সিকিমে বরফ 

World Tourism Day: পর্যটন দিবসে দারুণ খবর! বরফে ঢাকল ছাঙ্গু! খুশি পর্যটকরা

জলপাইগুড়ি: সাদা চাদরে ঢেকেছে সিকিম! আনন্দে আত্মহারা পর্টকেরা। নিম্নচাপের জেরে তুমুল বৃষ্টিতে শরতের আগেই শীতের আমেজ উত্তরবঙ্গে। জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে গত দু দিন ধরে নাগাড়ে বৃষ্টির জেরে পাহাড়ের তাপমাত্রা এক ধাক্কায় কমে গিয়েছে অনেকটাই। উপরন্তু, এই মরসুমের প্রথম তুষারপাতের সাক্ষী থাকল সিকিমের বাসিন্দারা।

সূত্রের খবর, উত্তর সিকিমের ছাঙ্গু ও চোপতা ভ্যালি এদিন সাদা বরফের চাদরে মুড়ে গিয়েছে। একদিকে উৎসবের মেজাজ পর্যটকদের অন্যদিকে তিস্তায় হলুদ সতর্কতা জারি হাওয়াই কপালে ভাঁজ তিস্তাপারের বাসিন্দাদের। পাহাড়ে লাগাতার বৃষ্টির জের। তিস্তায় জল বাড়তে শুরু করেছে। দোমহনি থেকে তিস্তায় বাংলাদেশ সীমান্ত পর্যন্ত অসংক্ষিত এলাকায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। একইভাবে তিস্তার মেখলিগঞ্জ থেকে বাংলাদেশ পর্যন্ত জারি হয়েছে লাল সতর্কতা।

আরও পড়ুন – Mega Weather Update: ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী- দুর্গাপুজোয় কোন দিন ঠিক কতটা বৃষ্টি, স্পেকুলেশন উড়িয়ে আসল সত্যি জানাল হাওয়া অফিস

অবিরাম বৃষ্টির মাঝেও এই বরফের দর্শন মিলেছে পর্যটকদের। প্রকৃতির এই অপূর্ব দানে সিকিমের পর্যটন মহল উৎসবমুখর। সম্প্রতি সিকিমের রাস্তায় ধসের কারণে পর্যটকরা অনেকটা হতাশ হয়ে পড়েছিলেন। কিন্তু ছাঙ্গু লেকের এই বরফের দৃশ্য যেন সবার মন এক ঝটকায় ভাল করে দিয়েছে। পর্যটকরা মনে করছেন, এই খবরে আরও বেশি পর্যটক সিকিমে আসবে। তীব্র গরম থেকে বাঁচতে সিকিম এখন অনেকের কাছেই আদর্শ গন্তব্য।

বরফের মাঝে সেলফি তোলা, সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা— সব মিলিয়ে সিকিম এখন পর্যটকদের কাছে এক অনন্য অভিজ্ঞতা উপহার দিচ্ছে।

Surajit Dey