Indian Railways: উদ্বেগজনক করোনা পরিস্থিতি, আবারও কী বন্ধ হতে চলেছে ট্রেন পরিষেবা ?

#নয়াদিল্লি: করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বেড়েই চলেছে ৷ এর জেরে একাধিক রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ বেশ কিছু শহরে লকডাউন, নাইট কার্ফু, উইকএন্ড লকডাউন লাগু করা হয়েছে ৷ এর জেরে মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে যে এবার কী তাহলে ফের ট্রেন পরিষেবা বন্ধ করে দেওয়া হবে ? এই বিষয়ে রেলের তরফে একটি বয়ান জারি করা হয়েছে ৷ রেলের তরফে ট্যুইট করে জানানো হয়েছে,‘যাত্রীরা প্যানিক করবেন না, ট্রেন পরিষেবা চালু থাকবে ৷’ পাশাপাশি আরও জানানো হয়েছে যে দূরপাল্লার এবং স্পেশ্যাল ট্রেনও চালু থাকবে ৷

রেলওয়ে বোর্ডের তরফে একটি বয়ান জারি করে বলা হয়েছে,‘লাগাতার সামার স্পেশ্যাল ট্রেন চালানো হচ্ছে ৷ দুরপাল্লার এবং স্পেশ্যাল ট্রেন চালু থাকবে ৷ এই সমস্ত ট্রেনে কোভিড বিধি নিষেধ মেনে চলা হবে ৷ কেবল কনফার্ম টিকিট থাকা যাত্রীদের ট্রেনে বোর্ডিংয়ের অনুমতি দেওয়া হবে ৷

যাত্রীদের কাছে রেলের তরফে অনুরোধ করা হয়েছে যে তাঁরা স্টেশনে অকারণে ভিড় না করে ৷ কেবল ৯০ মিনিট আগে স্টেশনে পৌঁছে যাওয়ার কথা বলা হয়েছে ৷ রেলের তরফে ওয়েটিং লিস্টের উপর নজর রাখা হবে ৷ দরকার অনুযায়ী, অতিরিক্ত স্পেশ্যাল ট্রেন চালানো হবে ৷

করোনার প্রকোপ বাড়তে থাকায় মহারাষ্ট্রে ১৪৪ ধারা জারি করা হয়েছে ৷ লকডাউন হতে পারে এই ভয়ে অনেকেই আবার দেশের উদ্দেশ্যে রওনা দিতে শুরু করেছেন ৷ এর জেরে স্টেশনগুলিতে ভিড় বাড়তে শুরু করেছে ৷ রেলের তরফে ট্যুইট করে প্যানিক না করার আর্জি জানানো হয়েছে ৷