লুট, জালিয়াতি। আশির গোড়ায় স্যামুয়েলের বিরুদ্ধে অভিযোগ ওঠে মিসিসিপি ও ফ্লোরিয়াড নারীহত্যার। কিন্তু মৃতদেহে নেই কোনও ক্ষতচিহ্ন। প্রমাণের অভাবে দোষী সাব্যস্ত হয়নি স্যামুয়েল লিটল।
তখন অবশ্য তার নামের আগে সিরিয়াল কিলার তকমা লাগেনি। তখন স্যামুয়েলের অপরাধ বলতে ছিল লুট, জালিয়াতি। আশির গোড়ায় স্যামুয়েলের বিরুদ্ধে অভিযোগ ওঠে মিসিসিপি ও ফ্লোরিয়াড নারীহত্যার। কিন্তু মৃতদেহে নেই কোনও ক্ষতচিহ্ন। প্রমাণের অভাবে দোষী সাব্যস্ত হয়নি স্যামুয়েল লিটল।
এরপর একই পদ্ধতিতে নাগাড়ে খুন। বারবার পুলিসের ধরাছোঁয়ার বাইরে স্যামুয়েল লিটল। ২০১৪ সালে তাকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই গ্রেফতার করে। তখন কারাগারে বসেই নিজের কৃতকর্মের কথা শোনায় আমেরিকার ‘সবচেয়ে ভয়ংকর সিরিয়াল কিলার।’
এরপর একই পদ্ধতিতে নাগাড়ে খুন। বারবার পুলিসের ধরাছোঁয়ার বাইরে স্যামুয়েল লিটল। ২০১৪ সালে তাকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই গ্রেফতার করে। তখন কারাগারে বসেই নিজের কৃতকর্মের কথা শোনায় আমেরিকার ‘সবচেয়ে ভয়ংকর সিরিয়াল কিলার।’
খুন হওয়া যেসব ব্যক্তির পরিচয় পুলিশ খুঁজে বের করতে পারেনি, তাঁদের নাম-পরিচয় জানায় স্যামুয়েল। জেরায় স্বীকার করে নেয় ৫০-এর বেশি খুন করেছে সে। তবে এফবিআইয়ের খাতায় তার বিরুদ্ধে খুনের অভিযোগ ৯৩।
খুন হওয়া যেসব ব্যক্তির পরিচয় পুলিশ খুঁজে বের করতে পারেনি, তাঁদের নাম-পরিচয় জানায় স্যামুয়েল। জেরায় স্বীকার করে নেয় ৫০-এর বেশি খুন করেছে সে। তবে এফবিআইয়ের খাতায় তার বিরুদ্ধে খুনের অভিযোগ ৯৩।
২০১৪ সালে সাজা ঘোষণা হয় স্যামুয়েলের। তখন তাকে ৩ দফায় যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেন মার্কিন বিচারকরা। কিন্তু ৬ বছর সাজা ভোগ করেই প্রাণ হারাল স্যামুয়েল। ২০০৫ সালে খুন বন্ধ করার পরও পুলিসের নাগালে আসেনি সে। অভিনব পদ্ধতিতে খুন করায়, একাধিক ঘটনায় খুনের কারণই খুঁজে বের করতে পারেননি গোয়েন্দারা।
২০১৪ সালে সাজা ঘোষণা হয় স্যামুয়েলের। তখন তাকে ৩ দফায় যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেন মার্কিন বিচারকরা। কিন্তু ৬ বছর সাজা ভোগ করেই প্রাণ হারাল স্যামুয়েল। ২০০৫ সালে খুন বন্ধ করার পরও পুলিসের নাগালে আসেনি সে। অভিনব পদ্ধতিতে খুন করায়, একাধিক ঘটনায় খুনের কারণই খুঁজে বের করতে পারেননি গোয়েন্দারা।
কেউ কেউ মনে করেন প্রাক্তন মুষ্টিযোদ্ধা স্যামুয়েল এমনভাবে খুন করত, যেখানে ছুরি বা বন্দুকের প্রয়োজনই পড়ত না। ফলে একাধিক ঘটনার মৃত্যুর কারণ হিসাবে উঠে আসত মাদক সেবন বা দুর্ঘটনার তত্ত্ব। ৯৩ টা খুনের একাধিক মৃত্যুর কারণ যেমন ধোঁয়াশায়, তেমনই স্যামুয়েলের মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। সে দেশের সংবাদ মাধ্যম জানিয়েছে, কয়েক দিন ধরে হৃদরোগ ও ডায়াবেটিসে ভুগছিল স্যামুয়েল।
কেউ কেউ মনে করেন প্রাক্তন মুষ্টিযোদ্ধা স্যামুয়েল এমনভাবে খুন করত, যেখানে ছুরি বা বন্দুকের প্রয়োজনই পড়ত না। ফলে একাধিক ঘটনার মৃত্যুর কারণ হিসাবে উঠে আসত মাদক সেবন বা দুর্ঘটনার তত্ত্ব। ৯৩ টা খুনের একাধিক মৃত্যুর কারণ যেমন ধোঁয়াশায়, তেমনই স্যামুয়েলের মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। সে দেশের সংবাদ মাধ্যম জানিয়েছে, কয়েক দিন ধরে হৃদরোগ ও ডায়াবেটিসে ভুগছিল স্যামুয়েল।

Watgunge News : ওয়াটগঞ্জে মহিলা খুনে গ্রেফতার নিহতের দেওর নীলাঞ্জন সরখেল ! স্বামীর খোঁজে পুলিশ

ওয়াটগঞ্জে মহিলা খুনে ধৃত ১। গ্রেফতার ওয়াটগঞ্জে নিহত দুর্গা সরখেলের দেওর । গ্রেফতার নিহতের দেওর নীলাঞ্জন সরখেল । ওয়াটগঞ্জে নিহত দুর্গার স্বামী ধোনি সরখেলের খোঁজে পুলিশ। ৩ দিন নিখোঁজের পর মেলে দুর্গা সরখেলের দেহাংশ। ওয়াটগঞ্জে একাধিক প্লাস্টিকে দুর্গা সরখেলের দেহাংশ মেলে।

Hair Theft: ট্রেন যাত্রী তরুণীর খোলা চুল কেটে নিল কে? শিয়ালদহ-বিধাননগরে হঠাৎ আতঙ্ক মহিলাদের

কলকাতা: অদ্ভুত কাণ্ড শিয়ালদহ লাইনের ট্রেনে! ট্রেনের ভিড়ের মধ্যেই মহিলাদের চুল অজান্তে কেটে নিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা৷ আর তাতেই আতঙ্ক বেড়েছে৷ এই ঘটনার প্রতক্ষ্য অভিজ্ঞতা হয়েছে বারুইপুরের বেসরকারি কলেজে পাঠরতা বাগুইআটির বাসিন্দা ২২ বছরের এক তরুণীর৷ তিনি এখনও পর্যন্ত বুঝতে পারছেন না, কী হয়েছিল সেদিন তাঁর সঙ্গে৷

গতকাল, অর্থাৎ বুধবার বাড়ি ফেরার সময় শিয়ালদহ স্টেশন থেকে ছ’টা পাঁচ মিনিটের নৈহাটি লোকাল ধরেছিলেন বাগুইহাটির বাসিন্দা ওই তরুণী৷ তিনি উল্টোডাঙায় নেমে যাবেন বাড়িতে৷ ট্রেনের সামনের দিকের লেডিজ কম্পার্টমেন্টে ওঠেন তিনি৷ তিনি পরবর্তীতে জানিয়েছেন, ওই কম্পার্টমেন্টের ভিতরের হঠাৎ-হঠাৎ তাঁর চুলে টান লাগছিল৷ তিনি ভেবেছিলেন ভিড় ট্রেনে কারওর হাত লেগে হয়ত চুলে টান লাগছে৷

এর পর বিধাননগর স্টেশনে নেমে তিনি এক নম্বর প্ল্যাটফর্মের সাবওয়ে দিয়ে হাঁটতে শুরু করেন৷ এবং হাঁটার সময়ও তিনি টের পেতে থাকেন, তাঁর চুলে তখনও অল্প অল্প টান লাগছে৷ এ বারে বেশ ঘাবড়ে যান তিনি৷ পিছনে ঘুরে দেখতে পান একটি অল্প বয়সের যুবককে৷ তাঁকে জিজ্ঞাসা করলে এমন কিছুর কথা সেই যুবক অস্বীকার করে৷

এই অজানা আতঙ্ক নিয়ে বাড়ি ফেরেন ওই মহিলা৷ চুলে হাত দিয়ে এর আগেই তিনি টের পেয়েছেন, মাথার গোছা-গোছা চুল উঠে আসছে৷ আতঙ্কে রাতে ঘুম আসতে চায়নি তাঁর৷ সকালে তাঁর জামাইবাবু, যিনি পেশা কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট রেল দফতরের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন৷ তারপরই তাঁরা বিধাননগর আরপিএফ-এ তাঁরা অভিযোগ করেন৷ সেই অভিযোগের ভিত্তিতে সিসিটিভি ফুটেজ দেখে অনুপমাকে চিহ্নিত করা গেলেও, অভিযুক্তকে চিহ্নিত করা সম্ভব হয়নি৷ তবে অনুপমার তরফ থেকে বলা হয়েছে, রেলের তরফ থেকে ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন৷