রবিবার দুপুরে ৫ জন স্নান করতে নেমে ছিলেন বকখালি সমুদ্র সৈকতে। সেই সময় জোয়ার ছিল।

Bakkhali sea beach: বকখালি ঘুরতে গিয়ে সমুদ্রে তলিয়ে গেল কলকাতার দুই যুবক, পরিবারে হাহাকার

দক্ষিণ ২৪  পরগনা, বিশ্বজিৎ হালদার: বকখালি ঘুরতে যাওয়াই কাল হল। সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেল কলকাতা দুই যুবক।
দক্ষিণ ২৪  পরগনা, বিশ্বজিৎ হালদার: বকখালি ঘুরতে যাওয়াই কাল হল। সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেল কলকাতা দুই যুবক।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার সকালে কলকাতার তপসিয়া থেকে ৫ বন্ধু বকখালিতে ঘুরতে এসেছিলেন।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার সকালে কলকাতার তপসিয়া থেকে ৫ বন্ধু বকখালিতে ঘুরতে এসেছিলেন।
রবিবার দুপুরে ৫ জন স্নান করতে নেমে ছিলেন বকখালি সমুদ্র সৈকতে। সেই সময় জোয়ার ছিল।
রবিবার দুপুরে ৫ জন স্নান করতে নেমে ছিলেন বকখালি সমুদ্র সৈকতে। সেই সময় জোয়ার ছিল।
স্নান করার সময় হঠাৎই পাঁচ জনের মধ্যে দুই জন তলিয়ে যায়। নিখোঁজ দুই যুবকের নাম মিজান মহসিন (১৯) এবং অমন আলি (১৯)।
স্নান করার সময় হঠাৎই পাঁচ জনের মধ্যে দুই জন তলিয়ে যায়। নিখোঁজ দুই যুবকের নাম মিজান মহসিন (১৯) এবং অমন আলি (১৯)।
ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা দুই যুবকের খোঁজে এফআইবি বোর্ড নিয়ে তল্লাশি শুরু করেছে বকখালি সমুদ্র সৈকতে।
ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা দুই যুবকের খোঁজে এফআইবি বোর্ড নিয়ে তল্লাশি শুরু করেছে বকখালি সমুদ্র সৈকতে।
সেই সঙ্গে নিখোঁজ দুই যুবকে খুঁজতে ভারতীয় উপকূল বাহিনীর তরফে নামানো হয়েছে হোভারক্রাপট। এখনও খোঁজ পাওয়া যায়নি তাদের।
সেই সঙ্গে নিখোঁজ দুই যুবকে খুঁজতে ভারতীয় উপকূল বাহিনীর তরফে নামানো হয়েছে হোভারক্রাপট। এখনও খোঁজ পাওয়া যায়নি তাদের।