WTC Final: Ind vs NZ: ফের ভিলেন বৃষ্টি, প্রথমদিনের পর বাতিল এবার চতুর্থদিনের খেলাও

wtc#সাউদাম্পটন:  ভিলেন হল বৃষ্টিই৷ প্রথম দিনের পর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে -র চতুর্থ দিনের খেলাও বাতিল৷ ট্যুইট করে এই কথা জানাল বিসিসিআই৷

এদিকে যখন ম্যাচ পুরোপুরি ভেস্তে যাওয়ার খবর সরকারিভাবে বিসিসিআই জানিয়েছে তখনও ইংলিশ ক্রিকেটার অ্যান্ড্রু মিলার ট্যুইটারে ভিডিও পোস্ট করে দেখিয়েছেন মাঠে বৃষ্টি পড়েই চলেছে৷

লাগাতার বৃষ্টি চলছেই৷ হোটেল রুম থেকে বেরোননি ভারতীয় ক্রিকেটাররা, আর কিউয়ি দল নিজেরাই প্লেয়ারদের টেবল টেনিস খেলার ছবি ট্যুইট করেছিলেন৷ তাই প্রত্যাশামতোই  প্রথম সেশনে এক বলও খেলা হল না চতুর্থদিনের খেলায়৷

এদিন নির্ধারিত সময়ে খেলা না হওয়ার পরেই নিয়ে নেওয়া হয় লাঞ্চ৷ এদিকে বৃষ্টি বন্ধ না হওয়ায় মাঠ শুকনোর জন্য সুপার সপারও নামানো যায়নি৷

 

চতুর্থদিনে কখন খেলা হবে তা বোধহয় বাংলা প্রবাদবাক্য অনুযায়ি ‘মা গঙ্গাই জানেন’- এটা বলাই ভালো৷ পাওয়া খবর অনুযায়ি সাউদাম্পটনে সারা রাত বৃষ্টি হয়েছে৷

এদিকে এখনও পরিস্থিতি বিশেষ শুধোরয়নি৷ ইতিমধ্যেই টেবল টেনিস খেলায় ব্যস্ত কিউয়ি ক্রিকেটাররা ৷

এদিকে ইংলিশ  ক্রিকেটার Andrew Miller যে ভিডিও ট্যুইট করেছেন তা দেখে ক্রিকেটপ্রেমীরা হতাশায় ডুবে যেতে বাধ্য৷

ভারত বনাম নিউজিল্যান্ড (India vs New Zealand) -র মধ্যে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC Final 2021)  ফাইনাল বৃষ্টি দ্বারা প্রভাবিত হবে৷ প্রবল বৃষ্টির কারণে প্রথমদিন টসও হতে পারেনি৷ দ্বিতীয় ও তৃতীয় দিনে খারাপ আলোর কারণে খেলা পুরো সময় করা যায়নি৷ চতুর্থ দিনের হিসেবে আবহাওয়া একেবারেই ভালো নয়৷ তৃতীয় দিনের খেলায় নিউজিল্যান্ডের পাল্লা ভারি৷

প্রথমে কিউয়ি বোলাররা টিম ইন্ডিয়াকে প্রথম ইনিংস ২১৭ রানে অলআউট করে দিয়েছিল৷ তৃতীয় দিনের খেলার শেষ হওয়া অবধি ২ উইকেট খুইয়ে ১০১ রান করেছিল নিউজিল্যান্ড৷ অধিনায়ক কেন উইলিয়ামসন ১২ রানে ক্রিজে রয়েছেন৷ তাঁর সঙ্গে রয়েছেন রস টেলর৷

চতুর্থদিনের ম্যাচে প্রথম ও তৃতীয় সেশনে বৃষ্টির সম্ভবনা

চতুর্থ দিন ভারতীয় বোলারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ৷  এর আগে আবহাওয়া কেমন থাকে সেটা খুবই গুরুত্বপূর্ণ৷ অ্যাকুওয়েদারের মতে চতুর্থ দিনে বৃষ্টির সম্ভবনা প্রবল৷ হিসেব অনুযায়ি প্রথম ও তৃতীয় সেশন বৃষ্টির কারণে ভেস্তে যাবে৷ দ্বিতীয় সেশনেও আকাশে মেঘ থাকবে৷ কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে সকাল ও সন্ধ্যাবেলায়৷

কিউয়ি জোরে বোলার কাইল জেমিসন (Kyle Jamieson) ও ব্যাটসম্যাব ডেবন কনওয়ে কিউয়ি দলকে অ্যাডভানটেজ দিয়ে দেয়৷ জেমিসন নিজের অষ্টম টেস্টে পাঁচবার পাঁচ উইকেট নিলেন৷

অন্যদিকে কনওয়ে (Devon Conway) লাগাতার তৃতীয় ম্যাচে অর্ধশতক মেরেছেন৷ তৃতীয় দিনে মন্দ আলোর জন্য আধঘণ্টা আগেই খেলা শেষ করে দেওয়া হয়৷ ম্যাচের প্রথম দিন বৃষ্টিতে ভেস্তে গেছে৷ দ্বিতীয় দিনে  মাত্র ৬৪.৪ ওভারের খেলা হয়েছিল৷