TMC 21 July : বেলা বাড়তেই ধর্মতলায় এ কী ছবি! দেখলে চমকে যাবেন!

আজ তৃণমূলের একুশের সমাবেশ। ধর্মতলায় Mega Event। সমাবেশের জন্য আঁটোসাঁটো নিরাপত্তা। হাইরাইজ থেকে চলছে নজরদারি। লোকসভা ভোটে জয় তৃণমূলের অহংকার নয়। বঞ্চনা নিয়ে তৃণমূলের লড়াই চলবে। মন্তব্য শশী পাঁজার। বিশেষ ভ্যান রিক্সাতে একুশের ট্যাবলো। হাজরা মোড়ে এই ট্যাবলো তৈরি করেছেন পেশায় অ্যাম্বুল্যান্স চালক অর্জুন সরদার। এবারেও একুশের ট্যাবলো সাজিয়েছেন তিনি। ট্যাবলোর উপর সেজেছে তৃণমূলের পতাকায়। ট্যাবলোর নীচে পরিবেশ বাঁচানোর ডাক। রয়েছে রাজ্য সরকারের নানান প্রকল্পের বার্তা। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ জানিয়ে ১০০ দিনের কাজের বকেয়া মজুরি প্রদানের মত বার্তা ট্যাবলোয়।  লোকসভায় বিপুল জয় তৃণমূলের। সেই আবহেই আজ একুশে জুলাই। এবাররের শহিদ স্মরণে রেকর্ড ভিড়ের লক্ষ্যে শাসক দল। ইতিমধ্যই দূরের জেলা থেকে কর্মীরা কলকাতায় এসে গিয়েছেন। একুশের মঞ্চ থেকে দলের নেতাকর্মীদের জন্য জরুরি বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুঝিয়ে দেবেন, দলে আত্মতুষ্টির কোনও জায়গা নেই। লোকসভা ভোটে জয়ের পরে ঢিলেঢালা মনোভাব কাম্য নয়। োকিন্তু একটা ভোটে জিতে সব পেয়ে গেছি মনোভাব নিয়ে বসে থাকলে ভুল হবে। দলের শীর্ষ নেতৃত্বর বার্তা থাকতে চলেছে ২১ জুলাইয়ের মঞ্চে। ২৪ এর ২১ জুলাই থেকে ২৬ লড়ার প্রস্তুতি শুরু হবে।