টি-২০ বিশ্বকাপ যত এগিয়ে আসছে ততই আলোচনায় উঠে আসছে কারা জিততে পারে এবার। এরই মধ্য়ে প্রাক্তন ভারতীয় তারকা ব্যাটার ও জোড়া বিশ্বকাপ জয়ের মালিক যুবরাজ সিং বলে দিলেন বড় কথা।

Yuvraj Singh: রোহিত-কোহলির টি-২০ দলে ফেরা কি ঠিক? গানের কথায় প্রশ্নের বাউন্সারকে মাঠের বাইরে পাঠালেন যুবরাজ

কলকাতা: শনিবার কলকাতায় নিজের কোচি সেন্টার ‘সেন্টার অফ এক্সিলেন্স’ উদ্বোধন করলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন সুপার স্টার যুবরাজ সিং। ছয় ছক্কার মালিক শহরে আর ক্রিকেট নিয়ে, টিম ইন্ডিয়া নিয়ে আড্ডা হবে না তা আবার হয় নাকি। সাংবাদিক বৈঠকে স্বভাবতই যুবির দিকে ধেয়ে এল রোহিত শর্মা ও বিরাট কোহলির টি-২০ ক্রিকেটে কামব্যাক নিয়ে ‘বাউন্সার’ -এর মত প্রশ্ন। আর গানের কথায় সেই ‘বাউন্সার’ মাঠের বাইরে পাঠান ‘পঞ্জাব দ্য পুত্তর’।

প্রায় ১৪ মাস পর টি-২০ ক্রিকেটে কামব্যাক করেছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। ২০২২ টি-২০ বিশ্বকাপের পর থেকে আর ক্রিকেটের সবথেকে ছোট ফর্ম্যাটে খেলেননি রোহিত-বিরাট। আরও এক টি-২০ বিশ্বকাপের আগে ফের দলে ফিরেছেন দুই সিনিয়র ক্রিকেটার। টি-২০ বিশ্বকাপে রোহিতের অধিনায়কত্ব করার সম্ভাবনাও বেশি। তবে তরুণ বসিয়ে ফের রোহিত-বিরাটদের ফিরিয়ে আনা সঠিক সিদ্ধান্ত কিনা তা নিয়ে উঠছে নানা প্রশ্ন।

এই প্রসঙ্গে কলকাতায় এসে যুবরাজ সিং গানের ভাষায় বলেন,”কুছ তো লোগ কহেঙ্গে। লোগো কা কাম হ্যায় কহেনা।” এরপরই কারণ ব্যাখ্যা করেন ২০১১ বিশ্বকাপের সিরিজ সেরা যুবি বলেন, ওরা দুজন প্রায় দেড় বছর পর টি-২০ দলে কামব্যাক করেছে। কারণ ওরা তিন ফরম্যাটেই খেলে। তিন ফরম্যাট খেললে ক্রিকেটার বেশি ক্লান্ত হয়ে যায়। বিরাট ও রোহিত জানে যে কীভাবে নিজের ফিটনেস ধরে রাখতে হয়। আর এই দুই ক্রিকেটারের যোগ্যতা নিয়ে তো কোনও প্রশ্নই নেই।”

আরও পড়ুনঃ Rinku Singh: এত টাকা কী করলেন রিঙ্কু সিং? কেন তাঁর পরিবার এখনও ভাঙা পুরনো বাড়িতেই থাকে? জানুন বিস্তারিত

প্রসঙ্গত, এবার নতুন ভূমিকায় দেখা যাবে যুবরাজ সিংকে। নিজের হাতে গড়ে তুলবেন নতুন প্রজন্ম। কলকাতার রাজারহাটের মার্লিন রাইজ স্পোর্টস রিপাবলিকের ক্রিকেট উৎসাহীদের জন্য সেন্টার অফ এক্সিলেন্স এবং “হাই-পারফরম্যান্স সেন্টার” -এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুবরাজ সিং। যেখানে বিশিষ্ট কোচ, আধুনিক ক্রিকেটের সব অত্যাধুনিক ব্যবস্থা সহ থাকছে সবকিছু।