Vande Bharat Express: বন্দে ভারতের খাবারের মধ্যে ওটা কী! দেখেই বমি পাওয়ার উপক্রম যাত্রীর, নড়ে বসল রেল

ভোপাল: দেশের সবথেকে চর্চিত ট্রেনের নাম এখন বন্দে ভারত এক্সপ্রেস৷ অথচ সেই ট্রেনের খাবার নিয়েও মারাত্মক অভিযোগ৷ মধ্যপ্রদেশের এক যাত্রী অভিযোগ করলেন, বন্দে ভারত এক্সপ্রেসে তাঁকে যা খাবার দেওয়া হয়, তার মধ্যে একটি মরা আরশোলা ছিল৷

ঘটনাটি ঘটেছে গত ১ ফেব্রুয়ারি৷ বন্দে ভারত এক্সপ্রেসে রানি কমলাপতি স্টেশন থেকে জবলপুরে যাচ্ছিলেন ওই যাত্রী৷

আরও পড়ুন: আসল এনসিপি অজিতেরই, ভাইপোর কাছে জোর ধাক্কা খেয়ে ঘড়িও হারালেন শরদ পাওয়ার

এক্স হ্যান্ডেলে খাবারের ভিতরে মরা আরশোলার ছবি দিয়ে রেল দফতরের কাছে অভিযোগ জানান ওই যাত্রী৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পাশাপাশি আইআরসিটিসি-কেও ওই পোস্টে ট্যাগ করেন তিনি৷ ওই যাত্রী জানিয়েছেন, ট্রেনের টিকিটের সঙ্গেই আমিষ খাবারও বুক করেন তিনি৷ সেই খাবারের মধ্যেই ছিল একটি মরা আরশোলা৷ জবলপুর স্টেশনে নেমেই রেলের নির্দিষ্ট ফরম পূরণ করেও অভিযোগ জানান ওই যাত্রী৷

রেল যাত্রীর ওই পোস্ট নজরে আসতেই তৎপর হয় আইআরসিটিসি৷ ওই যাত্রীর কাছে ক্ষমা চেয়ে নিয়ে আইআরসিটিসির পক্ষ থেকে জানানো হয়, খাবার সরবরাহের দায়িত্বে থাকা সংস্থাকে মোটা অঙ্কের জরিমানা করা হয়েছে৷ পাশাপাশি, নজরদারিও আরও বাড়ানো হয়েছে৷

তবে ভারতীয় রেলে খাবার নিয়ে এমন অভিযোগ অবশ্য নতুন কিছু নয়৷ ওই পোস্ট দেখে একই কথা বলেছেন অনেকেই৷ এক্স হ্যান্ডেলের ওই পোস্টে কমেন্ট করতে গিয়ে একজন তো মজা করে লিখেছেন, ?চিকেনের পদের সঙ্গে আরশোলার ছোঁয়া৷ চিন্তা করবেন না, এর জন্য আপনার থেকে অতিরিক্ত টাকা দাবি করা হবে না৷?