মেট্রোর কামরায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷

Nirmala Sitharaman in Metro: মেট্রোর কামরায় অর্থমন্ত্রী নির্মলা, মহিলা যাত্রী যা করলেন, দেখে তাজ্জব সবাই!

নয়াদিল্লি: তিনি নিজে প্রার্থী হননি৷ কিন্তু ভোটে দলের হয়ে প্রচারে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে দিল্লিতে মেট্রো সফর করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷ আর অর্থমন্ত্রীর সেই মেট্রো সফরের সময়ই ছোট্ট একটি ঘটনা এখন সমাজমাধ্যমে ভাইরাল৷ সৌজন্যে ওই মেট্রো ট্রেনেই থাকা এক মহিলাযাত্রী৷

গতকাল দিল্লির লক্ষ্মী নগর থেকে মেট্রোয় ওঠেন সীতারমণ৷ সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং ছবিতে দেখা গিয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়েই মেট্রো সফর করছেন সীতারমণ৷ যাত্রার ফাঁকে মেট্রোয় থাকা যাত্রীদের সঙ্গে কথা বলেন তিনি৷ বিকশিত ভারত গড়ে তোলার যে দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করছেন, মেট্রো যাত্রীদের সঙ্গে কথা বলার সময় সেকথা শোনা যায় অর্থমন্ত্রীর মুখেও৷

আরও পড়ুন:  ‘ভিটেহারা’ হবেন খোদ জেলাশাসক? বাংলো নিলামে তুলতে বলল আদালত, বর্ধমানে শোরগোল

কিন্তু নির্মলা সীতারমণের এই জনসংযোগ পর্বের মধ্যেই একটি ঘটনা ভাইরাল হয়েছে৷ সেখানে দেখা যাচ্ছে, মেট্রোর ভিতরে নির্মলা সীতারমণ নিরাপত্তারক্ষী বেষ্টিত হয়ে দাঁড়িয়ে রয়েছেন৷ তারই মধ্যে দিয়ে ভিড় এড়িয়ে একজন মহিলা যাত্রী এগিয়ে আসছেন৷ নির্মলা সীতারমণের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎই অর্থমন্ত্রীর কাঁধে টোকা দিয়ে তাঁকে ডাকেন ওই মহিলা৷ ওই যাত্রী যে আচমকা অর্থমন্ত্রীকে গায়ে হাত দিয়ে ডাকবেন, তা সীতারমণের নিরাপত্তারক্ষীরাও আঁচ করতে পারেননি৷ মহিলার হাবভাব দেখে মনে হয়েছে, অর্থমন্ত্রীর মতো ভিভিআইপি-র সঙ্গে সাধারণ মানুষের যে দূরত্ব, তা নিয়ে একেবারেই ভাবিত নন তিনি৷

ওই মহিলা যাত্রীর হাত দিয়ে টোকা দিতেই তাঁর দিকে ঘোরেন নির্মলা৷ অর্থমন্ত্রীর উদ্দেশ্যে হেসে হাত নাড়ান ওই মহিলা৷ পাল্টা সৌজন্য হিসেবে নির্মলা সীতারমণও তাঁকে দেখে হাসেন৷

তবে নির্মলা সীতারমণের এই মেট্রো সফর নিয়ে অবশ্য মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন নেট ব্যবহারকারীরা৷ অনেকেই যেমন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন, আবার কেউ কেউ তাঁর এই মেট্রো সফরকে ভোটের সময়ের নাটক বলে কটাক্ষ করতেও ছাড়েননি৷