mecca

Hajj Death due to heatwave: প্রবল গরমে হজ করতে গিয়ে মারা গিয়েছেন অন্তত ৫৫০ জন তীর্থযাত্রী, জানালেন কূটনীতিবিদ

রিয়াধ: প্রবল গরমে ভুগছে আরব বিশ্বও। গরমের জেরে সৌদি আরবে হজ করতে গিয়ে প্রাণ গিয়েছে অন্তত ৫৫০ জন মানুষের। মৃতদের মধ্যে বেশিরভাগই রয়েছেন মিশরের মানুষ, মঙ্গলবার এমনই তথ্য জানিয়েছেন কূটনীতিবিদেরা।

সংবাদ সংস্থা এএফপিতে প্রকাশিত হওয়া তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে অন্তত ৩২৩ জন মিশরের নাগরিক। মৃতেরা বেশির ভাগই তাপজনিত অসুস্থতায় ভুগছিলেন। এক জন কূটনীতিবিদ বলেছেন, ‘ওরা (মিশরীয়রা) সবাই গরমের জন্য প্রাণ হারিয়েছেন, শুধু এক জন ভিড়ের কারণে আহত হয়ে মারা গিয়েছেন। মক্কা সংলগ্ন আল মুয়াইসিমের হাসপাতালের মর্গ থেকে দেওয়া তথ্যের ভিত্তিতেই ৫৫০ জনের মৃত্যুর কথা জানানো হয়েছে।

মৃতদের মধ্যে ৩২৩ জন মিশরীয় ছাড়াও ৬০ জন জর্ডনের নাগরিকও মারা গিয়েছেন। এএফপির একটি তথ্য অনুযায়ী, একাধিক দেশের নিরিখে নতুন মৃত্যুর হার এখনও পর্যন্ত ৫৭৭। কূটনীতিকরা জানিয়েছেন, মক্কার অন্যতম বৃহত্তম আল-মুয়াইসেমের মর্গে রয়েছে মোট ৫৫০ জন।

মে মাসে প্রকাশিত একটি সমীক্ষায় বলা হয়েছে যেখানে ধর্মীয় অনুষ্ঠান করা হয় সেখানে তাপমাত্রা প্রতি দশকে ০.৪ ডিগ্রি সেলসিয়াস (০.৭২ ডিগ্রি ফারেনহাইট) বৃদ্ধি পাচ্ছে। সৌদি জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, সোমবার মক্কার গ্র্যান্ড মসজিদে তাপমাত্রা ৫১.৮ ডিগ্রি সেলসিয়াস (১২৫ ফারেনহাইট) পৌঁছেছে।

গরমের প্রকোপে কাবু তীর্থযাত্রীরা –

এর আগে মঙ্গলবার, মিশরের বিদেশ মন্ত্রক বলেছিল যে, হজের সময় নিখোঁজ মিশরীয়দের খোঁজার জন্য সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করছে কায়রো। গরমের প্রকোপে ভুগছেন এমন ২,০০০-এরও বেশি তীর্থযাত্রীর চিকিৎসার কথা জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। কিন্তু, রবিবার থেকে সেই পরিসংখ্যান আপডেট করা হয়নি এবং মৃত্যুর বিষয়ে কোনও তথ্য দেওয়া হয়নি। তাই মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান।