বসিরহাটে ৬০ বছরের বসবাসকারী ৪৪টি বার্মা পরিবার পাট্টা পেতে চলেছে

North 24 Parganas News: ৬০ বছর আগে এসেছিলেন এই দেশে! এত দিনে মিলতে চলেছে পরিচয়পত্র ও স্থায়ী ঠিকানা

বসিরহাট: নামে বার্মা কলোনি। নেই কোনও পরিচয় পত্র। বসিরহাটে ৬০ বছর ধরে বসবাসকারী ৪৪টি পরিবার পাট্টা পেতে চলেছে। সালটা ১৯৬৪। দেশের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। তৎকালীন বার্মা থেকে আসা ৪৪টি পরিবার বসিরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বসবাস করে। সঠিক পরিচয় পত্র না থাকার কারণে সরকারি সুবিধা থেকে বঞ্চিত ওই ৪৪ টি পরিবার। সরকার আসে, সরকার যায় কিন্তু তাদের কোন স্থায়ী ঠিকানা হয় না। বিগত সরকারের সময় রাজ্য কেন্দ্র একাধিকবার এই উদ্যোগ নিলেও কোনও সমাধান মেলেনি। একরাশ হতাশা বয়ে খোলা আকাশের নিচে বসবাস করে জীবন-যাপন চলছিল প্রায় ২০০ বার্মিজ সম্প্রদায়ের মানুষের।

২০২৪-এ লোকসভার ভোটের আগে বসিরহাটের দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দোপাধ্যায় প্রচারে যান ওই কলোনিতে। সেই সময় তাঁর কাছে এই বিষয়টা জানান বার্মা কলোনির বাসিন্দারা। তারপর তিনি কথা দিয়েছিলেন মুখ্যমন্ত্রীকে জানাবেন। রাজ্যের প্রশাসনিক প্রধানের উদ্যোগে উত্তর ২৪ পরগনা জেলা শাসকের দফতর এবং পূর্ত দফতরের আধিকারিকরা এসে সরেজমিনে খতিয়ে দেখলেন। যাতে আগামী দিন এই ৪৪টি পরিবার সঠিক পরিচয় পত্র এবং জমির পাট্টা পান, তার সব রকম ব্যবস্থা ইতিমধ্যে প্রশাসনিকভাবে করা হচ্ছে।

আরও পড়ুন: প্রাচীন মাহেশের জগন্নাথ বিগ্রহকে UNESCO-র স্বীকৃতি দেওয়ার দাবি! দেওয়া হল চিঠি

আরও পড়ুন: রথ তো আসছে! হাজার দু’য়েক লাটাই তৈরির অর্ডার পেলেন নদিয়ার তরুণ রায়… দাম কত?

জেলা প্রশাসনের কর্তা বসিরহাটে দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়-সহ প্রশাসনিক আধিকারিকরা সরজমিনে সবটা খতিয়ে দেখেন। তাঁদের সঙ্গে কথা বলেন, তারপর আশ্বাস দেন খুব শীঘ্রই জমির পাট্টা তুলে দেওয়া হবে। রীতিমতো খুশি বার্মা কলোনির বাসিন্দারা। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে তাঁরা সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। কোনও স্থায়ী ঠিকানা না থাকার ফলে সঠিক পরিচয়পত্রও নেই। বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে প্রায় ৬০ বছর ধরে।

জুলফিকার মোল্যা