KKR vs SRH: ইডেনে সানরাইজার্সের বিরুদ্ধে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত কেকেআরের, দেখে নিন প্রথম একাদশ

কলকাতা: ফের ক্রিকেট জ্বরে কাবু কলকাতা। টানা দুই জয়ের পর এবার ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে হ্যাটট্রিকের লক্ষ্যে কলকাতা নাইট রাইডার্স। পঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রথম হারের ক্ষত এখন অতীত। আরসিবি ও গুজরাটকে হারিয়ে আত্মবিশ্বাসে ভরপুর নাইটরা। ইডেনে নিজামের শহরের দলকে হারিয়ে লিগ টেবিলে আরও ভালো জায়গায় যাওয়াই লক্ষ্য নীতিশ রানা ও চন্দ্রকান্ত পণ্ডিতের দলের। অপরদিকে, প্রথম দুটি ম্যাচ হারের পর তৃতীয় ম্যাচে জয় পেয়েছে সানরাইজার্স। ইডেনে কেকেআরকে লড়াই দিতে প্রস্তুত এইডেন মার্করামের দল।

ঘরের মাঠে টস ভাগ্য সাথ দিল কলকাতা নাইট রাইডার্সের। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক নীতিশ রানা। রাতের খেলায় ডিউ সমস্যার কারণেই এই সিদ্ধান্ত। প্রথমে প্রেস উইকেটে বোলিং করে বোলার যাতে কিছুটা সুবিধা নিতে পারেও রাতের দিকে ডিউ সমস্যার সুবিধা ব্যাটাররা যাতে পায়, টস জিতে সেটাই জানান নীতিশ রানা। অপরদিকে, প্রথমে বোলিং করার কথা ভেবেছিল সানরাইজার্সও। টস হারলেও বড় স্কোর করে প্রতিপক্ষকে চাপে রাখার চেষ্টা করতে চলেছে অরেঞ্জ আর্মি। এদিনের ম্যাচে কেকেআর দলে কোনও পরিবর্তন হয়নি। শেষ ম্যাচের উইনিং ইলেভেন খেলাচ্ছে নাইটরা। সানরাইজার্স দলে একটি পরিবর্তন। ওয়াশিংটন সুন্দরের জায়গায় এসেছেন অভিষেক শর্মা।

কেকেআরের একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), নারায়ণ জগদীশান, নীতিশ রানা (অধিনায়ক), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, শার্দুল ঠাকুর, সুনীল নারিন, লকি ফার্গুসন, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী, সুযশ শর্মা। ইমপ্যাক্ট প্লেয়ার: ভেঙ্কটেশ আইয়র।

আরও পড়ুনঃ KKR vs SRH: এ কী কাণ্ড! ইডেনের সামনে রাস্তায় ঘুড়ে বেড়াচ্ছেন সুনীল নারিন? ব্যাপারটি কী

সানরাইজার্স হায়দরাবাদের একাদশ: হ্যারি ব্রুক, মায়াঙ্ক আগরওয়াল, রাহুল ত্রিপাঠী, এইডেন মার্করাম (অধিনায়ক), হেনরিক ক্লাসেন (উইকেট কিপার), অভিষেক শর্মা, মার্কো জানসেন, ভুবনেশ্বর কুমার, মায়াঙ্ক মার্কান্ডে, উমরান মালিক, টি নটরাজন। ইমপ্যাক্ট প্লেয়ার: ফইজল ফারুকি, যশ ঠাকুর।