দক্ষিণবঙ্গ, পূর্ব মেদিনীপুর Weather: অতি গভীর নিম্নচাপের খাঁড়া! প্রবল বৃষ্টির তাণ্ডব চলবে আরও কতদিন? বড় আপডেট দিল আলিপুর Gallery October 25, 2024 Bangla Digital Desk *হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী ঘূর্ণিঝড় দানা আছড়ে পড়েছে ওড়িশার উপকূলে। দানার ঝাপট থেকে বাঁচল পূর্ব মেদিনীপুর। পড়শি রাজ্য ওড়িশার ভিতরকণিকা, বালেশ্বর, ভদ্রক-সহ সামগ্রিক এলাকায় ল্যান্ডফল হয়। ফাইল ছবি। *পূর্ব মেদিনীপুর জেলার সৈকত উপকূলে দিনভর ছিল ঝোড়ো হাওয়ার দাপট, সঙ্গে বৃষ্টি। প্রশাসন সচেষ্ট ছিল পর্যটকদের দিঘা সৈকত উপকূলে আসতে না দেওয়ায়। বৃহস্পতিবার রাত ২:৩০ মিনিটের পর হাওয়ার তীব্রতা বাড়ে। ‘দানা’র প্রভাবে সমুদ্র ফুলে ফেঁপে রয়েছে আজও। ফাইল ছবি। য় *আজ ২৫ অক্টোবর শুক্রবার সকাল থেকেই পূর্ব মেদিনীপুর জেলায় শুরু হয় প্রবল বৃষ্টি। বৃষ্টির পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়া। ঝোড়ো হাওয়ায় উত্তাল সমুদ্র। দিঘায় অতি উৎসাহী পর্যটকের ভিড় এই দুর্যোগের সময়ে। ফাইল ছবি। *হাওয়া অফিসে রিপোর্ট অনুযায়ী, পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সর্তকতা জারি, বইবে ঝোড়ো হওয়া। উত্তাল থাকবে সমুদ্র। তাই সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে প্রশাসন দিঘা সৈকত সরণির ধারে কাছে পর্যটকদের আসতে দিচ্ছে না। শনিবার পর্যন্ত সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা জারি প্রশাসনের। ফাইল ছবি। *পূর্ব মেদিনীপুর জেলার উপকূলবর্তী অঞ্চল-সহ সর্বত্রই ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে। বেলা যত বেড়ছে বৃষ্টির পরিমাণ ও তত বেড়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই নীচু এলাকা থেকে মানুষজনকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে আশ্রয় শিবিরে। ফাইল ছবি। *পূর্ব মেদিনীপুর জেলায় জুড়ে বৃষ্টির জমা জলে বন্যার আশঙ্কা। জোয়ারের সময় বাড়তি সর্তকতা অবলম্বন করেছে প্রশাসন। দুর্বল নদী বাঁধ ও সমুদ্র বাঁধ জুড়ে চলছে তদারকি। ফাইল ছবি। *হাওয়া অফিসে রিপোর্ট অনুযায়ী জানা যায়, দানার প্রভাবে শুক্রবার সারাদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে পূর্ব মেদিনীপুরে। পাশাপাশি শনিবারও বৃষ্টির কথা জানিয়েছে হাওয়া অফিস। বৃষ্টির জমা জলে চাষে প্রভূত ক্ষতির সম্ভাবনা। ফাইল ছবি। *দানার প্রভাবে এই বৃষ্টি আমন ধানের পাশাপাশি জেলা জুড়ে ফুল চাষ ও সবজি চাষকে ক্ষতির মুখে ঠেলে দিয়েছে। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী জানা যায় দানার প্রভাব কাটলে বৃষ্টির পরিমাণও কমবে। ফাইল ছবি।