অ্যাক্সিডেন্টের সিসিটিভি ফটো

CCTV: বেপরোয়া গতিতে ছুটে আসা মার্সিডিজের তলায় বাইক আরোহী, এক মাসের মধ্যেই পুণের পোর্শে দুর্ঘটনার স্মৃতি দগদগে

পুণে: পোর্শে দুর্ঘটনার জেরে ইতিমধ্যেই উত্তাল পুণে। আর তার এক মাসের মধ্যেই সেখানে আবারও সেই একই ধরনের ঘটনাই এল প্রকাশ্যে। ঘাতকের ভূমিকায় আবারও একটি বিলাসবহুল গাড়ি। তবে এবার আর পোর্শে নয়, এবার মার্সিডিজ। মঙ্গলবার পুণে শহরের গলফ কোর্স এলাকায় এক বাইক আরোহীকে সজোরে ধাক্কা মেরেছে একটি মার্সিডিজ। যার জেরে হাসপাতালে নিয়ে যাওয়া হয় দুর্ঘটনাগ্রস্ত বাইক আরোহীকে। তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

ইতিমধ্যেই মার্সিডিজ বেনজ-এর চালককে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে ইয়েরাওয়াড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। খবর পেয়েই অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছেছিল পুলিশ। একাধিক প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে, মেডিক্যাল পরীক্ষার জন্য অভিযুক্তকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

দুর্ঘটনায় যিনি প্রাণ হারিয়েছেন, তাঁর পরিচয় অবশেষে জানা গিয়েছে। ওই ব্যক্তির নাম কেদার মোহন চহ্বান। ৪১ বছর বয়সী ওই ব্যক্তি একটি ক্যুরিয়র কোম্পানিতে ডেলিভারি পার্সন হিসেবে কাজ করতেন। আর পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম নন্দু অজয় ধওয়ালে।

আরও পড়ুন – Euro 2024: নিষ্প্রভ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, চেকদের বিরুদ্ধে শেষ মুহূর্তের গোলে জয়, এদিকে ২০ বছরের রেকর্ড ভাঙল সিআর সেভেনের

পুলিশ জানিয়েছে যে, মঙ্গলবার দুপুর ১টা নাগাদ ইয়েরওয়াড়ার গলফ কোর্স চকের কাছে নিজের ২-চাকার মোটরসাইকেলে চেপে যাচ্ছিলেন কেদার। কিন্তু আচমকাই পিছলে পড়ে যান তিনি। সেই সময় পিছন দিক থেকে আসছিল মার্সিডিজ গাড়িটি। হুড়মুড় করে এসে সেটি পিষে দেয় বাইক-আরোহীকে। সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহত কেদারকে। চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় তাঁর।

মৃত ব্যক্তির আত্মীয়স্বজন জানিয়েছেন যে, মাস চারেক আগে ওই ক্যুরিয়র কোম্পানিতে যোগ দিয়েছিলেন কেদার। যদিও অভিনয় করতে ভালবাসতেন তিনি। ছত্রপতি শিবাজি মহারাজের ভূমিকায় অভিনয় করতেন। পরিবারে পাঁচ ভাইবোনের মধ্যে বড় তিনি। তাঁর এক ভাই এবং তিন বোন রয়েছে। তাঁদের বাবার মৃত্যু হয়েছে। আর মা একজন গৃহবধূ। কেদারের প্রত্যেক ভাইবোনই বিবাহিত।

গত ১৯ মে ভোররাতে মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হয়েছিল পুণে। বিলাসবহুল পোর্শে গাড়ি পিষে দিয়েছিল দুই বাইক আরোহীকে। তাঁরা পেশায় তথ্য প্রযুক্তি কর্মী ছিলেন। অভিযোগ, সেই ঘাতক পোর্শের চালকের আসনে ছিল এক বছর সতেরোর নাবালক। তা নিয়ে প্রচুর জলঘোলা হয়েছে এখনও পর্যন্ত।

Keywords: Pune Mercedes Accident, Bike Rider Dies, Pune Porsche Accident