আবারও দেখা গেল ভারতীয় মৎস্যজীবীদের মানবিক মুখ। গভীর সমুদ্রে মাছ ধরতে এসে ডুবে যাওয়া ১২ জন বাংলাদেশি মৎস্যজীবীকে উদ্ধার করল তারা। ইতিমধ্যে তাদের পাথরপ্রতিমা ঘাটে নিয়ে আসা হয়েছে। এর আগেওগভীর সমুদ্রে মাছ ধরতে এসে ডুবে যাওয়া ১২ জন বাংলাদেশি মৎস্যজীবীকে উদ্ধার করেছিল ভারতীয়রা। তাঁদেরও পাথরপ্রতিমা ঘাটে নিয়ে আসা হয়েছিল। আবহাওয়া খারাপ থাকার খবর শুনে যখন এফবি পারমিতা ৫ নামের একটি ভারতীয় ট্রলার সুমুদ্র থেকে উপকূলের দিকে ফিরে আসছিল, তখন কেঁদুয়া দ্বীপের কাছে সাগরে ভাসমান বাংলাদেশী মৎস্যজীবীদের দেখতে পায় তারা। এরপর উত্তাল সমুদ্র থেকে ১২ জন বাংলাদেশি মৎস্যজীবীকে উদ্ধার করেন ভারতীয় মৎস্যজীবীরা। উদ্ধার হওয়া বাংলাদেশের মৎস্যজীবীদের পটুয়াখালির কাছে বাড়ি। বর্তমানে তাঁদের নিয়ে আসা হয়েছে পাথরপ্রতিমায়। জানা গিয়েছে তাঁদের মধ্যে একজন এখনও নিখোঁজ। উদ্ধারের পর এঁদের সকলকেই পাথরপ্রতিমায় থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।