কাশিমবাজার ছোট রাজবাড়ি 

Durga Puja 2024: কাশিমবাজার ছোট রাজবাড়িতে সম্পন্ন হল দশমী পুজো! আবার এক বছরে অপেক্ষা

মুর্শিদাবাদ: তিথি ও প্রথা মেনেই শনিবার দশমী। এবছর দুর্গাপুজো সম্পন্ন হয়েছে তিনদিনে।  শনিবার বিভিন্ন জায়গার পাশাপাশি মুর্শিদাবাদ জেলার প্রাচীন কাশিমবাজার ছোট রাজবাড়িতে হয়ে গেল দশমীর পুজো।

মুর্শিদাবাদ জেলার প্রাচীন রাজবাড়ির মধ্যে অন্যতম কাশিমবাজার ছোট রাজবাড়ি। ১৭৪০ সালে রেশমের ব্যবসায়ী দীনবন্ধু রায় অধুনা বাংলাদেশের ফিরোজপুর থেকে ব্যবসার জন্য এসেছিলেন কাশিমবাজারে। পরে এই কাশিমবাজারেই বসবাস করতে আরম্ভ করেন তিনি। ব্রিটিশ সরকার দীনবন্ধু রায়কে রেশম কুটিরের প্রধান হিসেবে ঘোষণা করে। ব্রিটিশ সরকার আনুকূল্যে ফুলে ফেঁপে ওঠে ব্যবসা। ১৭৯৩ ব্রিটিশ সরকার রায় পরিবারকে জমিদারি স্বত্ব দেয়। মুর্শিদাবাদের কাশিমবাজারের ছোট রাজবাড়িতে তার পর থেকেই শুরু হয় দুর্গাপুজো। এবাড়ির উত্তরসূরীরা এখন শহর নিবাসী। কিন্তু বছরের এই সময়টা জেগে ওঠে সারাবছর অবহেলায় পড়ে থাকা এই জমিদার বাড়ি।

রায়বাড়ির বর্তমান প্রজন্ম প্রশান্ত রায়ের তত্ত্বাবধানে সাজ সাজ রব পড়ে যায় এই কয়েকটা দিন। তিনদিন পুজো হলেও পরিবারের মন ভারাক্রান্ত।কিছু বছর আগেও এখানে নীলকণ্ঠ পাখি ওড়ানো হত। কিন্তু কালের নিয়মে সেসব এখন অতীত। শনিবার বিকালে কাশিমবাজারে অবস্থিত আদিগঙ্গা নদীতে প্রতিমা নিরঞ্জন পর্ব করা হয়।