খেলা KKR News: নিলামের আগে বড় সমস্যায় কেকেআর! ১২ জনকে নিয়ে ধন্দে নাইটরা! কী হবে শেষ সিদ্ধান্ত Gallery October 7, 2024 Bangla Digital Desk আইপিএল ২০২৫-এর মেগা নিলামের আগে রিটেনশন পলিসি জানিয়ে দিয়েছে বিসিসিআই। প্রতিটি দল ৫ জনকে রিটেন করতে পারবে ও একজনকে কিনতে পারবে আরটিএম কার্ড ব্যবহার করে। ৩১ অক্টোবর রিটেনশন তালিকা জমা দেওয়ার শেষ দিন। বিসিসিআইয়ের ঘোষণার পরই আইপিএলের ১০টি দল তোরজোর শুরু করে দিয়েছে রিটেনশন তালিকা প্রস্তুতের। গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স কাদের ধরে রাখে আর কাদের ছেড়ে দেয় সেদিকে নজর সকলের। সূত্রের খবর, রিটেনশন তালিকা প্রস্তুত করতে গিয়ে প্রবল সমস্যা পড়েছে কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট। কারণ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দলে একাধিক ক্রিকেটার রয়েছে যারা কেকেআর দলের এক একটি স্তম্ভ। সকলেই ম্যাচ উইনার। কেকেআরের তালিকায় এমন ১২ জন প্লেয়ার রয়েছে যাদের মধ্যে ৫ জনকে বেছে নেওয়া সত্যিই খুব সমস্যার। সেই ১২ জন ক্রিকেটার হলেন, শ্রেয়স আইয়ার, রিঙ্কু সিং, নীতিশ রানা, ফিল সল্ট, আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়ার, হর্ষিত রানা, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, মিচেল স্টার্ক, রহমান উল্লাহ গুরবাজ, আংক্রিশ রঘুবংশী। এই ১২ জনের মধ্যে কোন ৫ জনকে রিটেন করবে আর কেকে আরটিএম ব্যবহার কররে কিনবে কেকেআর এখন সেটাই দেখার। তবে প্রাথমিকভাবে কলকাতা নাইট রাইডার্সের একটি সম্ভাব্য রিটেনশনের তালিকা পাওয়া যাচ্ছে। কলকাতা নাইট রাইডার্সের ধরে রাখারা সম্ভাবনা বেশি অধিনায়ক শ্রেয়স আইয়ার, অলরাউন্ডার আন্দ্রে রাসেল, মিস্ট্রি স্পিনার সুনীল নারিন, ফিনিশার রিঙ্কু সিং ও ওপেনার পিল সল্ট। বরুণ চক্রবর্তীকে আরটিএম ব্যবহার করে দলে নিতে পারে কেকেআর।