পুরুলিয়া : একাধারে দানার তাণ্ডবে নাজেহাল জেলাবাসী। বেশ কিছু জায়গায় ঝড় বৃষ্টির প্রবল প্রভাব পড়েছে। তার মধ্যে বিশালাকার একটি ময়াল সাপ চলে এল লোকালয়ে যাকে ঘিরে রীতিমত আতঙ্ক ছড়িয়েছে জেলা পুরুলিয়ায়। ঝড় বৃষ্টির মাঝেই কুড়ি কেজির ময়াল সাপ উদ্ধারকে কেন্দ্র করে রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুরুলিয়ার বরাবাজারে। একদিকে চলছে দানার তাণ্ডব তার মধ্যে ময়াল উদ্ধার।
বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে বরাবাজার শহরের নামোপাড়া মসজিদের সামনে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ময়াল সাপটি রাস্তার এপার থেকে ওপারে যাচ্ছিল। হঠাৎ এক পথচারীর চোখে পড়তেই চিৎকার শুরু করেন তিনি। তৎক্ষণাৎ এলাকার লোকজন ছুটে আসে।
এ বিষয়ে ওই পথচারী বলেন, এই এলাকায় ঝোপঝাড়ের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে প্রায়দিন ময়াল জনসমক্ষে চলে আসছে। এতে এলাকার মানুষেরা ভয় ভীত হচ্ছে।
ময়ালটিকে দেখতে পেয়ে এলাকার মানুষ সাপটিকে একটি বস্তার মধ্যে ভরে রাখে। এরপর খবর দেওয়া হয় বনদফতরে। খবর পেয়ে বনদফতরের কর্মীরা এসে সাপটিকে উদ্ধার করে শুকনিবাসার জঙ্গলে ছেড়ে দেয়। ঘটনায় আতঙ্কের ছায়া নেমেছে বরাবাজারে। বৃষ্টি বাদলের মধ্যে সরীসৃপ প্রাণীরা জনসমক্ষে চলে আসছে। আর তাতেই কিছুটা হলেও ভয় ভীত জেলাবাসী। যদিও বনদফতরে খবর গেলে তৎপরতার সঙ্গে তারা ব্যবস্থা গ্রহণ করছে।
Sharmistha Banerjee