WTC Final: Milkha Singh -র প্রয়াণে শোকস্তব্ধ, কালো আর্মব্যান্ড পরে মাঠে Team India

#সাউদাম্পটন:  মিলখা সিংয়ের প্রয়াণে শোকের ছায়া ভারতে৷  ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলছে  ভারতীয় ক্রিকেট দল৷ মিলখা সিংকে প্রয়াণে তিনি কালো আর্মব্যান্ড পরে মাঠে নামল৷ এভাবেই মিলখা সিংকে শ্রদ্ধা জানাল৷ বিসিসিআই ট্যুইট করে এই খবর জানিয়েছে৷

মিলখা সিং শুক্রবার গভীর রাতে ৯১ বছর বয়সে প্রয়াত হয়েছেন৷ করোনার কারণে চণ্ডীগড় পিজিআই হাসপাতালে তাঁর  মৃত্যু হয়েছে৷ তাঁর প্রয়ানে গোটা দেশ শোকস্তব্ধ৷ তাঁর প্রয়াণে শোক জানিয়েছে প্রধানমন্ত্রী , রাষ্ট্রপতি৷ সারা দেশ ফ্লাইং শিখকে সম্মান জানিয়েছে৷

এর আগের বিরাট কোহলি ট্যুইট করে মিলখা সিংকে শ্রদ্ধাজ্ঞাপন করেন৷ তিনি লিখেছেন সারা দেশের জন্য সম্মান এনে দিয়ে দারুণ কাজ করেছেন তিনি৷ কোনও স্বপ্নের পিছনে কীরকম করে চেষ্টা করতে হয় তা তিনি শিখিয়েছেন৷ এদিকে মিলখা সিংয়ের প্রয়াণে রবি শাস্ত্রী ট্যুইট করেছেন৷ ট্যুইট করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক ও বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকরও৷

গত ২০ মে করোনা আক্রান্ত হন মিলখা সিং। ২৪ মে মোহালির হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ২৪ মে হাসপাতাল থেকে ছাড়া পান। কিন্তু ৩ জুন আবার হাসপাতালে ভর্তি করতে হয় মিলখাকে।বৃহস্পতিবার রাত থেকে ফের অসুস্থ হয়ে পড়েন কিংবদন্তি অ্যাথলিট। নতুন করে জ্বর আসে তাঁর। রক্তে কমে যায় অক্সিজেনের মাত্রা। তড়িঘটি গুরুতর মিলখা সিংকে অসুস্থ হয়ে পড়েন চণ্ডীগড়ের একটি হাসপাতালে আইসিসিইউ-তে রাখা হয় তাঁকে। কিন্তু শেষমেশ ১৩ জুন মারা যান মিলখা সিংয়ের স্ত্রী নির্মল কৌর।করোনা আক্রান্ত হওয়ার পাশাপাশি তিনি নিউমোনিয়াতেও ভুগছিলেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রায় তিন সপ্তাহ করোনার সঙ্গে লড়াই করার পর মারা যান মিলখা সিংয়ের স্ত্রী।

এ দিন মিলখা সিংয়ের মৃত্যুর খবর পরিবারের তরফে নিশ্চিত করে করতেই গভীর শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ দেশ-বিদেশের বহু বিশিষ্টজনেরা। জানা গিয়েছে, করোনামুক্ত হওয়ার পরেও তিনি বেশ কিছু সমস্যায় ভুগছিলেন।সুস্থ হওয়ার পরে বুধবার পর্যন্ত মিলখা সিংকে নন-কোভিড মেডিক্যাল ইনটেসিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছিল। চিকিৎসকরা তাঁকে বিশেষ নজর দিয়ে রেখেছিলেন। জ্বর কমলেও বৃহস্পতিবার রাত থেকেই মিলখা সিংয়ের অক্সিজেন লেভেল কমে যাচ্ছিল। শেষপর্যন্ত শুক্রবার সন্ধ্যার শারীরিক অবস্থা সংকটজনক হয়ে দাঁড়ায়। শেষমেশ আর প্রয়াত হন।

প্রসঙ্গত,প্রাক্তন সেনা কর্মী মিলখা সিং চার বারের এশিয়ান গেমস চ্যাম্পিয়নের প্রয়াণে সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে। ১৯৫৮-য় কমনওয়েলথ গেমস চ্যাম্পিয়ন হন মিলখা সিংহ। ১৯৬০-এ রোম অলিম্পিক্সে চতুর্থ হন তিনি।