চেনা ছবির উলটপুরাণ ধরা পড়ল রাজস্থানের অজমেরে

Offbeat Joint Family: রোজ দরকার ৬৫ কেজি আটা, ৫০ কেজি সবজি! চমকে দেবে রাজস্থানের ১৮৫ জনের যৌথ পরিবার

অজমের : যৌথ পরিবার ভাঙতে ভাঙতে ছড়িয়ে পড়েছে অণু পরমাণুতে। একান্নবর্তী পরিবারের রূপকথা এখন দেখা যায় শুধুই মেগা সিরিয়ালে। এরকম সময়ে চেনা ছবির উলটপুরাণ ধরা পড়ল রাজস্থানের অজমেরের রামসর গ্রামে। এই শহরের বাগড়ি পরিবারের সদস্যসংখ্যা এখনও ১৮৫। একই রান্নাঘরে তৈরি হয় এত জনের খাবার।

পরিবার যখন এত বড়, তখন তার রান্নাঘরও বড় হবে, এটাই স্বাভাবিক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই পরিবারের রান্নাঘরের ছবি। একসঙ্গে রান্না হচ্ছে অনেকগুলি আভেনে। পরিবারের মহিলাদের সারাদিনে বেশিরভাগ সময়ই কাটে রান্নাঘরে। দিনভর সেখানে রান্নাবান্না হয়ে চলে ১১ টি স্টোভে। দৈনিক তৈরি হয় ৬৫ কেজি আটার রুটি। রোজ আনাজপাতি লাগে ৫০ কেজি।

এই যৌথ পরিবারে একসঙ্গে থাকে মোট ছ’টি প্রজন্ম। পরিবারের সদস্যদের মধ্যে ৬০ জন পুরুষ। মহিলাদের সংখ্যা ৬০ এবং শিশু আছে ৬০ জন। সকলের মধ্যে ভালবাসা ও সৌজন্য সম্পর্ক ছড়িয়ে আছে। সোশ্যাল মিডিয়াতেও এই পরিবার খুবই জনপ্রিয়।

আরও পড়ুন : যতই ভাল লাগুক, ভুলেও পুঁইশাক মুখে তুলবেন না এঁরা! জানুন কারা পুঁইশাক খেলেই ঝাঁঝরা হয়ে যাবে শরীর

সারা পৃথিবীর সঙ্গে ভারতেও গত কয়েক দশকে পরিবার কাঠামোতে ব্যাপক পরিবর্তন এসেছে। যৌথ এবং অনু-দু’ রকমের পরিবারেরই ভাল মন্দ এবং সুবিধে অসুবিধে উঠে এসেছে জীবন যাপনে। কিন্তু একান্নবর্তী পরিবারের চেনা ছবিতে ফিরে যাওয়ার ধারা তৈরি হয়নি। সেখানে অজমেরের বাগড়ি পরিবার উজ্জ্বল ব্যতিক্রম।