প্রতীকী ছবি

Kejriwal Arrest: ছন্নছাড়া INDIA-কে অক্সিজেন দিলেন কেজরিওয়াল! ‘মেগা’ সিদ্ধান্ত, দিল্লিই এখন ভোটের ভরকেন্দ্র

নয়াদিল্লি: ভোটের মুখে এবার বিশাল সমাবেশের ডাক বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র। আগামী ৩১ মার্চ দিল্লির রামলীলা ময়দানে INDIA-র সভা। কেজরিওয়ালের গ্রেফতারের ঘটনার পরে, আপের তরফে এই উদ্যোগ নেওয়া হয়। INDIA জোটে শামিল সব দলকে অনুরোধ করা হয়েছে হাজির থাকার জন্য।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে সরব হতে দেখা যায় বিজেপি বিরোধী দলগুলিকে। এ বার দিল্লিতেই ‘মেগা র‍্যালি’-র ডাক দিল বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’। রবিবার বিরোধী জোটের তরফে এই কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছে। আপ নেতা গোপাল রাই জানিয়েছেন, ‘‘কেজরিওয়ালকে যে ভাবে গ্রেফতার করা হয়েছে, তা মানুষের মনে ক্ষোভের জন্ম দিয়েছে। রাজনীতিবিদদের ভয় দেখানোর এবং বিরোধীদের নির্মূল করার জন্য প্রধানমন্ত্রী দেশের তদন্তকারী সংস্থাগুলিকে ব্যবহার করছেন। ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন হোক বা বিহারের তেজস্বী যাদব– সকলের বিরুদ্ধেই মিথ্যা মামলা করা হচ্ছে।’’

আরও পড়ুন: মুখার্জিনগরে যুবতীকে কোপ রাঁধুনির, রাস্তায় রক্তের বন্যা! কারণ শুনলে শিউরে উঠবেন

দিল্লি কংগ্রেসের প্রধান অরবিন্দর সিংহ লাভলি জানিয়েছেন, ‘‘এটা কেমন গণতন্ত্র? আপনি নির্বাচিত মুখ্যমন্ত্রীদের গ্রেফতার করছেন, কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছেন। আমাদের নেতা রাহুল গান্ধি গণতন্ত্র বাঁচাতে লড়াই চালিয়ে যাচ্ছেন। কংগ্রেস লড়াই থেকে পিছপা হবে না।’’

আরও পড়ুন: এ কেমন পোজ! বিকিনিতে বোল্ড শর্মিলাকে দেখে ‘নোংরা’ মন্তব্যের বন্যা, টাইগার পতৌদি কী বলেছিলেন জানেন?

গত বৃহস্পতিবার রাতে, আবগারি নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই ঘটনা নিয়ে নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে ক্রমশ সুর চড়াচ্ছে বিরোধীরা। তারই মধ্যে এই সমাবেশের কথা ঘোষণা করা হল।

আবীর ঘোষাল