বিরাট ওজন! ভারতের সব থেকে ভারি বাইক এটি! Royal Enfield নয় কিন্তু

কলকাতা: বাইক যত ভারি, চালিয়ে তত মজা। এমনটাই বলেন বাইকপ্রেমীরা। সম্প্রতি Royal Enfield সামনে এনেছে Super Meteor 650। এর ওজন ২৪১ কেজি। এই দেখে অনেকেই ভুরু কুঁচকেছেন। কারণ ভারতে বিক্রি হওয়া অন্যান্য ভারি বাইকের তুলনায় Super Meteor 650 ওয়েল্টারওয়েট। যাইহোক ভারতের সেরা ৫টি ভারি বাইকের তালিকা দেওয়া হল এখানে।

Harley-Davidson Street Glide Special: Harley-Davidson Street Glide Special বাইকের ওজন ৩৭৫ কেজি। তবে ‘ট্যুরিং মডেল’-এর যে কোনও তালিকা করলে এটাই সবচেয়ে হালকা বাইক। এর দাম ৩৩.৯৯ লাখ টাকা। এতে রয়েছে 1,868cc Milwaukee Eight V-Twin ইঞ্জিন। যা মাত্র 3,250rpm-এ 158Nm টর্ক উৎপাদন করে।

আরও পড়ুন- ফোন হারানোর পরই স্যুইচড অফ! আর চিন্তা নেই, অ্যান্ড্রয়েড ১৫ থাকলেই খুঁজে পাবেন

Harley-Davidson Road Glide Special: Harley-Davidson Road Glide Special বাইকের ওজন ৩৮৭ কেজি। আধুনিক ডিজাইনের ল্যান্ড বার্জ চাইলে Road Glide Special আদর্শ। এর অনেক ফিচারই Street Glide Special-এর সঙ্গে মেলে। তবে কিছু সূক্ষ পার্থক্যও রয়েছে।

ব্যাটউইং ফেয়ারিংয়ের পরিবর্তে চ্যাসিসে মাউন্ট করা হয়েছে। সঙ্গে দেওয়া হয়েছে আধুনিক টুইন-এলইডি হেডলাইট সেটআপ। এর দাম ৩৬.৯৯ লাখ টাকা।

Honda Gold Wing Tour: Honda-র এই মডেলটি হার্লে ডেভিডসনের চেয়েও ভারি। ওজন ৩৯০ কেজি। এতে এয়ারব্যাগও দেওয়া হয়েছে। লিকুইড-কুলড 1,833cc ফ্ল্যাট-সিক্স ইঞ্জিন 125hp এবং 170Nm টর্ক তৈরি করে। দীর্ঘ দূরত্বের ভ্রমণের জন্য আদর্শ। এতে ডিটিসি গিয়ারবক্সও রয়েছে। দাম ৩৯,৭২ লাখ টাকা।

Indian Roadmaster Limited: হার্লে ডেভিডসনের কাছে Street Glide যে মর্যাদা পায়, ভারতীয়দের কাছে একই আসন পায় Roadmaster। এটাকে ৭০-এর দশকে বিক্রি হওয়া ক্রুজারগুলোর আধুনিক সংস্করণ বলা যায়। এর ওজন ৪০৩ কেজি।

আরও পড়ুন- ব্যবহারকারীদের জন্য সুখবর, এবার এই বিরাট বদল আনছে WhatsApp

এয়ার-কুলড, 1,890cc থান্ডারস্ট্রোক 116 V-টুইন ইঞ্জিন মাত্র 3,000 rpm-এ বিস্ময়কর 171Nm টর্ক তৈরি করে। দাম ৪৩.৮০ লাখ টাকা।

Indian Pursuit Limited: ভারতে বর্তমানে বিক্রি হওয়া সবচেয়ে ভারী বাইক হল Indian Pursuit Limited। এর ওজন ৪১৬ কেজি। লিকুইড-কুলড, 1,768cc পাওয়ারপ্লাস ভি-টুইন ইঞ্জিন 3,800rpm এ 178Nm টর্ক তৈরি করে। দাম ৪৪.৭০ লাখ টাকা।