Cyclone Remal Update: জলে জড়িয়ে ছিল বিদ্যুতের তার… শৌচকর্ম করতে গিয়ে মৃত যুবক! রিমলের বলি ৫

সুবীর দে,পানিহাটি: সুখচর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। গোপাল বর্মন নামে বছর ৩০-এর ওই যুবক রাস্তার ধারে শৌচকর্ম করতে গিয়েছিল। আর সেই সময়েই বিদ্যুতে তার পড়েছিল জলে। তার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ওই যুবকের। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে এসেছে খড়দহ থানার পুলিশ। এই নিয়ে মৃত্যুর সংখ্যা ৫।

এদিন সকালে পৃথক একটি ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। কলা গাছ কেটে সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হলেন বাবা৷ আর তাঁকে বাঁচাতে গিয়ে একই পরিণতি হল ছেলেরও৷ সোমবার সকালে এমনই মর্মান্তিক ঘটনা ঘটল পূর্ব বর্ধমানের মেমারিতে৷ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা এবং ছেলে, দু জনেরই মৃত্যু হয়েছে৷

রবিবার রাতেই ঝড় বৃষ্টি শুরু হওয়ার পর কলকাতার এন্টালির বিবির বাগান এলাকায় বাড়ির কার্নিশ ভেঙে এক ব্যক্তির মৃত্যু হয়৷ সোমবার সকালে দক্ষিণ চব্বিশ পরগণার মৌসুনি দ্বীপে বাড়ির রান্নাঘরের উপরে গাছ পড়ে মৃত্যু হয় এক বৃদ্ধার৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত ঘূর্ণিঝড়ের জেরে চলতে থাকা দুর্যোগে রাজ্যে পাঁচ জনের মৃত্যুর খবর মিলেছে৷ রিমলের জেরে রাজ্য জুড়ে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, মুখ্যসচিবের কাছে তার রিপোর্ট চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷