বিশ্বের সেরা বিজনেস ক্লাস কেবিন মেলে কাতার এয়ারওয়েজের বিমানে। স্কাইট্র্যাক্সের সমীক্ষায় এমনটাই দাবি করেছেন পর্যটকরা। প্রসঙ্গত, জুন মাসে আয়োজিত ‘ওয়ার্ল্ড এয়ারলাইনস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে বিশ্বের সেরা এয়ারলাইনের খেতাবও জেতে কাতার এয়ারওয়েজ। Photo Courtesy: Qatar Airways

World Best Business Class: বিজনেস ক্লাসে ভ্রমণের জন্য বিশ্বের সেরা বিমান সংস্থা কোনটা? ২০২৪-এর র‍্যাঙ্ক তালিকা দেখে নিন

বিশ্বের সেরা বিজনেস ক্লাস কেবিন মেলে কাতার এয়ারওয়েজের বিমানে। স্কাইট্র্যাক্সের সমীক্ষায় এমনটাই দাবি করেছেন পর্যটকরা। প্রসঙ্গত, জুন মাসে আয়োজিত ‘ওয়ার্ল্ড এয়ারলাইনস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে বিশ্বের সেরা এয়ারলাইনের খেতাবও জেতে কাতার এয়ারওয়েজ। Photo Courtesy: Qatar Airways
বিশ্বের সেরা বিজনেস ক্লাস কেবিন মেলে কাতার এয়ারওয়েজের বিমানে। স্কাইট্র্যাক্সের সমীক্ষায় এমনটাই দাবি করেছেন পর্যটকরা। প্রসঙ্গত, জুন মাসে আয়োজিত ‘ওয়ার্ল্ড এয়ারলাইনস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে বিশ্বের সেরা এয়ারলাইনের খেতাবও জেতে কাতার এয়ারওয়েজ। Photo Courtesy: Qatar Airways
১০০-এর বেশি দেশের পর্যটকদের উপর সমীক্ষা চালায় স্কাইট্র্যাক্স। ৩৫০টি এয়ারলাইনের মধ্যে থেকে বেছে নেওয়া হয় সেরা ১০। এখানে স্কাইট্র্যাক্সের সমীক্ষা অনুযায়ী ২০২৪ সালে সেরা ১০টি এয়ারলাইনসের তালিকা দেওয়া হল যারা বিশ্বের সেরা বিজনেস ক্লাস কেবিন অফার করে। Photo Courtesy: Qatar Airways
১০০-এর বেশি দেশের পর্যটকদের উপর সমীক্ষা চালায় স্কাইট্র্যাক্স। ৩৫০টি এয়ারলাইনের মধ্যে থেকে বেছে নেওয়া হয় সেরা ১০। এখানে স্কাইট্র্যাক্সের সমীক্ষা অনুযায়ী ২০২৪ সালে সেরা ১০টি এয়ারলাইনসের তালিকা দেওয়া হল যারা বিশ্বের সেরা বিজনেস ক্লাস কেবিন অফার করে। Photo Courtesy: Qatar Airways
Number 10 Rank। টার্কিশ এয়ারলাইনস (Turkish Airlines): এই তালিকায় ১০ নম্বরে রয়েছে টার্কিশ এয়ারলাইনস। ইস্তানবুল ভিত্তিক ক্যারিয়ারটি এই বছর বিশ্বের সেরা বিজনেস ক্লাস ক্যাটারিং এবং ইউরোপের সেরা এয়ারলাইনের জন্য স্কাইট্র্যাক্স পুরস্কার জিতেছে। Photo Courtesy: Turkish Airlines
Number 10 Rank। টার্কিশ এয়ারলাইনস (Turkish Airlines): এই তালিকায় ১০ নম্বরে রয়েছে টার্কিশ এয়ারলাইনস। ইস্তানবুল ভিত্তিক ক্যারিয়ারটি এই বছর বিশ্বের সেরা বিজনেস ক্লাস ক্যাটারিং এবং ইউরোপের সেরা এয়ারলাইনের জন্য স্কাইট্র্যাক্স পুরস্কার জিতেছে। Photo Courtesy: Turkish Airlines
Number 9 Rank। ইভা এয়ার (Eva Air): ইভা এয়ার কনটেইনার শিপিং জায়ান্ট এভারগ্রিন গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান। তাইওয়ানিজ ক্যারিয়ারের ওয়াইডবডি ফ্লিটে থাকা প্রিমিয়াম লরেল বিজনেস ক্লাস লাই-ফ্ল্যাট সিট এবং ১৫.৪ ইঞ্চি বিনোদন স্ক্রিন অফার করে। Photo Courtesy: Eva Air
Number 9 Rank। ইভা এয়ার (Eva Air): ইভা এয়ার কনটেইনার শিপিং জায়ান্ট এভারগ্রিন গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান। তাইওয়ানিজ ক্যারিয়ারের ওয়াইডবডি ফ্লিটে থাকা প্রিমিয়াম লরেল বিজনেস ক্লাস লাই-ফ্ল্যাট সিট এবং ১৫.৪ ইঞ্চি বিনোদন স্ক্রিন অফার করে। Photo Courtesy: Eva Air
Number 8 Rank। ডেল্টা এয়ারলাইনস (Delta Airlines): ডেল্টাওয়ান বিজনেস ক্লাস আটলান্টা ভিত্তিক এয়ারলাইনসের ওয়াইডবডি ফ্লিটে দীর্ঘ দূরত্বের পথ অতিক্রম করা ফ্লাইট। উত্তর আমেরিকার শীর্ষস্থানীয় বিজনেস ক্লাস কেবিন অফারের জন্য বিখ্যাত। Photo Courtesy: Delta Airlines
Number 8 Rank। ডেল্টা এয়ারলাইনস (Delta Airlines): ডেল্টাওয়ান বিজনেস ক্লাস আটলান্টা ভিত্তিক এয়ারলাইনসের ওয়াইডবডি ফ্লিটে দীর্ঘ দূরত্বের পথ অতিক্রম করা ফ্লাইট। উত্তর আমেরিকার শীর্ষস্থানীয় বিজনেস ক্লাস কেবিন অফারের জন্য বিখ্যাত। Photo Courtesy: Delta Airlines
Number 7 Rank। এয়ার ফ্রান্স (Air France): এয়ার ফ্রান্সের ইউরোপে সবচেয়ে বেশি রেটিং পাওয়া বিজনেস ক্লাস এয়ারলাইনস। ফ্রান্সের জাতীয় ক্যারিয়ার পশ্চিম ইউরোপের সেরা বিমান সংস্থা এবং সেরা প্রথম-শ্রেণীর ক্যাটারিংয়ের জন্যও পুরস্কার জিতেছে। Photo Courtesy: Air France
Number 7 Rank। এয়ার ফ্রান্স (Air France): এয়ার ফ্রান্সের ইউরোপে সবচেয়ে বেশি রেটিং পাওয়া বিজনেস ক্লাস এয়ারলাইনস। ফ্রান্সের জাতীয় ক্যারিয়ার পশ্চিম ইউরোপের সেরা বিমান সংস্থা এবং সেরা প্রথম-শ্রেণীর ক্যাটারিংয়ের জন্যও পুরস্কার জিতেছে। Photo Courtesy: Air France
Number 6 Rank। হাইনান এয়ারলাইনস (Hainan Airlines): হাইনান চিনের সর্বোচ্চ রেটেড ক্যারিয়ার। চিনা সরকারের মালিকানাধীন নয় এমন চারটি প্রধান বিমান সংস্থার অন্যতম। হাইনান বোয়িং ৭৩৭, ৭৮৭ ড্রিমলাইনার এবং এয়ারবাস এ৩৩০-সহ ১০০ টিরও বেশি বিমানের বহর পরিচালনা করে। Photo Courtesy: Hainan Airlines
Number 6 Rank। হাইনান এয়ারলাইনস (Hainan Airlines): হাইনান চিনের সর্বোচ্চ রেটেড ক্যারিয়ার। চিনা সরকারের মালিকানাধীন নয় এমন চারটি প্রধান বিমান সংস্থার অন্যতম। হাইনান বোয়িং ৭৩৭, ৭৮৭ ড্রিমলাইনার এবং এয়ারবাস এ৩৩০-সহ ১০০ টিরও বেশি বিমানের বহর পরিচালনা করে। Photo Courtesy: Hainan Airlines
Number 5 Rank। ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজ (Cathay Pacific Airways): ওয়াইডবডি জেট যেমন এয়ারবাস এ৩৩০, এ৩৫০ এবং বোয়িং ৭৭৭ লাই-ফ্ল্যাট বিজনেস-ক্লাস কেবিন-সহ ১৫০টিরও যাত্রীবাহী বিমান রয়েছে হংকং-এর ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের।Photo Courtesy: Cathay Pacific
Number 5 Rank। ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজ (Cathay Pacific Airways): ওয়াইডবডি জেট যেমন এয়ারবাস এ৩৩০, এ৩৫০ এবং বোয়িং ৭৭৭ লাই-ফ্ল্যাট বিজনেস-ক্লাস কেবিন-সহ ১৫০টিরও যাত্রীবাহী বিমান রয়েছে হংকং-এর ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের। Photo Courtesy: Cathay Pacific
Number 4 Rank। এমিরেটস (Emirates): এমিরেটস বোয়িং ৭৭৭-৩০০ইআর এবং এয়ারবাস এ৩৮০-এর বিজনেস ক্লাস রয়েছে তালিকায় চতুর্থ স্থানে। Photo Courtesy: Emirates
Number 4 Rank। এমিরেটস (Emirates): এমিরেটস বোয়িং ৭৭৭-৩০০ইআর এবং এয়ারবাস এ৩৮০-এর বিজনেস ক্লাস রয়েছে তালিকায় চতুর্থ স্থানে। Photo Courtesy: Emirates
Number 3 Rank। অল নিপ্পন এয়ারওয়েজ (ANA): জাপানের অল নিপ্পন এয়ারওয়েজের বোয়িং ৭৭৭-৩০০ইআর–এ রয়েছে ‘দ্য রুম’ নামের বিজনেস ক্লাস। তারা এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে। Photo Courtesy: ANA
Number 3 Rank। অল নিপ্পন এয়ারওয়েজ (ANA): জাপানের অল নিপ্পন এয়ারওয়েজের বোয়িং ৭৭৭-৩০০ইআর–এ রয়েছে ‘দ্য রুম’ নামের বিজনেস ক্লাস। তারা এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে। Photo Courtesy: ANA
Number 2 Rank। সিঙ্গাপুর এয়ারলাইনস (Singapore Airlines): সিঙ্গাপুর এয়ারলাইনসের বিজনেস ক্লাস বার্ষিক স্কাইট্র্যাক্স র‌্যাঙ্কিংয়ের শীর্ষের দিকে রয়েছে। বিশ্বের দ্বিতীয় সেরা এয়ারলাইন হিসাবে মনোনীত হওয়ার পাশাপাশি সিঙ্গাপুর বিশ্বের সেরা কেবিন স্টাফ এবং বিশ্বের সেরা প্রথম-শ্রেণির কেবিনের জন্যও পুরস্কার জিতেছে। Photo Courtesy: Singapore Airlines
Number 2 Rank। সিঙ্গাপুর এয়ারলাইনস (Singapore Airlines): সিঙ্গাপুর এয়ারলাইনসের বিজনেস ক্লাস বার্ষিক স্কাইট্র্যাক্স র‌্যাঙ্কিংয়ের শীর্ষের দিকে রয়েছে। বিশ্বের দ্বিতীয় সেরা এয়ারলাইন হিসাবে মনোনীত হওয়ার পাশাপাশি সিঙ্গাপুর বিশ্বের সেরা কেবিন স্টাফ এবং বিশ্বের সেরা প্রথম-শ্রেণির কেবিনের জন্যও পুরস্কার জিতেছে। Photo Courtesy: Singapore Airlines
Number 1 Rank। কাতার এয়ারওয়েজ (Qatar Airways): কাতার এয়ারওয়েজের শুধু বিজনেস ক্লাস বিশ্বের সেরা নয়, স্কাইট্র্যাক্সের সমীক্ষা অনুযায়ী, তারা বিশ্বের এক নম্বর এয়ারলাইনস সংস্থাও। কাতার এয়ারওয়েজের Qsuite বিজনেস ক্লাস, লেটেস্ট এয়ারবাস এ৩৫০ এবং বোয়িং ৭৭৭ ওয়াইডবডি জেটে রয়েছে। Photo Courtesy: Qatar Airways
Number 1 Rank। কাতার এয়ারওয়েজ (Qatar Airways): কাতার এয়ারওয়েজের শুধু বিজনেস ক্লাস বিশ্বের সেরা নয়, স্কাইট্র্যাক্সের সমীক্ষা অনুযায়ী, তারা বিশ্বের এক নম্বর এয়ারলাইনস সংস্থাও। কাতার এয়ারওয়েজের Qsuite বিজনেস ক্লাস, লেটেস্ট এয়ারবাস এ৩৫০ এবং বোয়িং ৭৭৭ ওয়াইডবডি জেটে রয়েছে। Photo Courtesy: Qatar Airways