আমরা যে বিস্ময়কর হোটেলের কথা বলছি সেটি ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে নির্মিত। এর নাম ডলস হ্যানয় গোল্ডেন লেক।

World’s First Gold Plated Hotel: সোনার বাসন, সোনার ঘর! বাথরুম, দেওয়ালও সোনার! হোটেলের যে দিকে তাকাবেন সোনা! কোথায় জানেন?

পৃথিবীতে কতই না আশ্চর্য বিষয় আছে! তার কিছু প্রাকৃতিক, কিছু মানুষের সৃষ্টি। মনোরম প্রাকৃতিক শোভার মাঝে মানুষের তৈরি বিস্ময়কর ইমারতও নানা সময়ে প্রাণের আরাম কিংবা, মনের ঠিকানা হয়ে ওঠে। তেমনই এক মনুষ্যসৃষ্ট আশ্চর্যের কথা বলব আপনাদের। pHoTo credit-X
পৃথিবীতে কতই না আশ্চর্য বিষয় আছে! তার কিছু প্রাকৃতিক, কিছু মানুষের সৃষ্টি। মনোরম প্রাকৃতিক শোভার মাঝে মানুষের তৈরি বিস্ময়কর ইমারতও নানা সময়ে প্রাণের আরাম কিংবা, মনের ঠিকানা হয়ে ওঠে। তেমনই এক মনুষ্যসৃষ্ট আশ্চর্যের কথা বলব আপনাদের। pHoTo credit-X
বিশ্বের একমাত্র হোটেল এটি, যার সর্বাঙ্গে সোনার জৌলুস! খাঁটি সোনা। বিলাসবহুল সেই হোটেলের রূপ দেখে চোখ ধাঁধিয়ে যেতে বাধ্য! যেমন আভ্যন্তরীন কারুকার্য আর অন্দরসজ্জা, ঠিক তেমনই পরিবেশ। pHoTo credit-X
বিশ্বের একমাত্র হোটেল এটি, যার সর্বাঙ্গে সোনার জৌলুস! খাঁটি সোনা। বিলাসবহুল সেই হোটেলের রূপ দেখে চোখ ধাঁধিয়ে যেতে বাধ্য! যেমন আভ্যন্তরীন কারুকার্য আর অন্দরসজ্জা, ঠিক তেমনই পরিবেশ। pHoTo credit-X
ভ্রমনপিপাসুদের মধ্যে যাঁরা এখানে গিয়েছেন, তাঁরা এতক্ষণে বুঝেই গিয়েছেন। যাঁরা জানেন, তাঁরা জানেন। একবার দেখলে ভোলার নয় এই আশ্চর্য কীর্তি! সামনে দাঁড়িয়েও অবাক হয়ে দেখে যেতে হয় এই আকাশস্পর্শী স্বর্ণহোটেলের শোভা। pHoTo credit-X
ভ্রমনপিপাসুদের মধ্যে যাঁরা এখানে গিয়েছেন, তাঁরা এতক্ষণে বুঝেই গিয়েছেন। যাঁরা জানেন, তাঁরা জানেন। একবার দেখলে ভোলার নয় এই আশ্চর্য কীর্তি! সামনে দাঁড়িয়েও অবাক হয়ে দেখে যেতে হয় এই আকাশস্পর্শী স্বর্ণহোটেলের শোভা। pHoTo credit-X
 হোটেলের দরজা থেকে শুরু হয়েছে সোনার প্রলেপ। জানলার ফ্রেম, বাসনপত্রম টেবিল-চেয়ার, জলের কল এমনকি বাথরুমের বেসিন বা কমোড অবধি সোনার! ভাবতে পারছেন?pHoTo credit-X
হোটেলের দরজা থেকে শুরু হয়েছে সোনার প্রলেপ। জানলার ফ্রেম, বাসনপত্রম টেবিল-চেয়ার, জলের কল এমনকি বাথরুমের বেসিন বা কমোড অবধি সোনার! ভাবতে পারছেন? pHoTo credit-X
কোথায় এই সোনার হোটেল? আমরা যে বিস্ময়কর হোটেলের কথা বলছি সেটি ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে নির্মিত। এর নাম ডলস হ্যানয় গোল্ডেন লেক। ২৫ তলা বিশিষ্ট এই পাঁচ তারকা হোটেলে মোট ৪00টি কক্ষ রয়েছে। pHoTo credit-X
কোথায় এই সোনার হোটেল? আমরা যে বিস্ময়কর হোটেলের কথা বলছি সেটি ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে নির্মিত। এর নাম ডলস হ্যানয় গোল্ডেন লেক। ২৫ তলা বিশিষ্ট এই পাঁচ তারকা হোটেলে মোট ৪00টি কক্ষ রয়েছে। pHoTo credit-X
হোটেলের শুধু ভিতরেই নয়, বাইরের দেওয়ালেও ৫৪ হাজার বর্গফুটে সোনার প্রলেপ দেওয়া টাইলস বসানো হয়েছে। লবি থেকে শুরু করে আসবাবপত্র ও সাজসজ্জার সামগ্রীতে সোনার কাজ করা হয়েছে। এমনকি কর্মচারীদের ড্রেস কোডও রাখা হয়েছে লাল ও সোনালি।
হোটেলের শুধু ভিতরেই নয়, বাইরের দেওয়ালেও ৫৪ হাজার বর্গফুটে সোনার প্রলেপ দেওয়া টাইলস বসানো হয়েছে। লবি থেকে শুরু করে আসবাবপত্র ও সাজসজ্জার সামগ্রীতে সোনার কাজ করা হয়েছে। এমনকি কর্মচারীদের ড্রেস কোডও রাখা হয়েছে লাল ও সোনালি।
বাথরুমেও সোনার কারুকার্যএখানকার ঘরের আসবাবপত্র ও সাজসজ্জার জিনিসপত্র সোনার প্রলেপ দেওয়া হয়েছে। বাথটাব, সিঙ্ক, ঝরনা থেকে শুরু করে সব জিনিসপত্রও সোনার তৈরি।
বাথরুমেও সোনার কারুকার্য এখানকার ঘরের আসবাবপত্র ও সাজসজ্জার জিনিসপত্র সোনার প্রলেপ দেওয়া হয়েছে। বাথটাব, সিঙ্ক, ঝরনা থেকে শুরু করে সব জিনিসপত্রও সোনার তৈরি।
হোটেলের ছাদে ইনফিনিটি পুলের বাইরের দেয়ালটিও সোনার প্রলেপ দেওয়া ইট দিয়ে তৈরি। pHoTo credit-X
হোটেলের ছাদে ইনফিনিটি পুলের বাইরের দেয়ালটিও সোনার প্রলেপ দেওয়া ইট দিয়ে তৈরি। pHoTo credit-X
ডলস হ্যানয় গোল্ডেন লেকে থাকার খরচ ভাবছেন? ঘর ভাড়া কত জানেন?
ডলস হ্যানয় গোল্ডেন লেকে থাকার খরচ ভাবছেন? ঘর ভাড়া কত জানেন?
ঘর ভাড়া শুরু হচ্ছে ভারতীয় মুদ্রায় ২০ হাজার টাকা থেকে।
ঘর ভাড়া শুরু হচ্ছে ভারতীয় মুদ্রায় ২০ হাজার টাকা থেকে।
যেখানে একটি ডাবল বেডরুমের স্যুটে এক রাত থাকার ভাড়া প্রায় ৭৫ হাজার টাকা।
যেখানে একটি ডাবল বেডরুমের স্যুটে এক রাত থাকার ভাড়া প্রায় ৭৫ হাজার টাকা।
এই হোটেলে মোট ৬ ধরনের রুম এবং স্যুট রয়েছে।
এই হোটেলে মোট ৬ ধরনের রুম এবং স্যুট রয়েছে।

 

প্রেসিডেন্সিয়াল স্যুটে এক রাত থাকার জন্য একজনকে ৪.৮৫ লক্ষ টাকা খরচ করতে হবে।
প্রেসিডেন্সিয়াল স্যুটে এক রাত থাকার জন্য একজনকে ৪.৮৫ লক্ষ টাকা খরচ করতে হবে।