অবরোধের ছবি

South 24 Parganas News: এস ইউ সি আই এর ডাকা ১২ ঘন্টা বনধে মিশ্র প্রভাব জেলায়

দক্ষিণ ২৪ পরগনা: আরজি কর কাণ্ডের প্রতিবাদেএস ইউ সি আই এর ডাকে রাজ্যজুড়ে ধর্মঘট। এসইউসিআই এর ছাত্র সংগঠন এ আই ডি এস ও-র ডাকে ছাত্র ধর্মঘট সারা বাংলা জুড়ে। ১৬ ই আগস্ট শুক্রবার সকাল থেকে বন্ধের মিশ্র প্রভাব পড়েছে দক্ষিণ ২৪ পরগনায়। সকাল থেকে শিয়ালদা দক্ষিণ শাখার বেশ কিছু জায়গায় রেল অবরোধের শামিল হন বন সমর্থকরা কিন্তু সেই রেল অবরোধ দীর্ঘক্ষণ চলে না কয়েক মিনিটের মধ্যে বনধ সমর্থকদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে দেয় রেল পুলিশের আধিকারিকেরা।

আরও পড়ুন: ঢোলাহাট-ঘোড়াদলের রাস্তায় ভয়ে আসেন না অনেকেই, কেন জানুন

অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার, জয়নগর, বারুইপুর কুলতলী সহ মথুরাপুর ,রায়দীঘি ,গঙ্গাসাগর প্রভৃতি এলাকায় বনধের মিশ্র প্রভাব পড়েছে বহু জায়গায় দোকানপাট বন্ধ রয়েছে আবার কোথাও কোথাও দোকানপাট আংশিক খোলা রয়েছে। শুক্রবার সকালে জয়নগর বহুড়ু ও দক্ষিণ বারাসাতের কুলপি রোড রোড সহ বেশ কিছু জায়গায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় এস ইউ সি আই এর সমর্থকেরা। এই অবরোধ বেশ কয়েক ঘন্টা ধরে চলে বলে জানা গিয়েছে অবরোধ তুলতে ঘটনাস্থলে পৌঁছায় জয়নগর থানার পুলিশ জয়নগর থানার পুলিশ আধিকারিকদের সঙ্গে বেশ কয়েক ঘন্টা কথোপকথনের পর অবরোধ উঠে যায়।

আরও পড়ুন: তলিয়ে যাচ্ছে নদীর চরের ম্যানগ্রোভ! আতঙ্ক বাড়ছে সুন্দরবনে

অন্যদিকে ডায়মন্ড হারবারে সকাল কর্মনাশা বনধকে সমর্থক না করার জন্য সকাল থেকে ডায়মন্ড হারবার শহর জুড়ে তৃণমূল মিছিল করছে। এসইউসিআই-এর পক্ষ থেকে বলা হয়েছে আমরা ১২ ঘন্টা সারা বাংলা বন্ধের ডাক দিয়েছি, সকাল থেকেই চারিদিক থেকে আমরা সমর্থন পাচ্ছি। মানুষের মনের মধ্যে ক্ষোভের দেখা দিয়েছে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে বনধ কে সমর্থন জানিয়েছে। তবে অন্য এলাকায় না হোক জয়নগর এলাকায় রাস্তাঘাটে তেমন যানবাহনের দেখা নেই এবং অধিকাংশ দোকান বনধ রয়েছে ,বনধের প্রভাবে রাস্তাঘাটে তেমন মানুষজনেরও দেখা মিলেনি। সব মিলিয়ে বনধের মিশ্র প্রভাব পড়েছে জেলাতে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সুমন সাহা