সংরক্ষণ করে রাখা হয়েছে ধান

South 24 Parganas News: সুগন্ধি থেকে বিরল ঔষধি ধান! ১৮৭ রকমের বীজ সংরক্ষণে নজির পাথরপ্রতিমার সুধাংশুর

পাথরপ্রতিমা: পাথরপ্রতিমার প্রত্যন্ত এক গ্রাম দুর্বাচটিতে দেশীয় বীজ ভান্ডার গড়ে নজির গড়ছেন পাথরপ্রতিমার সুধাংশ শেখর দে। তাঁর সংগ্রহশালায় রয়েছে ১৮৭ রকমের ধানের বীজ। দেশীয় ধানের প্রজাতিকে বাঁচিয়ে রাখার এই প্রচেষ্টা নজর কেড়েছে সকলের।

আরও পড়ুন- ৫০০ টাকার নোটে গান্ধিজি নয়, এ কার ছবি! দেড় কোটি জাল নোট বাজেয়াপ্ত করল পুলিশ! 

সুধাংশু শেখর দে পেশায় একজন গ্রামীণ হোমিওপ্যাথিক চিকিৎসক। সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় নিজের কয়েক বিঘা জমি রয়েছে।আর সেই জমির উপর নির্ভর করে গড়ে তুলেছেন ‘বীজ ভান্ডার’ বা ‘ধান সংরক্ষণ কেন্দ্র’। ২০১২ সাল থেকে এই কঠিন কাজটি করে চলেছেন তিনি। প্রবল আর্থিক সংকটের মধ্যেও সম্পূর্ণ নিজের চেষ্টায় এই কাজ করে চলেছেন তিনি। তবে ঘূর্ণিঝড় ইয়াসের পর তাঁর এই বীজ ভান্ডারের বীজ ভাল কাজে দিয়েছে।

আরও পড়ুন- কোন বাঙালি খাবার খেয়ে নিটোল যৌবন ধরে রাখেন জাপানিরা? জানেন সেই সিক্রেট?

তারপর থেকে তাঁর নাম ছড়িয়ে পড়ে এলাকায়। তাঁর সংগ্রহশালায় থাকা ধানগুলির কোনওটা সুগন্ধি, কিছু নোনা সহশহনশীল, ঔষধিগুণ সম্পন্ন ধান-সহ একাধিক প্রজাতির ধান রয়েছে যা সচরাচর পাওয়া যায় না। মাটির কলসি, প্লাস্টিকের ছোট বয়াম থেকে ধরে বিভিন্ন ভাবে তিনি এই ধান সংরক্ষণের চেষ্টা করছেন। ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ থাকা আনা এই ধানের বীজ নিয়ে রয়েছে তাঁর একাধিক স্বপ্ন। তাঁর এই বীজ ভান্ডার ভবিষ্যতে পথ দেখাবে অনেকের।

নবাব মল্লিক