ভারতীয় ক্রিকেট দল।

ICC Champions Trophy 2025: চ্যাম্পিয়ান্স ট্রফি খেলতে কি আগামী বছর পাকিস্তানে যাবে ভারত? মুখ খুললেন বোর্ড কর্তা

চলতি বছরের টি২০ বিশ্বকাপের পরেই ভারতীয় ক্রিকেট দল প্রস্তুতি নিতে শুরু করে দেবে আগামী বছরের আইসিসি চ্যাম্পিয়ান্স ট্রফির। ২০২৫ সালে ৮ দলের এই টুর্নামেন্টে অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি-মার্চ মাসে পাকিস্তানের মাটিতে। তবে এই প্রতিযোগিতা খেলতে কি ভারত যাবে পাকিস্তানে? প্রশ্নের জবাব দিলেন বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা।

আরও পড়ুন: ক্রিকেটের বড় যুদ্ধে মুখোমুখি হতে চলেছে ভারত-পাকস্তান, জিততে পারবে আইপিএল?

প্রায় দেড় দশক ধরে পাকিস্তানের মাটিতে খেলতে যায় না ভারত। দুই দেশের কূটনৈতিক সম্পর্কও তলানিতে। এই আবহেই প্রশ্ন উঠে গিয়েছে ২০২৫ সালে চ্যাম্পিয়ান্স ট্রফি খেলতে কি ভারত পাকিস্তানে যাবে। ২০১২-১৩ সালে শেষ বার দুই দেশের মধ্যে এক দিনের ক্রিকেট সিরিজ অনুষ্ঠিত হয়েছে। তার পর থেকে আইসিসির প্রতিযোগিতা বা এশিয়া কাপ ছাড়া মুখোমুখি হয় না দুই দেশ। কিন্তু আগামী বছর আইসিসি চ্যাম্পিয়ান্স ট্রফি অনুষ্ঠিত হবে পাকিস্তানে, তাই ভারত আদৌ পাকিস্তানে যাবে কি না সেই নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।

আরও পড়ুন: ১৭৪ বলে ৩৬ রান করে নটআউট! বিরাটের স্ট্রাইক রেট নিয়ে তরজার মধ্যেই ভাইরাল গাভাসকরের ইনিংস, গোহারা হারে ভারত

সংবাদ সংস্থা এএনআই-এর প্রশ্নের জবাবে রাজীব শুক্লা বলেন, “চ্যাম্পিয়ান্স ট্রফির জন্য পাকিস্তানে দল পাঠানোর ব্যাপারে ভারত সরকার যেটা বলবে আমরা সেটাই করব। ভারত সরকার যখন আমাদের অনুমতি দেবে তখনই আমদা দল পাঠাব। সরকার যেমন সিদ্ধান্ত নেবে আমরা সেভাবেই কাজ করব।”