আগামী কয়েক সপ্তাহে স্মার্টফোনের দুনিয়ায় দারুণ অগ্রগতি আসতে চলেছে। গত ৯ অক্টোবর নিজেদের ফ্ল্যাগশিপ Dimensity 9400 chip চালু করেছে Mediatek। আবার আগামী ২১ অক্টোবর Snapdragon 8 Elite chip আনছে Qualcomm। আর অ্যান্ড্রয়েড স্মার্টফোনের বাজারে ফ্ল্যাগশিপের জন্য এই দুটিই হবে সবথেকে গুরুত্বপূর্ণ চিপ। যা আসন্ন হাই-এন্ড স্মার্টফোনগুলিতে ব্যাপক বদল আনবে।
আর আগামী কয়েক মাসে প্রধান কয়েকটি স্মার্টফোনের আসার কথা, সেগুলি নিয়েই আলোচনা করে নেওয়া যায়। রইল ৬টি আসন্ন ফ্ল্যাগশিপ অ্যান্ড্রয়েড স্মার্টফোনের তালিকা।
Xiaomi 15 Pro:
ফাঁস হওয়া Weibo পোস্ট থেকে জানা গিয়েছে যে, বিশ্বের প্রথম Snapdragon 8 Elite-powered স্মার্টফোন হতে চলেছে Snapdragon 8 Elite-powered স্মার্টফোন হতে চলেছে এটি। এটা মূলত Xiaomi 14-এর আপগ্রেডেড ভার্সন। এতে থাকবে ৬.৭৩ ইঞ্চি QHD+ রেজোলিউশন স্ক্রিন এবং ১২০ হার্ৎজ রিফ্রেশ রেট। এতে থাকবে ১৬ জিবি RAM এবং ১ টিবি অবধি ইন্টারনাল স্টোরেজ।
OnePlus 13:
বরাবরের মতো OnePlus 13-য় থাকবে দুর্দান্ত হার্ডওয়্যার এবং প্রিমিয়াম ডিজাইন। ফাঁস হওয়া তথ্য থেকে জানা যাচ্ছে যে, OnePlus 13-য় Snapdragon 8 Elite chip। আর লুক এবং ফিলের কথা বলতে গেলে, জোর জল্পনা যে, OnePlus 12-র মতোই হতে পারে OnePlus 13। হয়তো ডিজাইনের সামান্য পরিবর্তন হবে। আর নতুন কালার অপশন আসবে।
iQOO 13:
চলতি বছরে সবথেকে সাশ্রয়ী Snapdragon 8 Elite-powered স্মার্টফোনের মধ্যে অন্যতম হতে চলেছে iQOO 13। প্রসেসরের মতো এই ফোনে থাকবে প্রিমিয়াম ডিজাইন, ট্রিপল ক্যামেরা সেট-আপ। জল্পনা, এই ফোনে থাকতে চলেছে ৬১৫০ mAh ব্যাটারি। যা অন্ততপক্ষে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আর iQOO 13-ই প্রথম স্মার্টফোন হতে পারে, যেখানে থাকবে Android 15 ভিত্তিক FunTouch OS 15। আর বেস মডেলে থাকবে ১২ জিবি RAM এবং ২৫৬ জিবি স্টোরেজ।
Realme GT 7 Pro:
চিনা স্মার্টফোন নির্মাতা সংস্থার আসন্ন এই স্মার্টফোনটি সবথেকে অ্যাডভান্সড স্মার্টফোন হতে চলেছে। Snapdragon 8 Elite chip দ্বারা চালিত হতে পারে এই স্মার্টফোনটি। আর Realme GT 7 Pro বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম হল – ১.৫ কে রেজোলিউশন ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেট-আপ। এই ফোনে থাকতে চলেছে ৬১০০ mAh ব্যাটারি। যা অন্ততপক্ষে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
Vivo X200 Pro:
স্মার্টফোন ক্যামেরা পারফরম্যান্সের ক্ষেত্রে নতুন মানদণ্ড তৈরি করেছে Vivo-র X সিরিজ। আসন্ন Vivo X200 Pro-এ চালিত হবে MediaTek Dimensity 9400-র সাহায্যে। সেই সঙ্গে থাকতে চলেছে হাই-এন্ড Zeiss-tuned ট্রিপল অথবা কোয়াড ক্যামেরা সেট-আপ। হাই-রেজোলিউশন আল্ট্রা-ওয়াইড এবং টেলিফটো ক্যামেরা থাকবে।