ঘরের ছেলে ফিরল ঘরে! বাংলার ঋদ্ধিমানের বিরাট সিদ্ধান্ত, নেপথ্যে ‘দাদা’!

কলকাতা: ঘরের ছেলে ফিরে এলেন ঘরে!

রাগ-অভিমানের পালা শেষ। দু’বছর ত্রিপুরার হয়ে খেলার পর ফের বাংলায় ফিরলেন ঋদ্ধিমান সাহা।

সিএবি কর্তা দেবব্রত দাসের মন্তব্যে ক্ষুব্ধ হয়ে বাংলা ছেড়েছিলেন ঋদ্ধি। অভিমান করে সিদ্ধান্ত নিয়েছিলেন ত্রিপুরার হয়ে খেলার। সেই অভিমানের পালা শেষ।

আবার বাংলায় ফিরলেন ঋদ্ধিমান সাহা। সোমবার স্ত্রী রোমিকে নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন ঋদ্ধিমান সাহা। তার পরেই বাংলায় ফেরার সিদ্ধান্ত নেন।

আরও পড়ুন- কেকেআর পরেরবার ধরে রাখবে ‘এই’ চার ক্রিকেটারকে! রয়েছে বড় নাম, থাকবে চমক

কয়েকদিন আগে থেকেই ঋদ্ধি বাংলায় ফেরার ব্যাপারে কথা বলছিলেন বর্তমান কর্তারা। ইতিমধ্যেই আরেক বাংলার ক্রিকেটার সুদীপ চট্টোপাধ্যায় তিনিও ত্রিপুরা ছেড়ে বাংলায় ফিরেছেন।

আরও পড়ুন- কেকেআর-এর জয়ের পর ‘লুট পুট গ্যয়া’ গানে নাচলেন আন্দ্রে রাসেল

ঋদ্ধির বাংলায় ফিরে আসার পিছনে সৌরভের যে বড়সড় ভূমিকা রয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। আসলে ঋদ্ধির রাজ্য ছেড়ে চলে যাওয়া আসলে বাংলার ক্রিকেটের জন্য সঠিক বিজ্ঞাপন ছিল না। তবে অবশেষে তাঁর সমস্ত রাগ-অভিমান পর্বের শেষ।