কেজরিওয়ালের সুরক্ষা নিয়ে প্রশ্ন

Arvind Kejriwal: গ্রেফতারির পরই অরবিন্দ কেজরিওয়ালের সুরক্ষা নিয়ে আশঙ্কা! ভয়ঙ্কর অভিযোগ অতিশীর

নয়াদিল্লি: এবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সুরক্ষা নিয়ে আশঙ্কা প্রকাশ করল তাঁর দল আম আদমি পার্টি। এই পরিপ্রেক্ষিতে আপ নেত্রী তথা দিল্লির মন্ত্রী অতিশী মারলেনা সিং ট্যুইট করে জানালেন, কেজরিওয়াল একজন সিটিং মুখ্যমন্ত্রী, যিনি z+ নিরাপত্তা পান, এখন তিনি ইডি হেফাজতে। তাঁর সুরক্ষা এবং নিরাপত্তা নিয়ে চিন্তিত তাঁরা বলেই দাবি করেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে আবগারি দুর্নীতি কাণ্ডে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে ইডি৷ বৃহস্পতিবার দিল্লি হাইকোর্ট অরবিন্দ কেজরিওয়ালের আগাম জামিনের আর্জি নাকচ করার পরই দ্রুত পদক্ষেপ করে ইডি৷ কেজরিওয়ালের বাসভবনে তল্লাশি করে ইডি৷ প্রায় দু ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়৷

আরও পড়ুন: ফোঁস-ফোঁস! তমলুকে দেবাংশু ভট্টাচার্যের ভাড়া বাড়িতে ভয়ঙ্কর কাণ্ড! সিঁড়ির তলায় মিলল…!

অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির তীব্র প্রতিক্রিয়া দেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি৷ এক্স হ্যান্ডেলে পোস্ট করে রাহুল গান্ধি দাবি করেছেন, ‘ইন্ডিয়া এ সবেরই মুখের মতো জবাব দেবে৷’

আরও পড়ুন: বাড়ি ঘিরে ফেলল কেন্দ্রীয় বাহিনী, রাজ্যের মন্ত্রীর বাড়িতে ইডি হানা! কোন মন্ত্রী, কী হতে চলেছে?

এর পরই এক্স হ্যান্ডেলে রাহুল গান্ধি লেখেন, ‘একজন ভীত একনায়ক, একটি মৃত গণতন্ত্রকে তৈরি করতে চাইছেন৷ সংবাদমাধ্যম সহ বিভিন্ন সংস্থাকে কব্জা করে,বিরোধী দলগুলিকে ভাঙা, সংস্থাগুলির থেকে তোলা আদায়, প্রধান বিরোধী দলের অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েও অসুরীয় শক্তির জন্য যথেষ্ট ছিল না৷ এবার নির্বাচিত মুখ্যমন্ত্রীদের গ্রেফতার করাও জলভাত হয়ে গিয়েছে৷ ইন্ডিয়া এর মুখের মতো জবাব দেবে৷’

এর আগে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে ৯ বার সমন জারি করে দিল্লির মুখ‍্যমন্ত্রীকে তলব করা হলেও তিনি জিজ্ঞাসাবাদের সামনে হাজির হননি। শেষবার তাঁর গরহাজিরার পরেই তল্লাশির ওয়ারেন্ট-সহ হাজির ইডির উচ্চপদস্থ আধিকারিকরা। বৃহস্পতিবার সন্ধ‍্যের পর থেকেই বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয় কেজরিওয়ালের বাসভবনের বাইরে। রাতে গ্রেফতার করা হয় তাঁকে।