Tag Archives: Murshidabad

Murshidabad: রেজিনগরে ফের বিস্ফোরণ, গত ১৫ দিনে এই নিয়ে ৩ বার বিস্ফোরণ

রেজিনগরে ফের বিস্ফোরণ, গত ১৫ দিনে এই নিয়ে ৩ বার বিস্ফোরণ। নিরাপত্তা নিয়ে ক্ষোভ এলাকাবাসীর। বিস্ফোরণে বেশ কয়েকটি বাড়ি কেঁপে ওঠে বলে দাবি।

Bomb Blast: হঠাৎ বিকট আওয়াজ, কেঁপে উঠল বাড়ি সহ গোটা এলাকা! মুর্শিদাবাদে ভয়ঙ্কর ঘটনা

বহরমপুর: দোরগোড়ায় লোকসভা নির্বাচন। তার আগেই আবারও একটি বাড়িতে ভয়াবহ বোমা বিস্ফোরণে কেঁপে উঠল গোটা এলাকা। চাঞ্চল্য মুর্শিদাবাদের রেজিনগরে।

ঘটনাটি ঘটেছে রবিবার ভোরে মুর্শিদাবাদের রেজিনগর থানার নাজিরপুর পশ্চিমপাড়া এলাকায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এদিন ভোরে ওই এলাকায় একটি বাড়িতে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। আর এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

আরও পড়ুন: মিঠুন চক্রবর্তী গাড়িতে উঠতেই ক্ষোভের আগুন, আসানসোলে বড় ঘটনা! কী এমন ঘটল?

গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে রেজিনগর থানার পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে যায়নি বলে জানাই গ্রামবাসীরা। বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল অনেকেই। ১৫ দিনের মধ্যেই তিন তিন বার বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে গেল রেজিনগরে। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। আর কয়েকদিন পরেই লোকসভা নির্বাচন। এর মধ্যেই বোমা বিস্ফোরণের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়।

জমি নিয়ে বিবাদ, প্রকাশ্য রাস্তায় দাদার মুণ্ডু কেটে নিল তিন ভাই

বহরমপুর: জমি বিবাদের জেরে দাদার মুণ্ডু কেটে খুন করল তিন ভাই। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে লালগোলা থানার হরিপুর বালিপাড়া গ্রামে। মৃতের নাম মুস্তাক শেখ ।

জানা যায়, শনিবার জমি সংক্রান্ত কারণে মুস্তাক শেখের সঙ্গে তাঁর ভাইদের  বিবাদ বাঁধে। আর তারপরেই তিন ভাই মিলে দাদাকে খুন করতে উদ্যত হয়। মুস্তাক শেখের গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে। শরীর থেকে মুন্ডু সম্পূর্ণ আলাদা হয়ে যায়।

আরও পড়ুন: ‘NSG পাঠিয়ে দিচ্ছে, যেন যুদ্ধ লেগেছে!’ সন্দেশখালিতে অস্ত্র উদ্ধারের সত্যতা নিয়েই প্রশ্ন মমতার

খবর পেয়ে ঘটনাস্থলে লালগোলা থানার পুলিশ এসে মৃতদের প্রথমে কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় পরে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ভাইরা। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘটনায় শোকের ছায়া মৃতের পরিবারে। তবে অভিযুক্তদের ফের হামলা করার আশঙ্কায় আতঙ্কে থানায় অভিযোগ করতে চাইছে না পরিবারের লোকেরা।

মৃতের ছেলে জালালউদ্দিন শেখ বলেন, ‘বাবার সঙ্গে কাকাদের জমি নিয়ে দীর্ঘদিন ধরেই অশান্তি চলছিল। কিছুদিন আগেই জমি নিয়ে ঝামেলা হয়। কিন্তু জমির জন্য আমার বাবাকে এতটা নৃশংসভাবে খুব করা হবে আমি কল্পনাও করিনি। আমি বাবার খুনিদের শাস্তি চাই।’ মৃতের স্ত্রী মুক্তাহারা খাতুন বলেন, ‘সকালে বাজার যাবে বলে বাড়ি থেকে বেড়িয়েছিল। তারপরেই শুনতে পাই রাস্তার মধ্যে ওকে গলা কেটে খুন করা হয়েছে। আমার স্বামীর তিন ভাই ওকে খুন করেছে। আমি চাই ওদের গ্রেফতার করে কঠোর শাস্তি দেওয়া হোক।’

আবার সেই ‘রাজমিস্ত্রি কাণ্ড’! এমন ঘটনা ঘটালেন গৃহবধূ, ভাবনা-চিন্তার বাইরে

মুর্শিদাবাদ: প্রেম বড় মধূর। আবার তা যদি হয় পরকীয়া! তা হলে তো আর কথাই নেই।

রাজমিস্ত্রির প্রেমে পাগল গৃহবধূ। নিজের আট বছরের সন্তানকে রেখে বাড়ি ছেড়ে পালিয়ে গেল মা। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের কান্দিতে। মুর্শিদাবাদ জেলার কান্দি থানার শ্যামপুরের বাসিন্দা এক গৃহবধূ এমন কাণ্ড ঘটালেন।

সেই গৃহবধূর ১০ বছর আগে বিয়ে হয় কাটোয়া থানার আলমপুরের এক যুবকের সঙ্গে। কিন্তু বাড়িতে রাজমিস্ত্রির কাজ করাতে গিয়ে ওই গৃহবধূর সঙ্গে সালার থানার পিলখুণ্ডী গ্রামের যুবকের পরিচয় হয়।

আরও পড়ুন- বিপুল জনসংযোগ! ট্রেন যাত্রীদের সঙ্গে জনসংযোগ করলেন পার্থ ভৌমিক…

পিলখুন্ডি গ্রামের যুবক গৃহবধূর বাড়িতে রাজমিস্ত্রির কাজ করতে এসে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে গৃহবধূর সঙ্গে। তার পর থেকেই চলে গদগদ প্রেমের সম্পর্ক।

রাজমিস্ত্রি যুবকের সঙ্গে প্রেমের টানেই বাড়ি ছেড়ে হঠাৎই পালিয়ে যায় গৃহবধূ। এর পর পরিবারের সদস্যরা বিষয়টি জানতে খোঁজাখুজি শুরু করে। স্বামীকে আইন অনুযায়ী ডির্ভোস না দিয়ে অন্য যুবকের সঙ্গে গৃহবধূ পালিয়ে যেতেই হতবাক হয়ে পড়েন পরিবারের সদস্যরা।

আরও পড়ুন- এত গুণী মানুষ থাকেন এখানে, প্রতি ঘরে তৈরি হচ্ছে কাঠের পুতুল, প্রাণ পাচ্ছে নতুন

পরিবারের এক সদস্য জানান, আমাদের বাড়ির বউ যে এই রকম ঘটনা করে বসবে তা ভাবতে পারিনি। আট বছরের সন্তান রেখে রাজমিস্ত্রির প্রেমে পাগল হয়ে বাড়ি ছেড়ে চলে গেল। আমরা ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছি।

কৌশিক অধিকারী

Lok Sabha Election 2024: মুর্শিদাবাদ লেকসভা কেন্দ্রে এবার কি ত্রিমুখী লড়াই? কী বলছেন ভোটাররা?

মুর্শিদাবাদ: আগামী তৃতীয় দফায় মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার প্রশাসনের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ হল শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে নির্বাচন সম্পন্ন করা। মুর্শিদাবাদ লোকসভা মুলত বর্তমানে শাসকদল তৃণমূলের দখলে। তবে পর্যটকদের মানচিত্রের অন্যতম ঐতিহাসিক মুর্শিদাবাদ শহর। মুর্শিদাবাদ লোকসভার অধীনে হাজারদুয়ারী প্যালেস থেকে নবাবের শহর সবকিছুই। মুর্শিদাবাদ, লালগোলা, ভগবানগোলা, রানীনগর, জলঙ্গি, হরিহরপাড়া নদীয়া জেলার করিমপুর নিয়ে গঠিত এই লোকসভা।

মুর্শিদাবাদ লোকসভাতে মোট ভোটারের সংখ্যা ১৮ লক্ষ ৮৮ হাজার ৯১জন। তার মধ্যে পুরুষ ভোটার ৮লক্ষ ৬২ হাজার ১৭৭ জন এবং পুরুষ ভোটারের সংখ্যা ৯লক্ষ ২৫হাজার ৮৮৬জন। তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ২৮জন। ২০১৪ সালে বামেদের দখলে থাকলেও ২০১৯ সালে এই লোকসভা দখল করে শাসকদল তৃণমূল কংগ্রেস। এবছর ত্রিমুখী লড়াইয়ে জমে উঠেছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে নির্বাচন। একদিকে বাম ও কংগ্রেসের সমর্থন নিয়ে ভোটে লড়াই করছেন মহম্মদ সেলিম, অন্যদিকে ঘাস ফুল প্রতিক চিহ্নে লড়াই করছেন বিদায়ী সাংসদ আবু তাহের খান। তবে পদ্ম আস্থা রেখেছে বিধায়ক গৌরী শঙ্কর ঘোষের ওপরে।

মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের বিধায়ক গৌরী শঙ্কর ঘোষের ওপরে ভরসা করে পদ্ম শিবির এখানে পদ্ম ফোটাতে মরিয়া। সাধারণ ভোটাররা চাইছেন পরিবর্তন হোক এই লোকসভা কেন্দ্রে। অন্যদিকে বিদায়ী সাংসদ আবু তাহের খানের ওপরেও ভরসা রাখছেন অনেকে।যদিও ভোটারদের দাবি, শান্তিপূর্ণ নির্বিঘ্নে নির্বাচন হোক এই লোকসভা কেন্দ্রে। বোমা গুলির আওয়াজ নয়। ভোট হোক উৎসবের মেজাজে। যদিও ত্রিমুখী লড়াইয়ে জমে উঠেছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের নির্বাচন পর্ব।

কৌশিক অধিকারী

নির্বাচন হোক মিষ্টি মুখে! সব দলের প্রতীকের সন্দেশ বানিয়ে আবেদন ব্যবসায়ীর

হিংসা নয়। বরং মিষ্টি মুখেই হোক লোকসভা নির্বাচন। সব দলের প্রতীকের সন্দেশ তৈরি করে এমনই আবেদন ব্যবসায়ীর।

Farakka Barrage Fire : ফরাক্কা ব্যারেজের উপর দাউ দাউ করে জ্বলছে গাড়ি! তীব্র গরমে আটকে উত্তর-দক্ষিণবঙ্গগামী বাস-গাড়ি-ট্রেন

মুর্শিদাবাদ: ফরাক্কা ব্যারেজের উপর ৪৮ নম্বর গেটের সামনে হঠাৎই আগুন লাগল পন্যবোঝাই লরিতে। অগ্নিকাণ্ডের উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ ব্যবস্থা বন্ধ ছিল বেশ কয়েকঘণ্টা। অবরুদ্ধ হয়ে পড়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক।

আজ বুধবার সকালে ধুপ কাঠি ও অ্যালুমিনিয়াম যন্ত্রাংশ নিয়ে বহরমপুর থেকে মালদহ যাচ্ছিল একটি পন্য বোঝাই গাড়ি। কিন্তু হঠাৎই ৪৮ নম্বর গেটের সামনে এসে লরিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও ফরাক্কা ব্যারেজে মোতায়েন থাকা সিআইএসএফ জওয়ানরা। খবর দেওয়া হয় দমকল বিভাগে। দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে, ফরাক্কা ব্যারেজের ওপর রেল লাইনের বিদ্যুৎ তার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সেই কারণে বন্ধ থাকে ট্রেন চলাচল।

আরও পড়ুনঃ এক ঘণ্টায় ১.৫ কোটি, গান প্রতি ১০ লক্ষ পারিশ্রমিক! ডিভোর্সের পর ফের বিয়ে! ভারতের শীর্ষস্থানীয় এই গায়কের জীবনযাপন চমকে দেয়

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পন্যবাহী লরিতে অগ্নিকাণ্ডের জেরে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়। তার কারণ ফরাক্কা ব্যারেজের ওপর দিয়ে মালদহ হয়ে উত্তরবঙ্গ প্রবেশ করতে হয়। কিন্তু অগ্নিকাণ্ডের জেরে যান চলাচল বন্ধ থাকে। ব্যাহত হয় পরিষেবা। পাশাপাশি অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক। যদিও দমকল আধিকারিকরা জানিয়েছেন, পন্যবাহী গাড়িতে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে দুটি ইঞ্জিনের প্রচেষ্টায়। কী ভাবে আগুন লেগে গেল লরিতে, তা খতিয়ে দেখা হচ্ছে।

কৌশিক অধিকারী

Gas Cylinder Blast: অনুষ্ঠানের হুল্লোড়ে ছন্দপতন! ভয়ঙ্কর সিলিন্ডার বিস্ফোরণে আহত ১১ শিশু! আনন্দ মুহূর্তে বদলাল হাহাকারে

মুর্শিদাবাদ: অনুষ্ঠান বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ১১জন শিশু। গুরুতর আহত অবস্থায় সকলেই ভর্তি বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভগবানগোলা থানার হাবাসপুর খাসমহল এলাকায়।

জানা গিয়েছে, পারিবারিক অনুষ্ঠানের যোগ দিয়েছিলেন অনেকে। রান্না চলছিল, সেই সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। মুহূর্তে আগুন লেগে যায় পাশে থাকা শিশুদের গায়ে। গুরুতর আহত হয়েছে ১১ শিশু। তড়িঘড়ি তাদের উদ্ধার করে প্রথমে কানাপুকুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এবং লালবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পাঁচজনকে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে চিকিৎসার জন্য।

আরও পড়ুনঃ গরমে শরীর থাকবে চাঙ্গা! সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করে, রোজ এই চা খেলে শরীরে ঘটবে ম্যাজিক

আহত শিশুর অভিভাবক কুরমান আলি জানান, ভগবানগোলার হাবাসপুর খাস মহল এলাকার বাসিন্দা আলতাব শেখের বাড়িতে নিমন্ত্রণ ছিল। অনুষ্ঠানের জন্য রান্নার আয়োজন ছিল, সকাল থেকে রান্না শুরুও হয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎই গ্যাস সিলিন্ডার ফেটে গিয়ে আগুন ছড়িয়ে পড়ে। রান্নার জায়গার পাশেই খেলা করছিল বাচ্চারা। আগুন পাশে থাকা ত্রিপলে ছড়িয়ে পড়লে ভয়াবহ আকার ধারণ করে। সেখানেই খেলা করছিল শিশুরা। আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় ১১ শিশুকে। গুরুতর আহত হয়েছে সকলে।

স্থানীয়রা জানিয়েছেন, আহতদের উদ্ধার করে তড়িঘড়ি প্রথমে কানাপুকুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ও পরে পাঁচজনের অবস্থা অবনতি হলে তাদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এদিকে, খবর পেয়ে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ছুটে যান বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখোপাধ্যায়। শিশুর পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

চিকিৎসকরা জানিয়েছেন, আহত শিশুদের চিকিৎসা চলছে। বর্তমানে সকলের অবস্থা স্থিতিশীল রয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কীভাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটল, তার তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল কর্মীরা।

কৌশিক অধিকারী

Yusuf Pathan: অসংখ্য কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বর্ণাঢ্য মিছিল ! মনোনয়ন জমা দিলেন বহরমপুরের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান

মুর্শিদাবাদ: অসংখ্য কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বর্ণাঢ্য মিছিল করে মনোনয়ন জমা দিলেন বহরমপুরের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান। একজন পাঁচবারের সাংসদ, আরেকজন শহরের প্রসিদ্ধ চিকিৎসক। আর তাদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় ভোটযুদ্ধের পিচে নেমেছে বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান। সোমবার তৃণমূলের দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য মিছিল করে এসে বহরমপুর প্রশাসনিক ভবনে মনোনয়ন জমা করেন তিনি।

আরও পড়ুন– মুখে লোমের আধিক্যের জেরে ঠাট্টার মুখে বোর্ড পরীক্ষার প্রথম স্থানাধিকারী ছাত্রী; ট্রোলিংয়ের তীব্র জবাব দিলেন নেটিজেনরাও

ইউসুফ পাঠানের সমর্থনে এদিনের মনোনয়ন জমা করার মিছিলে তৃণমূল কর্মী সমর্থকদের ঢল নামে বহরমপুরের রাস্তায়। এদিন লক্ষ্মীর ভাণ্ডারের ঘট হাতে নিয়ে একাধিক মহিলারা ইউসুফ পাঠানের সমর্থনে মিছিলে শামিল হন। বহরমপুর পুরসভার পুরকর্মী সোনামনি ভট্টাচার্য্য বলেন, রাজ্য সরকারের তৎপরতায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আমরা প্রত্যেক মাসে এক হাজার টাকা পাচ্ছি। বহরমপুর কেন্দ্রে এবার ঘাসফুল ফুটবেই। ইউসুফ পাঠান বিপুল ভোটে জিতবে। বহরমপুর পুরসভার পৌরপিতা নাড়ুগোপাল মুখোপাধ্যায় বলেন, ‘‘আমরা এখন আর আশাবাদী নই যে ইউসুফ পাঠান বহরমপুরে জয়লাভ করবে। আমরা নিশ্চিত বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানই জিতবেন। কত মার্জিনে তিনি জেতেন, এখন সেটাই দেখার। আর আজকের মনোনয়নে ইউসুফের সমর্থনে মানুষের যে উচ্ছ্বাস তা আর বলার অপেক্ষা রাখে না যে বহরমপুরে তৃণমূলের জয় নিশ্চিত।’’

আরও পড়ুন– আমন্ত্রণ জানানোর পাশাপাশি জানানো হয়েছে এক অনন্য আবেদনও! ভোটের মরশুমে পুলিশকর্মীর বোনের বিয়ের কার্ড নেটিজেনদের প্রশংসা কুড়োচ্ছে

তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান বলেন, ‘‘মানুষ যে আমার সমর্থনে আমার পাশে আছে সেটা আজ প্রমাণিত হয়ে গেল। আমি মানুষের উন্নয়নের লক্ষ্যে তাদের পাশে থাকতে চাই, সেটাই আমার অঙ্গীকার।’’ অসংখ্য কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বর্ণাঢ্য মিছিল করে মনোনয়ন জমা দিলেন বহরমপুরের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান। একজন পাঁচবারের সাংসদ, আরেকজন শহরের প্রসিদ্ধ চিকিৎসক। আর তাদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় ভোটযুদ্ধের পিচে নেমেছে বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান। সোমবার তৃণমূলের দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য মিছিল করে এসে বহরমপুর প্রশাসনিক ভবনে মনোনয়ন জমা করেন তিনি। ইউসুফ পাঠানের সমর্থনে এদিনের মনোনয়ন জমা করার মিছিলে তৃণমূল কর্মী সমর্থকদের ঢল নামে বহরমপুরের রাস্তায়। এদিন লক্ষ্মীর ভাণ্ডারের ঘট হাতে নিয়ে একাধিক মহিলারা ইউসুফ পাঠানের সমর্থনে মিছিলে শামিল হন।