ভারত বনাম পাকিস্তান

Asia Cup 2024: এশিয়া কাপের ক্রীড়াসূচি, ভারত ও পাকিস্তান একই গ্রুপে, জানুন কবে হবে মেগা লড়াই

কলকাতা: এশিয়ান ক্রিকেট কাউন্সিল মহিলা এশিয়া কাপ ২০২৪-র ক্রীড়াসূচি প্রকাশ করেছে। শ্রীলঙ্কার ডাম্বুলায় অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। প্রথম ম্যাচ খেলা হবে ১৯ জুলাই। যেখানে ফাইনাল খেলা হবে ২৮ জুলাই। ফ্যানদের জন্য সুখবর এ বছর একই গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান দল। এবারের এশিয়া কাপে মোট ৮টি দল অংশগ্রহণ করবে। গত মরশুমগুলিতে এই টুর্নামেন্টে ৭ টি দল খেলত৷

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহ এক বিবৃতিতে জানিয়েছেন “দারুণ উত্তেজনাপূর্ণ টুর্নামেন্টের জন্য অপেক্ষা করছি যা প্লেয়ার এবং ফ্যান উভয়কেই অনুপ্রাণিত করবে।” মহিলাদের টি-টোয়েন্টি এশিয়া কাপ ২০২৪ মহিলাদের ক্রিকেটের প্রচারে ACC-এর কমিটমেন্টের উপর জোর দেয়। এই ফিল্ডেও ক্রমাগত ক্রমবর্ধমান প্রতিযোগিতা দেখে আমরা খুবই উত্তেজিত।”

আরও পড়ুন – IMD Weather Alert: ধেয়ে আসছে দুর্যোগ, ফের বাংলার জেলায়-জেলায় আবহাওয়ার রুদ্র খেলা, রইল আপডেট

এই মরশুমে ভারত ও পাকিস্তানের মধ্যে ২১ জুলাই অনুষ্ঠিত হবে দুর্দান্ত হাড্ডাহাড্ডি ম্যাচ। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, নেপাল ও সংযুক্ত আরব আমিরশাহিতে। যেখানে ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও থাইল্যান্ড। গত বছর মহিলা এশিয়া কাপ ২০২৩-র শিরোপা জিতেছিল ভারত। ফাইনালে বাংলাদেশকে হারিয়েছিল ভারত।

এশিয়া কাপ ২০২৪ সময়সূচি:

পাকিস্তান বনাম নেপাল – শুক্রবার ১৯ জুলাই
ভারত বনাম সংযুক্ত আরব আমিরশাহি – শুক্রবার ১৯ জুলাই
মালয়েশিয়া বনাম থাইল্যান্ড – ২০ জুলাই শনিবার
শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ –২০ জুলাই শনিবার
নেপাল বনাম সংযুক্ত আরব আমিরাত – রবিবার ২১ জুলাই
ভারত বনাম পাকিস্তান- ২১ জুলাই রবিবার
শ্রীলঙ্কা বনাম মালয়েশিয়া – সোমবার ২২ জুলাই
বাংলাদেশ বনাম থাইল্যান্ড – সোমবার ২২ জুলাই
পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত – ২৩ জুলাই মঙ্গলবার
ভারত বনাম নেপাল- ২৩ জুলাই মঙ্গলবার
বাংলাদেশ বনাম মালয়েশিয়া – ২৪ জুলাই বুধবার
শ্রীলঙ্কা বনাম থাইল্যান্ড – ২৪ জুলাই বুধবার
সেমি-ফাইনাল ১- শুক্রবার ২৬ জুলাই
সেমি-ফাইনাল ২- ২৬ জুলাই শুক্রবার
ফাইনাল – ২৮ জুলাই রবিবার