Tag Archives: Sunrisers Hyderabad

RCB vs SRH: অঘটন ঘটিয়ে হায়দরাবাদকে হারিয়ে জয়ে ফিরল আরসিবি, আইপিএলে টিকে রইল কোহলি-ডুপ্লেসিরা

আইপিএলের টানা ৬ ম্যাচ হারের পর অবশেষে জয় পেল আরসিবি। একইসঙ্গে আইপিএলের লড়াইয়ে কোনওক্রমে জীবিত রাখলেন বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসিরা। সানরাইজার্স এই আইপিএলে যে বিধ্বংসী ফর্মে রয়েছে তাদের বিরুদ্ধে নামার আগে আরসিবিকে কেউ এগিয়ে রাখেনি। সেই দলকেই ৩৫ রানে হারিয়ে সহজে হারিয়ে জয় পেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

ম্যাচ টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় আরসিবি। ওপেনিং জুটিতে ৪৮ রান করেন বিরাট কোহলি ও ফাফ ডুপ্লেসি। ২৫ রান করে ডুপ্লেসি আউট হন। উইল জ্যাকস রান না পেলেও বিরাট কোহলি ও রজত পাতিদারের ঝড়ো ৬৫ রানের পার্টনারশিপে ম্যাচে ফেরে আরসিবি। মারকাটারি ব্যাটিং করেন রজত পাতিদার। ২০ বলে ৫০ করে পাতিদার ও ৪৩ বলে ৫১ রান করে আউট হন কোহলি।

শেষের দিকে পরপর উইকেট হারানোয় রানের গতি কিছুটা কমে আরসিবির। মাহিপাল লোমরর ৭, দীনেশ কার্তিক ১১, স্বপ্ন সিং ১২ রাম করে আউট হন। শেষের দিকে একমাত্র ২০ বলে ৩৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন ক্যামেরন গ্রিন। অপরাজিত থাকেন অজি তারকা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০৬ রান করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

রান তাড়া করতে নেমে অনেকেই ভেবেছিল এই রান সহজেই করে ফেলবে এসআরএইচ। কিন্তু প্রতিদিন সবার এক যায় না। যে ব্যাটিং লাইন প্রতিপক্ষের বোলারদের রাতের ঘুম কেড়ে নিচ্ছিল, সেই তারকারাই এদিন ডাহা ফেল করে। নিয়মিত ব্যবধানে একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে সানরাইজার্স হায়দরাবাদ। ট্রেভিস হেড ১, এডেন মার্করাম ৭, হেনরিক ক্লানসেন ৭, নীতিশ কুমার রেড্ডি ১৩ রান করেন।

আরও পড়ুনঃ KKR vs PBKS: পঞ্জাবের বিরুদ্ধে কেকেআরের একাদশে বড় বদল! থাকতে পারে মহাচমক, জানুন বিস্তারিত

হায়দরাবাদের ইনিংসে অভিষেক শর্মা ৩১, শাহবাজ আহমেদ ৪০ ও প্যাট কামিন্স ৩১ রানের ইনিংস না খেললে আরও বড় ব্যবধানে হারের সম্মুখীন হতে হত। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১৭১ রান করে সানরাইজার্স হায়দরাবাদ। আরসিবির হয়ে ২টি করে উইকেট নেন স্বপ্ননীল সিং, করণ শর্মা ও ক্যামেরন গ্রিন। ৩৫ রানে ম্যাচ জেতে আরিসিবি।

RCB vs SRH: ৪০ ওভারে হল ৫৪৯ রান! আরসিবির বিরুদ্ধে ২৫ রানে জিতল সানরাইজার্স

বেঙ্গালুরু: আইপিএলের ইতিহাসে আরও এক হাইস্কোরিং রেকর্ডধারী ম্যাচ দেখল ক্রিকেট প্রেমিরা। চিন্নাস্বামী ফের দেখল ব্যাটারদের তাণ্ডব কাকে বলে। সানরাইজার্স হায়দরাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচে দুই দল ৪০ ওভারে করল ৫৪৯ রান। যা আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা রেকর্ড। তবে শেষ হাসি হাসল হায়দরাবাদ। আরসিবিকে ২৫ রানে হারাল প্যাট কামিন্সের দল।

গত ২৭ মার্চ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৩ উইকেটে ২৭৭ রান করেছিল সানরাইজার্স হায়দরাবাদ। সেই ম্যাচের মাত্র ১০ দিনের মাথায় নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙল এসআরএইচ। আরসিবির ঘরের মাঠে গিয়ে বেঙ্গালুরুর বোলারদের নিয়ে ছেলাখেলা করল সানরাইজার্স। ট্রেভিস হেডের বিধ্বংসী ১০২ রানের ইনিংস ও হেনরিক ক্লাসেনের ঝোড়ো ৬৭ রানের ইনিংসের সৌজন্যে ২৮৭ রান করে হায়দরাবাদ। যা আইপিলের ইতিহাসে সবথেকে বড় স্কোর। হেড ও ক্লাসেন ছাড়াও আবদুল সামাদ ৩৭, অভিষেক শর্মা ৩৪ ও এডেন মার্করাম ৩২ রানের ঝোড়ো ইনিংস খেলেন।

আরও পড়ুন: KKR vs RR: রাজস্থান ম্যাচের আগে বড় ভুল করল কেকেআর? খেসারত দিতে হবে না তো! জানুন বিস্তারিত

রান তাড়া করতে নেমে আরসিবির দীনেশ কার্তিক দুরন্ত ৮৩, ফাফ ডুপ্লেসি অনবদ্য ৬২ ও বিরাট কোহলি মারকাটারি ৪২ রান করলেও শেষ রক্ষা হয়নি। ইনিংসের শুরু থেকেই পাহাড় প্রমাণ রান তাড়া করতে বেপরোয়া ব্যাটিং করে কোহলি ও ডুপ্লেসি। ৮০ রান যোগ করেন ওপেনিং জুটিতে। কোহলি ও ডুপ্লেসি আউট হওয়াক পর ম্যাচে আর কোনও লড়াই হবে না বলে ধরে নিয়েছিল সকলেই। কিন্তু ফের একবার জ্বলে ওঠেন অভিজ্ঞ দীনেশ কার্তিক। ৩৫ বলে ৮৩ করেন কার্তিক। কিন্তু শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ২৬২ রানে থামে আরসিবি।

আইপিএলের একমাত্র দল যাদের বিদেশি ক্যাপ্টেন পছন্দ, ১২ বছরে ১০ বার অধিনায়ক বদল!

কলকাতা: আইপিএলে এমন একটি দল আছে যারা ভারতীয় অধিনায়ক একেবারেই পছন্দ করে না। বিদেশি অধিনায়ক সেই ফ্র্যাঞ্চাইজির খুব পছন্দ। এই দলটি এতদিনে ১০ বার অধিনায়ক বদল করেছে। তার মধ্যে ৭ জন বিদেশি।

২০১৬ সালে শিরোপা জয়ী এই দলটি বিভিন্ন সময়ে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার খেলোয়াড়দের অধিনায়ক হিসেবে দায়িত্ব দিয়েছে।

এবারও অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স অধিনায়ক। আমরা সানরাইজার্স হায়দরাবাদের কথা বলছি। তারা আইপিএল ২০২৪-এ এখনও পর্যন্ত ৫টি ম্যাচের মধ্যে ৩টি জিতেছে।

আরও পড়ুন- ‘একটা লবি বিরাট কোহলির সঙ্গে রাজনীতি করছে’, ভয়ঙ্কর দাবি, হইচই ভারতীয় ক্রিকেটে

মঙ্গলবার প্যাট কামিন্সের নেতৃত্বে সানরাইজার্স হায়দরাবাদ খুব উত্তেজনাপূর্ণ ম্যাচে পঞ্জাব কিংসকে ২ রানে হারিয়েছে। এখনও পর্যন্ত সর্বোচ্চ ৪টি ম্যাচ জিতেছে রাজস্থান রয়্যালস।

সানরাইজার্স হায়দরাবাদ ২০১৩ সালে প্রথমবার আইপিএল খেলে। তার আগে হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজি ডেকান চার্জার্স নামে খেলত। ২০১২ সালে দলটির মালিকানা সান গ্রুপের কাছে যায়। সান গ্রুপ আইপিএলে প্রবেশের সাথে সাথে তাদের দলের নাম পরিবর্তন করে। তখন অধিনায়ক কুমার সাঙ্গাকারাকে করা হয়েছিল।

২০১৩ থেকে ২০২৪ সালের মধ্যে সানরাইজার্স হায়দরাবাদ দলে ১০ জন খেলোয়াড় নেতৃত্ব দিয়েছেন। এর মধ্যে রয়েছেন কুমার সাঙ্গাকারা, ক্যামেরন হোয়াইট, শিখর ধাওয়ান, ড্যারেন স্যামি, ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, ভুবনেশ্বর কুমার, মনীশ পান্ডে, এইডেন মার্করাম এবং প্যাট কামিন্স।

আরও পড়ুন- ‘মেয়ে যখন বয়ফ্রেন্ড আনবে!’নায়িকার প্রশ্নে ‘বাপি বাড়ি যা’ স্টাইলে উত্তর দাদার

এর মধ্যে ড্যারেন স্যামি, ভুবনেশ্বর ও মনীশ পান্ডে দলের নিয়মিত অধিনায়ক ছিলেন না। নিয়মিত অধিনায়ক ইনজুরিতে পড়লে দলের নেতৃত্ব নেন এই তিনজন।

শিখর ধাওয়ানকে বাদ দিলে সানরাইজার্স হায়দরাবাদ কোনো ভারতীয় খেলোয়াড়কে দলের নিয়মিত অধিনায়ক করেনি। শিখর ২০১৩-১৪ সালে ১৬টি ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন। তার মধ্যে তিনি ৭টি ম্যাচ জিতেছিলেন। ৯টি ম্যাচ হেরেছিলেন। সানরাইজার্স হায়দরাবাদ আইপিএল খেতাব জিতেছিল ২০১৬ সালে। তখন অধিনায়ক ছিলেন ডেভিড ওয়ার্নার।

SRH vs PBKS: শেষ ওভারে বাকি ছিল ২৯ রান! ২ রানে ম্যাচ হারল পঞ্জাব, রুদ্ধশ্বাস জয় হায়দরাবাদের

পঞ্জাব: রুদ্ধশ্বাস ম্যাচে পঞ্জাব কিংসকে দুই রানে হারিয়ে মরশুমের তৃতীয় জয় পেল সানরাইজার্স হায়দরাবাদ। প্রথমে ব্যাট করে ১৮২ রান করে হায়দরাবাদ। সর্বোচ্চ ৬৪ রান করেন নীতিশ কুমার রেড্ডি। জবাবে ১৮০ রানে থামে পঞ্জাব কিংস। পঞ্জাবের গত ম্যাচের জয়ের নায়ক শশাঙ্ক সিং ও আশুতোষ শর্মা মিলে হারা ম্যাচ জেতানোর চেষ্টা করলেও তীরে এসে তরী ডোবে পঞ্জাবের।

ম্যাচে টস জিতে প্রথম বোলিং করার সিদ্ধান্ত নেন পঞ্জাব কিংস অধিনায়ক শিখর ধওয়ান। এদিন ইনিংসের শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে সানরাইজার্স হায়দরাবাদ। তারকা ব্যাটাররা কেউ রান না পেলেও একা লড়াই করেন নীতিশ কুমার রেড্ডি। ৩৭ বলে ৬৪ রানের দুরন্ত ইনিংস খেলে একা দলকে টানেন তিনি। এছাড়া ২৫ করেন আবদুল সামাদ। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮২ রান করে হায়দরাবাদ। পঞ্জাব কিংসের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন অর্শদীপ সিং।

রান তাড়া করতে নেমে শুরুটা ভাল হয়নি পঞ্জাব কিংসেরও। ২০ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পঞ্জাব। সেখান থেকে কিছুটা লড়াই দেওয়ার চেষ্টা করেন স্যাম কুরান ও সিকন্দর রাজা। কুরান ২৯ ও রাজা ২৮ রান করেন । শেষের দিকে পঞ্জাবকে হারা ম্যাচ জয়ের দোরগোড়ায় নিয়ে এসেও শেষ রক্ষা করতে পারেননি শশাঙ্ক সিং ও আশুতোষ শর্মা।

আরও পড়ুনঃ T20 World Cup 2024, Team India Squad: টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে বাদ একাধিক মহাতারকা? স্কোয়াডে অনেক চমক! জেনে নিন বিস্তারিত

শেষ ওভারে পঞ্জাবের জয়ের জন্য দরকার ছিল ২৯ রান। আরেকটির জন্য দ্বিতীয় রিঙ্কু সিং হতে পারলেন না আশুতোষ শর্মা বা শশাঙ্ক সিং। শেষ ওভারে জয়দেব উনাদকাটের ওভারে ২৬ রান নেন দুই তরুণ তারকা। ২ রানে ম্যাচ জেতে সানরাইজার্স হায়দরাবাদ। ২৫ বলে ৪৬ রান করে অপরাজিত থাকেন শশাঙ্ক সিং ও ১৫ বলে ৩৩ রান করে অপরাজিত থাকেন আশুতোষ শর্মা।

SRH vs PBKS: অর্শদীপের ৪ শিকার, একা লড়াই করলেন নীতিশ, পঞ্জাবকে ১৮৩ টার্গেট দিল হায়দরাবাদ

পঞ্জাব: ফের ধারাবাহিকতার অভাব সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিং লাইনে। তারকা খোচিত ব্যাটাররা সকলেই যেখানে ব্যর্থ সেখানে একা কুম্ভ হয়ে লড়াই করে দলের মান বাঁচান নীতিশ কুমার রেড্ডি। খেলেন ৬৪ রানের লড়াকু ইনিংস। যা সকলের কুর্নিশ আদায় করে নেয়। শেষ পর্যন্ত ২০ ওভারে পঞ্জাবকে ১৮৩ রানের টার্গেট দেয় সানরাইজার্স। ব্যাটিংয়ে নীতিশ কুমার রেড্ডির পাশাপাশি বোলিংয়ে ৪ উইকেট নিয়ে নজর অর্শদীপ সিং।

ম্যাচে টস জিতে প্রথম বোলিং করার সিদ্ধান্ত নেন পঞ্জাব কিংস অধিনায়ক শিখর ধওয়ান। এদিন ইনিংসের শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে সানরাইজার্স হায়দর্বাদ। ট্রেভিস হেড,অভিষেক শর্মা থেকে শুরু করে এডেন মার্করাম, রাহুল ত্রিপাঠী, হেনরিক ক্লাসেনরা কেউ রান পাননি এদিন। লাগাতার উইকেট হারানোয় চাপে পড়ে যায় গোটা দল।

তাবড় তাবড়া তারকা ব্যাটাররা যেখানে ব্যর্থ সেখানে একা লড়াই চালিয়ে যান নীতিশ কুমার রেড্ডি। উইকেটে টিকে থাকার পাশাপাশি দ্রুত গতিতে রানও তোলেন তিনি। বেশ কিছু অনবদ্য শট খেলেন তরুণ ব্যাটার। নিজের অর্ধশতরানও পূরণ করেন তিনি। শেষ পর্যন্ত ৩৭ বলে ৬৪ রানের দুরন্ত ইনিংস খেলার পর সাজঘরে ফেরেন রেড্ডি। ৫টি ছয় ও ৪টি চারে সাজানো তাঁর ইনিংস।

আরও পড়ুনঃ T20 World Cup 2024, Team India Squad: টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে বাদ একাধিক মহাতারকা? স্কোয়াডে অনেক চমক! জেনে নিন বিস্তারিত

নীতিশ কুমার রেড্ডির লড়াকু ইনিংসে ভর করেই লড়াই করার মত স্কোরে পৌছায় সানরাইজার্স হায়দরাবাদ। এছাড়া আবদুল সামাদ করেন ২৫ রান। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮২ রান করে হায়দরাবাদ। পঞ্জাব কিংসের অর্শদীপ সিং ৪টি, স্যাম কুরান ২টি, হার্শল প্যাটেল ২টি ও কাগিসো রাবাডা ১টি উইকেট নেন।

তিন ম্যাচে ১৭টি ছক্কা! লোকে বলছে ‘ডানহাতি গেইল’, এবার আইপিএলের ভয়ঙ্কর ব্যাটার

ডান হাতি ক্রিস গেইল। লোকে তো এমনই বলছে তাঁর ব্যাটিং দেখে। এবারের আইপিএলে তিনিই সেরা এন্টারটেইনার এখনও পর্যন্ত।
ডান হাতি ক্রিস গেইল। লোকে তো এমনই বলছে তাঁর ব্যাটিং দেখে। এবারের আইপিএলে তিনিই সেরা এন্টারটেইনার এখনও পর্যন্ত।
সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটার হেনরিক ক্লাসেন ৩ ম্যাচে ১৭টি ছক্কা হাঁকিয়েছেন। এবার আইপিএলে তিনি এখনও পর্যন্ত সব থেকে বেশি ছক্কা হাঁকিয়েছেন।
সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটার হেনরিক ক্লাসেন ৩ ম্যাচে ১৭টি ছক্কা হাঁকিয়েছেন। এবার আইপিএলে তিনি এখনও পর্যন্ত সব থেকে বেশি ছক্কা হাঁকিয়েছেন।
যদিও সর্বোচ্চ রানের দিক থেকে ক্লাসেন এখন তিন নম্বরে। তবে তাঁকে বোলিং করাটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বোলারদের সামনে।
যদিও সর্বোচ্চ রানের দিক থেকে ক্লাসেন এখন তিন নম্বরে। তবে তাঁকে বোলিং করাটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বোলারদের সামনে।
৩ ম্যাচে ১৬৭ রান করেছেন তিনি। ২১৯.৭৩ তাঁর স্ট্রাইক রেট।
৩ ম্যাচে ১৬৭ রান করেছেন তিনি। ২১৯.৭৩ তাঁর স্ট্রাইক রেট।
একের পর এক ম্যাচে দুরন্ত ব্যাটিং করছেন তিনি। তবে মুম্বইয়ের বিরুদ্ধে তাঁর দুর্ধর্ষ ব্যাটিং অনেকেরই মনে থাকবে বহুদিন। সেদিন হায়দরাবাদ ২৭৭ রান করেছিল।
একের পর এক ম্যাচে দুরন্ত ব্যাটিং করছেন তিনি। তবে মুম্বইয়ের বিরুদ্ধে তাঁর দুর্ধর্ষ ব্যাটিং অনেকেরই মনে থাকবে বহুদিন। সেদিন হায়দরাবাদ ২৭৭ রান করেছিল।
৩ ম্যাচের মধ্যে ২টি জিতেছে হায়দরাবাদ। ৫ এপ্রিল তারা খেলবে সিএসকের বিরুদ্ধে।
৩ ম্যাচের মধ্যে ২টি জিতেছে হায়দরাবাদ। ৫ এপ্রিল তারা খেলবে সিএসকের বিরুদ্ধে।

IPL 2024 GT vs SRH: এক ম্যাচে দাপটের পরই ‘অস্তমিত’ সানরাইজার্স! ৭ উইকেটে সহজ জয় পেল গুজরাত

আহমেদাবাদ: ফের ধারাবাহিকতার অভাব স্পষ্ট সানরাইজার্স হায়দরাবাদ দলে। গত ম্যাচে মুম্বইকে রেকর্ড রান করে হারানোর পরর ম্যাচেই পুরোপুরি ব্যর্থ অরেঞ্জ আর্মির ব্যাটিং লাইন। গুজরাতের বিরুদ্ধে সেভাবে দাঁড়াতেই পারল না হায়দরাবাদের কোনও ব্যাটার। অপরদিকে, সিএসকের বিরুদ্ধে হার থেকে শিক্ষা নিয়ে ঘরের মাঠে ব্যাটে-বলে দুরন্ত পারফর্ম করল গুজরাত টাইটান্স। ৭ উইকেটে জয় পেল শুভমান গিলের দল।

আইপিএল পয়েন্ট টেবিল ২০২৪ । IPL 2024 Points Table

এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন প্যাট কামিন্স। কিন্তু মুম্বইয়ের বিরুদ্ধে যে বিধ্বংসী ফর্মে দেখা গিয়েছিল সানরাইজার্স ব্যাটারদের, তা রবিবার অনেকটাই ম্লান। শুরু থেকেই নিয়মিত ব্যাবধানে উইকেট হারাতে থাকে হায়দরাবাদ। যার ফলে কোনও বড় পার্টনারশিপ গড়ে ওঠেনি। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬২ করে সানরাইজার্স। সর্বোচ্চ ২৯ রান করেন আবদুল সামাদ ও অভিষেক শর্মা। গুজরাতের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন মোহিত শর্মা।

আইপিএল ২০২৪ পার্পল ক্যাপ | IPL 2024 Purple Cap

আইপিএল ২০২৪ অরেঞ্জ ক্যাপ | IPL 2024 Orange Cap

আইপিএল ২০২৪ ফলাফল | IPL 2024 Live Results

১৬৩ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই অনেক বেশি আত্মবিশ্বাসী দেখিয়েছ গুজরাত টাইটান্সকে। দুই ওপোনার শুভমান গিল ৩৬ ও ঋদ্ধিমান সাহা ২৫ রানের ইনিংস খেলেন। এরপর সাই সুদর্শন ও ডেভিড মিলার স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। ঠান্ডা মাথায় ব্যাটিং করে অর্ধশতরানের পার্টনারশিপও করেন সুদর্শন ও মিলার জুটি। ৬৪ রানের পার্টনারশিপ করে দলের জয় নিশ্চিত করে দেন তারা।

আরও পড়ুনঃ T20 World Cup 2024: আইপিএলের মাঝেই ভারতের টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা! কীভাবে কারা পাবে সুযোগ? জেনে নিন বিস্তারিত

সাই সুদর্শন ৪৫ রানের ঝকঝকে ইনিংস খলে সাজঘরে ফেরেন। শেষের বাকি কাজ টুকু করে দেন ডেভিড মিলার ও বিজয় শঙ্কর। ৫ বল বাকি থাকতে জয়ের লক্ষ্যে পৌছে যায় গুজরাত টাইটান্স। ডেভিড মিলার ৪৪ ও বিজয় শঙ্কর ১৪ রানে অপরাজিত থাকেন। এই ম্যাচ জিতে ৩ ম্যাচে ২ জয় ৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে উঠে এল শুভমান গিলের দল।

Hardik Pandya: অব্যাহত হার্দিক পান্ডিয়ার খারাপ সময়! এবার যা খুশি তাই বলে দিলেন ভারতীয় তারকা

মুম্বই ছেড়ে হার্দিক পান্ডিয়া গিয়েছিলেন গুজরাত টাইটান্সে। গত দুই মরশুমে একবার চ্যাম্পিয়ন ও একবার রানার্স করেছেন। সেই হার্দিক পান্ডিয়ায় ফের নিদের পুরনো দল মুম্বই ইন্ডিয়ান্সে অধিনায়ক হয়ে ফিরলেও সময়টা খুব একটা ভাল যাচ্ছে না।
মুম্বই ছেড়ে হার্দিক পান্ডিয়া গিয়েছিলেন গুজরাত টাইটান্সে। গত দুই মরশুমে একবার চ্যাম্পিয়ন ও একবার রানার্স করেছেন। সেই হার্দিক পান্ডিয়ায় ফের নিদের পুরনো দল মুম্বই ইন্ডিয়ান্সে অধিনায়ক হয়ে ফিরলেও সময়টা খুব একটা ভাল যাচ্ছে না।
আইপিএল ২০২৪-এর প্রথম দুটি ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্সকে। বুধবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে লজ্জার হারের সম্মুখীন হতে হয়েছে মুম্বইকে। তারপর থেকেই হার্দিকের অধিনায়কত্ব নিয়ে চলছে 'পোস্টমর্টেম'।
আইপিএল ২০২৪-এর প্রথম দুটি ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্সকে। বুধবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে লজ্জার হারের সম্মুখীন হতে হয়েছে মুম্বইকে। তারপর থেকেই হার্দিকের অধিনায়কত্ব নিয়ে চলছে ‘পোস্টমর্টেম’।
হায়দরাবাদ ম্যাচে হারের পর হার্দিকের অধিনায়কত্ব নিয়ে তোপ দেগেছেন ইউসুফ পাঠান। আসন্ন লোকসভা নির্বাচনে বাংলার বহরমপুর কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রাক্তন ক্রিকেটার। প্রচারের মাঝে নজর রাখছেন আইপিএলেও।
হায়দরাবাদ ম্যাচে হারের পর হার্দিকের অধিনায়কত্ব নিয়ে তোপ দেগেছেন ইউসুফ পাঠান। আসন্ন লোকসভা নির্বাচনে বাংলার বহরমপুর কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রাক্তন ক্রিকেটার। প্রচারের মাঝে নজর রাখছেন আইপিএলেও।
ট্য়ুইটারে হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্বের সমালোচনা করেন ইউসুফ পাঠান। লেখেন,"মুম্বই অধিনায়কের স্ট্র্যাটেজিটা বুঝলাম না। শেষ ওভারে কেন স্পিনারকে বল করতে দেওয়া হল, জানি না।  ১১ ওভারে যখন দলের স্কোর ১৬০। তখন তোমার সেরা বোলার জসপ্রীত বুমরাহকে দিয়ে ১ ওভার কেন বল করানো হয়েছে। এটা খুবই খারাপ অধিনায়কত্ব।"ট্য়ুইটারে হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্বের সমালোচনা করেন ইউসুফ পাঠান। লেখেন,"মুম্বই অধিনায়কের স্ট্র্যাটেজিটা বুঝলাম না। শেষ ওভারে কেন স্পিনারকে বল করতে দেওয়া হল, জানি না।  ১১ ওভারে যখন দলের স্কোর ১৬০। তখন তোমার সেরা বোলার জসপ্রীত বুমরাহকে দিয়ে ১ ওভার কেন বল করানো হয়েছে। এটা খুবই খারাপ অধিনায়কত্ব।"
ট্য়ুইটারে হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্বের সমালোচনা করেন ইউসুফ পাঠান। লেখেন,”মুম্বই অধিনায়কের স্ট্র্যাটেজিটা বুঝলাম না। শেষ ওভারে কেন স্পিনারকে বল করতে দেওয়া হল, জানি না। ১১ ওভারে যখন দলের স্কোর ১৬০। তখন তোমার সেরা বোলার জসপ্রীত বুমরাহকে দিয়ে ১ ওভার কেন বল করানো হয়েছে। এটা খুবই খারাপ অধিনায়কত্ব।”
ফ্যানেদের রোষের মুখেও পড়েছেন হার্দিক। রান তাড়া করতে নেমে মুম্বইয়ের বাকি ব্যাটসম্যানরা ২০০-র বেশি স্ট্রাইক রেটে রান করছিলেন। সেখানে ২০ বলে মাত্র ২৪ রান করেন হার্দিক।  খারাপ অধিনায়কত্ব ও স্লো ব্যাটিংয়ের জন্য ফ্যানেরাও তীব্র সমালোচনা করেছেন।
ফ্যানেদের রোষের মুখেও পড়েছেন হার্দিক। রান তাড়া করতে নেমে মুম্বইয়ের বাকি ব্যাটসম্যানরা ২০০-র বেশি স্ট্রাইক রেটে রান করছিলেন। সেখানে ২০ বলে মাত্র ২৪ রান করেন হার্দিক। খারাপ অধিনায়কত্ব ও স্লো ব্যাটিংয়ের জন্য ফ্যানেরাও তীব্র সমালোচনা করেছেন।
প্রসঙ্গত, মুম্বইয়ের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ২৭৭ রান করে সানরাইজার্স হায়দরাবাদ।  যা আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ স্কোর। জবাবে রান তাড়া করে ২৪৬ করে মুম্বই। এক ম্যাচে ৫২৩ রান টি-২০ ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ স্কোর। এই হারের পরই কাঠগড়ায় হার্দিক।
প্রসঙ্গত, মুম্বইয়ের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ২৭৭ রান করে সানরাইজার্স হায়দরাবাদ। যা আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ স্কোর। জবাবে রান তাড়া করে ২৪৬ করে মুম্বই। এক ম্যাচে ৫২৩ রান টি-২০ ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ স্কোর। এই হারের পরই কাঠগড়ায় হার্দিক।

5 World Records in MI vs SRH IPL 2024: ৫ বিশ্বরেকর্ড হল মুম্বই বনাম হায়দরাবাদ ম্যাচে, যা এর আগে কখনও ঘটেনি

বুধবার রাতে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে শুধু আইপিএলের নয় টি-২০ ক্রিকেট তৈরি হল নতুন ইতিহাস। ৫৩১ রানের হাই স্কোরিং ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে ৩১ রানে হারা সানরাইজার্স হায়দরাবাদ। একইসঙ্গে ম্যাচে তৈরি হল ৫টি রেকর্ডও। (Photo Courtesy- IPL X)
বুধবার রাতে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে শুধু আইপিএলের নয় টি-২০ ক্রিকেট তৈরি হল নতুন ইতিহাস। ৫৩১ রানের হাই স্কোরিং ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে ৩১ রানে হারা সানরাইজার্স হায়দরাবাদ। একইসঙ্গে ম্যাচে তৈরি হল ৫টি রেকর্ডও। (Photo Courtesy- IPL X)
ফ্র্যাঞ্চাইজি লিগ হোক আর আন্তর্জাতিক টি-২০ ম্যাচ, সব মিলিয়ে টি-২০ ক্রিকেটের ইতিহাসে এক ম্যাচে সর্বাধিক রান উঠল আইপিএলে মুম্বই বনাম হায়দরাবাদ ম্যাচ। সানরাইজার্স করে ২৭৭। জবাবে মুম্বই ২৪৬। মোট ৫২৩ রান। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে যে ৫১৭ রান উঠেছিল, সেটার রেকর্ড ভেঙে গেল। (Photo Courtesy- IPL X)
ফ্র্যাঞ্চাইজি লিগ হোক আর আন্তর্জাতিক টি-২০ ম্যাচ, সব মিলিয়ে টি-২০ ক্রিকেটের ইতিহাসে এক ম্যাচে সর্বাধিক রান উঠল আইপিএলে মুম্বই বনাম হায়দরাবাদ ম্যাচ। সানরাইজার্স করে ২৭৭। জবাবে মুম্বই ২৪৬। মোট ৫২৩ রান। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে যে ৫১৭ রান উঠেছিল, সেটার রেকর্ড ভেঙে গেল। (Photo Courtesy- IPL X)
সানরাইজার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে বুধবার মোট ৪০ ওভারে ৩৮টি ছয় হয়েছে। যা শুধু আইপিএলের ইতিহাসে নয়, টি-২০ ক্রিকেটের ইতিহাসেও এক ম্যাচে সর্বাধির ছকাক মারার রেকর্ড গড়েছে। (Photo Courtesy- IPL X)
সানরাইজার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে বুধবার মোট ৪০ ওভারে ৩৮টি ছয় হয়েছে। যা শুধু আইপিএলের ইতিহাসে নয়, টি-২০ ক্রিকেটের ইতিহাসেও এক ম্যাচে সর্বাধির ছকাক মারার রেকর্ড গড়েছে। (Photo Courtesy- IPL X)
এছাড়া আইপিএলের ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ স্কোরের রেকর্ড নিজেদে নামে করল সানরাইজার্স হায়দরাবাদ। এর আগে ২০১৩ সালে পুণের বিরুদ্ধে ২৬৩ রান তুলেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু৷ বুধবার ২৭৭ করে সেই রেকর্ড ভেঙে দিল সানরাইজার্স। (Photo Courtesy- IPL X)
এছাড়া আইপিএলের ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ স্কোরের রেকর্ড নিজেদে নামে করল সানরাইজার্স হায়দরাবাদ। এর আগে ২০১৩ সালে পুণের বিরুদ্ধে ২৬৩ রান তুলেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু৷ বুধবার ২৭৭ করে সেই রেকর্ড ভেঙে দিল সানরাইজার্স। (Photo Courtesy- IPL X)
আইপিএলের ইতিহাসে দ্বিতীয় ইনিংসে রান তাড়া করতে নেমেও সর্বোচ্চ স্কোরের রেকর্ড করল মুম্বই ইন্ডিয়ান্স। ম্যাচে প্রথমে ব্যাট করে হায়দরাবাদের ২৭৭ রানের জবাবে ২৪৬ রান করে মুম্বই। এর আগে আইপিএলে দ্বিতীয় ইনিংসে এত রান কেউ করতে পারেনি। (Photo Courtesy- IPL X)
আইপিএলের ইতিহাসে দ্বিতীয় ইনিংসে রান তাড়া করতে নেমেও সর্বোচ্চ স্কোরের রেকর্ড করল মুম্বই ইন্ডিয়ান্স। ম্যাচে প্রথমে ব্যাট করে হায়দরাবাদের ২৭৭ রানের জবাবে ২৪৬ রান করে মুম্বই। এর আগে আইপিএলে দ্বিতীয় ইনিংসে এত রান কেউ করতে পারেনি। (Photo Courtesy- IPL X)
মুম্বই ইন্ডিয়ান্সও আইপিএল ইতিহাসে এদি তাদের সর্বোচ্চ স্কোর করল। এর আগে ২০২১ আইপিএলে হায়দরাবাদের বিরুদ্ধে ২৩৫ রান করেছিল মুম্বই। এদিন ২৪৬ করে নিজেদের রেকর্ড ভাঙল ৫ বারের আইপিএল জয়ী দল। (Photo Courtesy- IPL X)
মুম্বই ইন্ডিয়ান্সও আইপিএল ইতিহাসে এদি তাদের সর্বোচ্চ স্কোর করল। এর আগে ২০২১ আইপিএলে হায়দরাবাদের বিরুদ্ধে ২৩৫ রান করেছিল মুম্বই। এদিন ২৪৬ করে নিজেদের রেকর্ড ভাঙল ৫ বারের আইপিএল জয়ী দল। (Photo Courtesy- IPL X)

KKR News: কেকেআরের প্রথম জয়ের ৫ নায়ক, যারা স্বপ্ন দেখাচ্ছে আইপিএল জয়ের

রুদ্ধশ্বাস ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে ৪ রানে জয় দিয়ে মরশুম শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। হেনরিক ক্লাসেনের বিধ্বংসী ব্যাটিং জয়ের গ্রাস প্রায় কেড়ে নিয়েছিল। শেষ ওভারে বাজিমাত করে কেকেআর। ইডেনে কেকেআরের জয়ের পিছনে ৫ সুপার পারফরমার রয়েছে। জেনে নিন তাদের অবদান।  (Photo Courtesy- KKR X)
রুদ্ধশ্বাস ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে ৪ রানে জয় দিয়ে মরশুম শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। হেনরিক ক্লাসেনের বিধ্বংসী ব্যাটিং জয়ের গ্রাস প্রায় কেড়ে নিয়েছিল। শেষ ওভারে বাজিমাত করে কেকেআর। ইডেনে কেকেআরের জয়ের পিছনে ৫ সুপার পারফরমার রয়েছে। জেনে নিন তাদের অবদান। (Photo Courtesy- KKR X)
আন্দ্রে রাসেল: চাপের মুহূর্তে বিধ্বংসী ব্যাটিং করে কেকেআরকে ম্যাচে ফেরান আন্দ্রে রাসেল। বেশ কয়েক মরশুম পর পুরনো আন্দ্রে রাসেলকে দেখল ইডেন। রাসেলের ব্যাটে ভর করেই ২০০-পার করে কেকেআর। ২৫ বলে ৬৫ রানের ইনিংস খেলেন আন্দ্রে রাসেল। ৭টি ছয় ও ৩টি চার মারেন তিনি।   (Photo Courtesy- KKR X)
আন্দ্রে রাসেল: চাপের মুহূর্তে বিধ্বংসী ব্যাটিং করে কেকেআরকে ম্যাচে ফেরান আন্দ্রে রাসেল। বেশ কয়েক মরশুম পর পুরনো আন্দ্রে রাসেলকে দেখল ইডেন। রাসেলের ব্যাটে ভর করেই ২০০-পার করে কেকেআর। ২৫ বলে ৬৫ রানের ইনিংস খেলেন আন্দ্রে রাসেল। ৭টি ছয় ও ৩টি চার মারেন তিনি। (Photo Courtesy- KKR X)
ফিল সল্ট: কেকেআরের জার্সিতে অভিষেকেই নজর কাড়লেন ফিল সল্ট। টপ অর্ডারের ব্যাটাররা যেখানে ব্যর্থ, সেখানে ঠান্ডা মাথায় ব্যাট করে দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান সল্ট। অর্ধশতরান করেন তিনি। ৪০ বলে ৫৪ রানের ইনিংস খেলেন সল্ট।   (Photo Courtesy- KKR X)
ফিল সল্ট: কেকেআরের জার্সিতে অভিষেকেই নজর কাড়লেন ফিল সল্ট। টপ অর্ডারের ব্যাটাররা যেখানে ব্যর্থ, সেখানে ঠান্ডা মাথায় ব্যাট করে দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান সল্ট। অর্ধশতরান করেন তিনি। ৪০ বলে ৫৪ রানের ইনিংস খেলেন সল্ট। (Photo Courtesy- KKR X)
রমনদীপ সিং: ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নেমে নজর কাড়েন রমনদীপ সিংও। ১৭ বলে ৩৫ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। যা কেকেআরের ইনিংসে গুরুত্বপূর্ণ  অবদান। ৪টি ছয় ও ১টি চার মারেন নিজের ছোট অথচ কার্যকরী ইনিংসে।   (Photo Courtesy- KKR X)
রমনদীপ সিং: ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নেমে নজর কাড়েন রমনদীপ সিংও। ১৭ বলে ৩৫ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। যা কেকেআরের ইনিংসে গুরুত্বপূর্ণ অবদান। ৪টি ছয় ও ১টি চার মারেন নিজের ছোট অথচ কার্যকরী ইনিংসে। (Photo Courtesy- KKR X)
সুনীল নারিন: কেকেআরের জয়ে সুনীল নারিনের অবদান মানতেই হবে। কারণ যেখানে সব বোলাররা রান দিয়েছেন, সেখানে নারিন একমাত্র আঁটোসাঁটো বোলিং করেছেন। নিয়েছেন একটি গুরুত্বপূর্ণ উইকেট। ৪ ওভারে ১৯ রান দিয়ে ১ উইকেট নেন তিনি।     (Photo Courtesy- KKR X)
সুনীল নারিন: কেকেআরের জয়ে সুনীল নারিনের অবদান মানতেই হবে। কারণ যেখানে সব বোলাররা রান দিয়েছেন, সেখানে নারিন একমাত্র আঁটোসাঁটো বোলিং করেছেন। নিয়েছেন একটি গুরুত্বপূর্ণ উইকেট। ৪ ওভারে ১৯ রান দিয়ে ১ উইকেট নেন তিনি। (Photo Courtesy- KKR X)
হর্ষিত রানা: প্রথম ম্যাচে প্রবল চাপের মুহূর্তে শেষ ওভার বোলিং করে কেকেআরের জয়ের নায়ক হয়ে উঠেছেন হর্ষিত রানা। সেট হেনরিক ক্লাসেন ও শাহবাজ আহমেদকে আউটও করেন তিনি। এছাড়া ম্যাচে কেকেআরের সবথেকে ইকোনমিক্যাল বোলারও হর্ষিত। ৪ ওভারে ৩৩ রান দিয়ে ১ উইকেট নেন তিনি।    (Photo Courtesy- KKR X)
হর্ষিত রানা: প্রথম ম্যাচে প্রবল চাপের মুহূর্তে শেষ ওভার বোলিং করে কেকেআরের জয়ের নায়ক হয়ে উঠেছেন হর্ষিত রানা। সেট হেনরিক ক্লাসেন ও শাহবাজ আহমেদকে আউটও করেন তিনি। এছাড়া ম্যাচে কেকেআরের সবথেকে ইকোনমিক্যাল বোলারও হর্ষিত। ৪ ওভারে ৩৩ রান দিয়ে ১ উইকেট নেন তিনি। (Photo Courtesy- KKR X)
সূয়াশ শর্মার ক্যাচ: কেকেআরের জয়ে আরও একজনের কথা না বললেও নয়, তিনি হলেন সূয়াশ শর্মা। শেষ ওভারে শর্ট থার্ডম্যানে দাঁড়িয়ে পিছন দিকে দৌড়ে ক্লাসেনের যে ক্যাচ সূয়াশ ধরেছেন, সেটাই কেকেআরের জয়ের ভাগ্য সুনিশ্চিত করে দিয়েছিল।     (Photo Courtesy- KKR X)
সূয়াশ শর্মার ক্যাচ: কেকেআরের জয়ে আরও একজনের কথা না বললেও নয়, তিনি হলেন সূয়াশ শর্মা। শেষ ওভারে শর্ট থার্ডম্যানে দাঁড়িয়ে পিছন দিকে দৌড়ে ক্লাসেনের যে ক্যাচ সূয়াশ ধরেছেন, সেটাই কেকেআরের জয়ের ভাগ্য সুনিশ্চিত করে দিয়েছিল। (Photo Courtesy- KKR X)