বহরমপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠান 

Yusuf Pathan: দাদার হয়ে বহরমপুরের ময়দানে নামবেন ভাই ইরফান? জানিয়ে দিলেন ইউসুফ

মুর্শিদাবাদ: বহরমপুর লোকসভায় ইতিমধ্যেই জমে উঠেছে ভোটের নির্বাচনী প্রচার। একদা কংগ্রেস গড়ে প্রার্থী করা হয়েছে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন খেলোয়াড় ইউসুফ পাঠানকে। লোকাল ১৮ বাংলার মুখোমুখি হয়ে নিজস্ব ভঙ্গিতে বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেন প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান।

ক্রিকেটের পিচ থেকে সোজা রাজনীতির ময়দানে কেন? ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকার দাবি, আগে থেকে এরকম কোনও পরিকল্পনা ছিল না তাঁরা  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ই  এই সুযোগ করে দিয়েছেন। পশ্চিমবঙ্গে নারীদের যে উন্নয়ন ঘটেছে, তার জন্যই আমার ভাল লেগেছিল।

আরও পড়ুন: ‘পাঁচ বছরে জিরো’, বালুরঘাটে দাঁড়িয়েই চরম কটাক্ষ মমতার! জবাব দিলেন সুকান্ত

বাংলা শিখছেন বা বুঝতে পারছেন? বাংলা ভোটারদের মন জয় করার জন্য?  ইউসুফ পাঠানের দাবি, আমি চেষ্টা করছি বাংলা শেখার। বাংলা কথা বলার চেষ্টা করে সেটা বোঝার চেষ্টা করি। চেষ্টা করলেই সব কিছুই শেখা যায়। আমি আগামী দিনে বাংলা শেখার চেষ্টা করব।

ভোটের মধ্যে চড়া রোদে কোন ডায়েটে ভরসা রাখছেন? নিজেকে কীভাবে ফিট রাখছেন? বহরমপুরের তৃণমূল প্রার্থী জানান, রোজার মরশুম চলছে। এই মাসে রোজাতে মানুষের অনেক ভালোবাসা পেয়েছি। আমার সঙ্গে অনেক জন দেখা করতে আসছেন। এটা আমার এনার্জি আরও বাড়িয়ে দিচ্ছে।

দাদা ইউসুফ প্রার্থী হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শুুভেচ্ছা জানিয়েছিলেন ভাই ইরফান৷ ইউসুফ জানিয়েছেন, ইরফান এখন আইপিএল নিয়ে ব্যস্ত৷ একটু ফাঁকা হলেই তাঁকে বহরমপুরে প্রচারে নিয়ে আসার চেষ্টা করা হবে৷

লড়াইয়ে মুল প্রতিদ্বন্দ্বী কে হবেন আপনার? পোড়খাওয়া রাজনীতিবিদের মতোই ইউসুফ পাঠানের দাবি, আমি মানুষের জন্য কাজ করতে এসেছি, ফলে এখানে সেই ভাবে কাউকে প্রতিদ্বন্দ্বিতা হিসেবে ভাবছি না।

কৌশিক অধিকারী