আহতকে ভর্তি করা হয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে 

Murshidabad News: জমির মধ্যে পড়ে রয়েছে ওটা কী! দেখতে গিয়ে হাতটাই উড়ে গেল

বহরমপুর: লোকসভা ভোটের মুখে মুর্শিদাবাদে ফের বোমা বিস্ফোরণ। বোমা বিস্ফোরণে হাত উড়ে গিয়েছে একজনের। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের দৌলতাবাদের চোয়াডাঙাতে। পুলিশ জানিয়েছে আহতের নাম রাসিদুল সেখ।

অভিযোগ, রবিবার সকালে অন্যান্য দিনের মতোই জমিতে কাজ করতে যাওয়ার সময় আলের পাশে সকেট বোমা পড়েছিল। সেই বোমা বিস্ফোরণ ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য।

গত কয়েক দিন ধরেই মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার চলছে। গতকাল মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার গ্রামশালিকা গ্রামের মাঠে উদ্ধার ১১টি তাজা বোমা উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দারা মাঠে কাজ করতে যাওয়ার সময় জঙ্গলের মধ্যে রয়েছে একটি বালতি, আর তাতেই সন্দেহ বাঁধে। বিষয়টাকে খতিয়ে দেখলে দেখা যায় তার মধ্যে রয়েছে তাজা বোমা। তড়িঘড়ি খবর দেওয়া হয় বড়ঞা থানায়। ঘটনার স্থলে পৌঁছায় বড়ঞা থানার পুলিশ। উদ্ধার হওয়া তাজা বোমা নিষ্ক্রিয় করল বোম স্কোয়ার্ড প্রতিনিধি দল শনিবার দুপুরে। লোকসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধারের মতো ঘটনা ঘটছে। তবে এত পরিমাণ বোমা কিভাবে আসছে, এর সঙ্গে কারা কারা যুক্ত তার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। তবে লোকসভা নির্বাচনের মধ্যেই মুর্শিদাবাদে বোমা বিস্ফোরণের ঘটনা হতেই তীব্র উত্তেজনা ছড়ায়, কে বা কারা এই বোমা মজুত করে রেখেছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ।