Tag Archives: 21 July TMC Shahid Diwas

TMC 21 July Sahid Diwas: মমতাকে বাঁচাতে গিয়ে খুইয়েছিলেন চাকরি, ৩১ বছর পর নির্দেশ এলেও এখনও ‘কর্মহীন’ কনস্টেবল সিরাজুল

উত্তর ২৪ পরগনা: মমতাকে বাঁচাতে গিয়ে খুঁইয়ে ছিলেন চাকরি। ৩১ বছর পর বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই চাকরি ফেরতের নির্দেশ দিলেও, অতিক্রান্ত আরও একটি বছর। এখনও চাকরি ফিরে পেলেন না গাইঘাটার ‘জীবন্ত শহিদ’ কনস্টেবল সিরাজুল হক মণ্ডল।

চাকরি ফিরে না পাওয়ার জ্বালা-যন্ত্রণা নিয়েই নিজের বাড়িতে বসে সেদিনের একুশে জুলাইয়ের কথা ভেবে রীতিমতো অনুশোচনায় ভুগছেন সিরাজুল-সহ তাঁর গোটা পরিবার। গাইঘাটা থানা এলাকার ইছাপুরের ভদ্রডাঙার বাসিন্দা সিরাজুলের কথা জেনে ২০২৩-এর একুশে জুলাইয়ের পর ফোন করেছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: মোবাইল নম্বরে ২ সংখ্যাটি থাকলে জীবনে কী প্রভাব পড়ে জানেন? রইল বিশেষজ্ঞের মতামত

কথা হয়েছিল তাঁর সঙ্গে। সিরাজুলের সঙ্গে কথা বলে, এককালীন ৫ লক্ষ টাকা সাহায্যেরও কথা জানান মুখ্যমন্ত্রী। কিন্তু, সিরাজুল তাতে রাজি না হয়ে, মুখ্যমন্ত্রী সঙ্গে দেখা করে চাকরি ফেরতের আর্জি জানান। নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে সিরাজুল তুলে ধরেন সেদিনের ঘটনার কথা। ১৯৯৩ সালের ২১ জুলাই তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচাতে গিয়ে ডেপুটি পুলিশ কমিশনার দীনেশ বাজপেয়ীর দিকেই বন্দুক তাক করেছিলেন কলকাতা পুলিশের এই কনস্টেবল সিরাজুল হক মণ্ডল।

আরও পড়ুন: শ্রাবণ সোমবারের উপোস রাখবেন? মেনে চলুন এই বিশেষ রীতি, কোন খাবার ভুলেও ছোঁবেন না জানুন

সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচাতে পারলেও, নিজের চাকরি বাঁচাতে পারেননি তিনি। ঘটনার কথা শুনে নবান্নে বসেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে মুখ্যসচিব, তৎকালীন অতিরিক্ত মুখ্যসচিবের দায়িত্ব সামলানো বি পি গোপালিকাকে নির্দেশ দেন সিরাজুলের চাকরি ফিরিয়ে দেওয়ার। সেদিনের পর থেকে কেটেছে আরও এক বছর, এদিন একুশে জুলাই শহিদ মঞ্চ থেকে যখন তৃণমূল নেত্রী ভাষণ দিচ্ছেন, তখন সভামঞ্চ থেকে ৮০ কিলোমিটার দূরে টিনের চাল দেওয়া বেড়ার ছোট্ট ঘরে ছেলের জন্য চোখের জল মুছতে দেখা গেল সিরাজুলের মা রুকবানু মণ্ডলকে।

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরও কেন এত বছর হয়ে গেলেও চাকরি ফিরে পেলেন না সিরাজুল তা এখনও বুঝে উঠতে পারছেন না তিনি। নানাভাবে যোগাযোগ করার চেষ্টা করলেও কোন উত্তর মেলেনি রাজ্য সরকারের তরফে। পেট চালাতে তাই বর্তমানে দিনমজুরির কাজ করছেন একসময় কলকাতা পুলিশে কর্মরত সিরাজুল। তাই এক চিলতে বেড়ার ঘরে শুয়ে আজও চাকরি ফিরে পাওয়ার স্বপ্ন দেখেন “জীবন্ত শহিদ” গাইঘাটার সিরাজুল হক মণ্ডল।

Rudra Narayan Roy

Mamata Banerjee TMC 21 July 2024: দলীয় কর্মীদের কীসের সতর্কবার্তা? একুশের মঞ্চ থেকে কী বললেন তৃণমূলনেত্রী? দেখুন

সন্দেশখালির শেখ শাহজাহান থেকে শুরু করে আড়িয়াদহের জয়ন্ত সিং৷ গত কয়েক মাসে হয় তৃণমূলেরই কোনও নেতা নয়তো দলের নেতাদের আশ্রয়ে থাকা দুর্বৃত্তদের একের পর এক কুকীর্তি সামনে এসেছে৷ যার ফলে অস্বস্তি বেড়েছে শাসক দলের৷ একুশে জুলাইয়ের মঞ্চ থেকে সরাসরি দলের নেতা কর্মীদের হুঁশিয়ারি দিয়ে তৃণমূলনেত্রী বলে দিলেন, এবার থেকে কারও বিরুদ্ধে কোনও অন্যায়, দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ উঠলেই তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে দল৷ প্রয়োজনে সম্পর্ক ছেদ করা হবে৷ এ দিন বার বারই মমতার মুখে দলের কর্মীদের জন্য সতর্কবার্তা শোনা গিয়েছে৷ তৃণমূলনেত্রী বলেন, ‘আমরা যত জিতব, তত আমাদের নরম হতে হবে, তত আমাদের দায়িত্ব বাড়বে৷ তত আমরা মানুষের কর্মী হতে পারব। তৃণমূল কংগ্রেস মানে কোনও একটা রাজনৈতিক দল নয়, এটা মানুষের দল। আমি বিত্তবান চাই না, বিবেকবান চাই৷ যাঁদের আবেগ আছে, অশ্রু আছে, আমি তাঁদের চাই। পঞ্চায়েত, পুরসভা, বিধায়ক, সাংসদ- আমি সবাইকে বলছি৷ এখন থেকে কোনও অভিযোগ যেন না আসে, না হলে আমি পদক্ষেপ নেব৷’

Mamata Banerjee on BJP: ‘বৃষ্টি চলে গেছে এবার BJP র ‌‌যাওয়ার পালা’, একুশের মঞ্চে এ কী বললেন মমতা? দেখুন

লোকসভা ভোটে রাজ্যে বিপুল জয়ের পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় আক্ষেপ। কীসের আক্ষেপ? একুশের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘উত্তরবঙ্গে ফল খারাপ হয়েছে’। উত্তরের ফল নিয়েই তৃণমূলনেত্রী একুশের মঞ্চে বক্তব্য শুরু করেন রবিবার। মমতার বক্তব্য, ‘উত্তরবঙ্গে ফল খারাপ হয়েছে। আশা করি আগামীদিন আমরা ভাল ফল করব। মালদার আম ও আমসত্ত্ব ২০২৬ সালে আমরা পাব। আমি মালদাকে ভুল বুঝিনি। মালদহের মানুষ কেন ভুল বুঝলেন জানি না৷ একটা সিট কংগ্রেসকে, একটা বিজেপিকে৷ ওরা কোনওদিন আপনাদের জন্য কিছু করেছেন? কোনও দিন করবেও না৷

Mamata Banerjee: একুশের মঞ্চে মমতার আক্ষেপ, উত্তরবঙ্গের ফলাফল নিয়ে এ কী বললেন? দেখুন

লোকসভা ভোটে রাজ্যে বিপুল জয়ের পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় আক্ষেপ। কীসের আক্ষেপ? একুশের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘উত্তরবঙ্গে ফল খারাপ হয়েছে’। উত্তরের ফল নিয়েই তৃণমূলনেত্রী একুশের মঞ্চে বক্তব্য শুরু করেন রবিবার। মমতার বক্তব্য, ‘উত্তরবঙ্গে ফল খারাপ হয়েছে। আশা করি আগামীদিন আমরা ভাল ফল করব। মালদার আম ও আমসত্ত্ব ২০২৬ সালে আমরা পাব। আমি মালদাকে ভুল বুঝিনি। মালদহের মানুষ কেন ভুল বুঝলেন জানি না৷ একটা সিট কংগ্রেসকে, একটা বিজেপিকে৷ ওরা কোনওদিন আপনাদের জন্য কিছু করেছেন? কোনও দিন করবেও না৷ ২০২৬-এ মালদহের আম, আমসত্ত্ব আমরা পাব৷’

TMC 21 July : বেলা বাড়তেই ধর্মতলায় এ কী ছবি! দেখলে চমকে যাবেন!

আজ তৃণমূলের একুশের সমাবেশ। ধর্মতলায় Mega Event। সমাবেশের জন্য আঁটোসাঁটো নিরাপত্তা। হাইরাইজ থেকে চলছে নজরদারি। লোকসভা ভোটে জয় তৃণমূলের অহংকার নয়। বঞ্চনা নিয়ে তৃণমূলের লড়াই চলবে। মন্তব্য শশী পাঁজার। বিশেষ ভ্যান রিক্সাতে একুশের ট্যাবলো। হাজরা মোড়ে এই ট্যাবলো তৈরি করেছেন পেশায় অ্যাম্বুল্যান্স চালক অর্জুন সরদার। এবারেও একুশের ট্যাবলো সাজিয়েছেন তিনি। ট্যাবলোর উপর সেজেছে তৃণমূলের পতাকায়। ট্যাবলোর নীচে পরিবেশ বাঁচানোর ডাক। রয়েছে রাজ্য সরকারের নানান প্রকল্পের বার্তা। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ জানিয়ে ১০০ দিনের কাজের বকেয়া মজুরি প্রদানের মত বার্তা ট্যাবলোয়।  লোকসভায় বিপুল জয় তৃণমূলের। সেই আবহেই আজ একুশে জুলাই। এবাররের শহিদ স্মরণে রেকর্ড ভিড়ের লক্ষ্যে শাসক দল। ইতিমধ্যই দূরের জেলা থেকে কর্মীরা কলকাতায় এসে গিয়েছেন। একুশের মঞ্চ থেকে দলের নেতাকর্মীদের জন্য জরুরি বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুঝিয়ে দেবেন, দলে আত্মতুষ্টির কোনও জায়গা নেই। লোকসভা ভোটে জয়ের পরে ঢিলেঢালা মনোভাব কাম্য নয়। োকিন্তু একটা ভোটে জিতে সব পেয়ে গেছি মনোভাব নিয়ে বসে থাকলে ভুল হবে। দলের শীর্ষ নেতৃত্বর বার্তা থাকতে চলেছে ২১ জুলাইয়ের মঞ্চে। ২৪ এর ২১ জুলাই থেকে ২৬ লড়ার প্রস্তুতি শুরু হবে।

TMC 21 July Abhishek Banerjee: কালো গাড়িতে চেপে ধর্মতলার পথে অভিষেক বন্দ্যোপাধ্যায়

বিশেষ ভ্যান রিক্সাতে একুশের ট্যাবলো। হাজরা মোড়ে এই ট্যাবলো তৈরি করেছেন পেশায় অ্যাম্বুল্যান্স চালক অর্জুন সরদার। এবারেও একুশের ট্যাবলো সাজিয়েছেন তিনি। ট্যাবলোর উপর সেজেছে তৃণমূলের পতাকায়। ট্যাবলোর নীচে পরিবেশ বাঁচানোর ডাক। রয়েছে রাজ্য সরকারের নানান প্রকল্পের বার্তা। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ জানিয়ে ১০০ দিনের কাজের বকেয়া মজুরি প্রদানের মত বার্তা ট্যাবলোয়।  লোকসভায় বিপুল জয় তৃণমূলের। সেই আবহেই আজ একুশে জুলাই। এবাররের শহিদ স্মরণে রেকর্ড ভিড়ের লক্ষ্যে শাসক দল। ইতিমধ্যই দূরের জেলা থেকে কর্মীরা কলকাতায় এসে গিয়েছেন। একুশের মঞ্চ থেকে দলের নেতাকর্মীদের জন্য জরুরি বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুঝিয়ে দেবেন, দলে আত্মতুষ্টির কোনও জায়গা নেই। লোকসভা ভোটে জয়ের পরে ঢিলেঢালা মনোভাব কাম্য নয়। োকিন্তু একটা ভোটে জিতে সব পেয়ে গেছি মনোভাব নিয়ে বসে থাকলে ভুল হবে। দলের শীর্ষ নেতৃত্বর বার্তা থাকতে চলেছে ২১ জুলাইয়ের মঞ্চে। ২৪ এর ২১ জুলাই থেকে ২৬ লড়ার প্রস্তুতি শুরু হবে।

TMC 21 JulyVideo: একুশের বিরাট চমক! বিশেষ আকর্ষণ, থাকবে কী কী, দেখে নিন

বিশেষ ভ্যান রিক্সাতে একুশের ট্যাবলো। হাজরা মোড়ে এই ট্যাবলো তৈরি করেছেন পেশায় অ্যাম্বুল্যান্স চালক অর্জুন সরদার। এবারেও একুশের ট্যাবলো সাজিয়েছেন তিনি। ট্যাবলোর উপর সেজেছে তৃণমূলের পতাকায়। ট্যাবলোর নীচে পরিবেশ বাঁচানোর ডাক। রয়েছে রাজ্য সরকারের নানান প্রকল্পের বার্তা। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ জানিয়ে ১০০ দিনের কাজের বকেয়া মজুরি প্রদানের মত বার্তা ট্যাবলোয়।  লোকসভায় বিপুল জয় তৃণমূলের। সেই আবহেই আজ একুশে জুলাই। এবাররের শহিদ স্মরণে রেকর্ড ভিড়ের লক্ষ্যে শাসক দল। ইতিমধ্যই দূরের জেলা থেকে কর্মীরা কলকাতায় এসে গিয়েছেন। একুশের মঞ্চ থেকে দলের নেতাকর্মীদের জন্য জরুরি বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুঝিয়ে দেবেন, দলে আত্মতুষ্টির কোনও জায়গা নেই। লোকসভা ভোটে জয়ের পরে ঢিলেঢালা মনোভাব কাম্য নয়। সময় এখন সংগঠনকে আরও শক্তিশালী করে তোলার। জয় অবশ্যই উপভোগ করার। কিন্তু একটা ভোটে জিতে সব পেয়ে গেছি মনোভাব নিয়ে বসে থাকলে ভুল হবে। দলের শীর্ষ নেতৃত্বর বার্তা থাকতে চলেছে ২১ জুলাইয়ের মঞ্চে। ২৪ এর ২১ জুলাই থেকে ২৬ লড়ার প্রস্তুতি শুরু হবে।

TMC 21st July Video: সকালেই এত ভিড়! ২১ জুলাইয়ের সমাবেশ স্থলে তৃণমূল কর্মী-সমর্থকদের উৎসাহ, দেখুন লাইভ ভিডিও

লোকসভায় বিপুল জয় তৃণমূলের। সেই আবহেই আজ একুশে জুলাই। এবাররের শহিদ স্মরণে রেকর্ড ভিড়ের লক্ষ্যে শাসক দল। ইতিমধ্যই দূরের জেলা থেকে কর্মীরা কলকাতায় এসে গিয়েছেন। একুশের মঞ্চ থেকে দলের নেতাকর্মীদের জন্য জরুরি বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুঝিয়ে দেবেন, দলে আত্মতুষ্টির কোনও জায়গা নেই। লোকসভা ভোটে জয়ের পরে ঢিলেঢালা মনোভাব কাম্য নয়। সময় এখন সংগঠনকে আরও শক্তিশালী করে তোলার। জয় অবশ্যই উপভোগ করার। কিন্তু একটা ভোটে জিতে সব পেয়ে গেছি মনোভাব নিয়ে বসে থাকলে ভুল হবে। দলের শীর্ষ নেতৃত্বর বার্তা থাকতে চলেছে ২১ জুলাইয়ের মঞ্চে। ২৪ এর ২১ জুলাই থেকে ২৬ লড়ার প্রস্তুতি শুরু হবে।

TMC 21st July Rally: ২১ জুলাইয়ের কথা ভেবেই শক্তিগড়ের ৩ কুইন্ট্যাল ল্যাংচা নষ্ট করল প্রশাসন! জেনে নিন কারণ

পূর্ব বর্ধমান: ছাতা পড়ে সাদা হয়ে গিয়েছিল ভেজে রাখা ল্যাংচা। সেগুলিই গরম রসে ডুবিয়ে বিক্রি করে দেওয়া হত। খবর পাওয়া মাত্র অভিযান শক্তিগড়ের ল্যাংচা হাবে। বহুদিন আগে ভেজে রাখা ল্যাংচা বাজেয়াপ্ত করে মাটিতে পুঁতে দিল প্রশাসন। তিন কুইন্ট্যালেরও বেশি ল্যাংচা নষ্ট করা হল। সূত্রের খবর, ওই সব ল্যাংচায় ছত্রাকের উপস্থিতি পাওয়া গিয়েছে। কয়েকজন ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করা হয়েছে।

২১ জুলাই সভা ফেরত হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থক সেই ল্যাংচাই কিনে বাড়ি নিয়ে যেতেন। এর ফলে পেটের রোগ দেখা দিতে পারত অনেকেরই। ঠিক তার আগে শনিবার অভিযান চালাল জেলা স্বাস্থ্য ও খাদ্য সুরক্ষা দফতর। অনেক ব্যবসায়ীর বাড়ির গোডাউন বস্তা বস্তা ভাজা ল্যাংচা পাওয়া গিয়েছে। সেসব দেখে চোখ কপালে উঠেছে অভিযানে অংশ নেওয়া প্রশাসনিক আধিকারিকদের।

২১ জুলাইয়ের আগের দিন পূর্ব বর্ধমানের ১৯ নম্বর জাতীয় সড়কের শক্তিগড়ের ল্যাংচা হাবে অভিযানে গিয়ে ৩ কুইন্ট্যাল আগে থেকে তৈরি ল্যাংচা বাতিল করল প্রশাসন। খাদ্য সুরক্ষা আইনে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছেন বলে জানান জেলা উপ স্বাস্থ্য আধিকারিক সুবর্ণ গোস্বামী।

শনিবার অভিযানে গিয়ে দোকানগুলিতে হানা দেওয়ার পাশাপাশি যেখানে ল্যাংচা তৈরি করে রাখা হয় সেসব গুদামেও হানা দেন আধিকারিকরা। অভিযানে ছিলেন জেলা স্বাস্থ্য দফতর, খাদ্য বিভাগ, ক্রেতা সুরক্ষা বিভাগ এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।

আরও পড়ুন- কেউ আপনাকে হিংসা করে, কী ভাবে বুঝবেন? চিনে নিন লক্ষণ

পূর্ব বর্ধমানের উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা:সুবর্ণ গোস্বামী(ডেপুটি সি এম ও এইচ) জানান, কার্যত চূড়ান্ত অস্বাস্থ্যকর পরিবেশ ল্যাংচা তৈরি হয় দেখেছেন তাঁরা। ১৫ দিনের বা তারও আগে থেকে বস্তা বস্তা ল্যাংচা আগে থেকে ভেজে রাখা হয়েছে। সেগুলির প্রত্যেকটিকে ছত্রাকে ভর্তি। সেগুকি ভাঙলে স্পষ্ট হচ্ছে ছত্রাকের উপস্থিতি। প্রশাসনের তরফে খাবার আগে শক্তিগড়ের ল্যাংচার গুণমাণ সম্পর্কে নিশ্চিত হয়ে নিতে জনসাধারণের কাছে অনুরোধ করা হয়েছে।

21 July rally: ৫০০ জনের বিরাট মঞ্চ! ১৩টি জায়ান্ট স্ক্রিনে লাইভ, আর কী কী থাকছে ২১ জুলাইয়ের সাজে?

কলকাতা: লোকসভা ভোটের জয়ের পর তৃণমূলের সামনে এবার ২১ জুলাইয়ের মেগা ইভেন্ট। ব্যবস্থাপনাও নজরকাড়া। ধর্মতলায় প্রস্তুতি শেষের পথে। এবার মূল সমাবেশ মঞ্চ হিসাবে তিনটি মঞ্চ তৈরি করা হয়েছে ভিক্টোরিয়া হাউসের সামনে। তৃণমূল সূত্রে খবর, তৃণমূল কংগ্রেস এখন বড় দল। তাই শীর্ষ নেতৃত্ব, অভ্যাগত, আমন্ত্রিত, নেতাদের নিয়ে প্রায় ৫০০ জন বসতে পারেন, এমনভাবেই বড় করে তৈরি করা হয়েছে মঞ্চ।

ত্রি-স্তরীয় মূল মঞ্চটি মাটি থেকে পর্যায়ক্রমে ১১, ১২ ও ১৩ ফুট উঁচু। দৈর্ঘ্য-প্রস্থ যথাক্রমে ৮০ ও ৪২ ফুট। ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকলেও খোলা মঞ্চেই হচ্ছে সমাবেশ। মঞ্চ ঘেরা হবে দলীয় পতাকা তেরঙ্গার রঙে। এসপ্ল্যানেড ও পার্ক স্ট্রিট চত্বরে থাকছে প্রায় ১৩টি জায়ান্ট স্ক্রিন। এছাড়া শহরের একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় থাকছে জায়ান্ট স্ক্রিনে অনুষ্ঠান দেখার সুবিধা। প্রায় ৪ হাজার স্বেচ্ছাসেবক থাকবেন।

তিনটি মঞ্চের একটিতে থাকবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা দলের প্রথম সারির শীর্ষ নেতৃত্ব। দ্বিতীয় মঞ্চে থাকবেন শহিদ পরিবারের সদস্যরা। তৃতীয় মঞ্চে থাকবেন নির্বাচিত জনপ্রতিনিধিরা। সোশ্যাল মিডিয়া পেজে লাইভ দেখানো হবে সমাবেশ। সূত্রের খবর, মঞ্চে দিল্লির মসনদকে উদ্দেশ্য করে বিশেষ বার্তা থাকবে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরসারি ধন্যবাদ জানাতে একুশে জুলাইয়ের সভায় হাজির হচ্ছেন দেউচা-পাচামি কয়লা শিল্পাঞ্চলের আদিবাসী শিল্পীরা। শহিদ দিবসের অনুষ্ঠানের জন্য আলাদা করে পোশাক তৈরি করেছেন তাঁরাও। উল্লেখ্য, এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম কয়লা প্রকল্প হতে চলেছে দেউচা পাচামি।

মুখ্যমন্ত্রীর প্যাকেজ ঘোষণার পর জমি দিতে রাজি হয়েছেন প্রায় আড়াই হাজার জমিদাতা। তাঁদের মধ্যে বহু জনকে ইতিমধ্যে জেলা পুলিশের পক্ষ থেকে সম্প্রতি নিয়োগপত্র তুলে দেওয়া হয়। প্রশিক্ষণের পর তাঁরা জুনিয়র কনস্টেবল পদে চাকরি করবেন। প্রস্তাবিত দেউচা-পাচামির কয়লা প্রকল্পের জন্য জমিদাতাদের চাকরি ও ক্ষতিপূরণের দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই ৫০ শতাংশের বেশি জমি অধিগ্রহণ করা হয়েছে। বহু জমিদাতা ক্ষতিপূরণ পেয়েছেন।

আরও পড়ুন- বাইডেন বা কোহলি নয়, নেটদুনিয়ায় সবচেয়ে বেশি ফলোয়ার নরেন্দ্র মোদির! কত জানেন?

কর্মযজ্ঞ যত তীব্র, ততই দুর্বল হয়েছে প্রকৃতি বাঁচাও মহাসভার কয়লা প্রকল্প বিরোধী আন্দোলন। প্রসঙ্গত, গত বছর থেকেই দেউচা পাচামিতে শুরু হয়ে গিয়েছে সমীক্ষার কাজ। সেই কাজ শুরু করেছে কোল ইন্ডিয়া। প্রথমে পাহাড়ি গ্রামে খননকাজ চলছে। যে কয়লা উঠেছে তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। কোল ইন্ডিয়ার রাঁচির পরীক্ষাগারে তা পরীক্ষা করা হচ্ছে। আদিবাসীদের সাথে প্রশাসন ও শাসক দলের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। এই পরিস্থিতিতে ভূমিপুত্ররা তাদের খুশি জানাতে সরাসরি হাজির হচ্ছেন ধর্মতলায় শহীদ সমাবেশে।

সূত্রের খবর, দেউচার পাঁচামির একাধিক আদিবাসী ভাই বোনেরা যেমন থাকবেন, তেমনিই বীরভূম থেকে প্রচুর আদিবাসী শিল্পীও আসতে চলেছেন। এই সমাবেশে যোগ দিতে তাঁদের বিশেষ পোশাক তৈরি হয়েছে। বাসে চেপে তারা ভোর বেলায় চলে এসেছেন ধর্মতলায়। তৃণমূল নেতৃত্বের বক্তব্য, এর মাধ্যমে শিল্পায়নের ভূমিকায় যে আদিবাসীরা খুশি সেই বার্তাও দেওয়া হয়ে গেল।