Tag Archives: India Alliance

Mallikarjun Kharge: সরকার গঠন করাই ভুল, টিকবে না মোদি সরকার! দাবিতে অনড় খাড়গে

নয়াদিল্লি: তৃতীয় মোদি সরকার গঠন করাই ভুল হয়েছে৷ যে কোনও সময় এই সরকারের পতন হতে পারে৷ এমনই দাবি করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে৷

ইতিমধ্যেই প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি৷ তার পরেও খাড়গে দাবি করেছেন, ‘এনডিএ সরকার গঠন করাই ভুল হয়েছে৷ নরেন্দ্র মোদির সঙ্গে জনমত নেই৷ এই সরকার সংখ্যালঘু৷ যে কোনও সময় এই সরকারের পতন ঘটতে পারে৷’

আরও পড়ুন: ভরদুপুরে বি টি রোডের উপরে ব্যবসায়ীর গাড়ি থামিয়ে পর পর গুলি! এবার বেলঘরিয়ায় বেপরোয়া দুষ্কৃতী তাণ্ডব

বেঙ্গালুরুতে খাড়গে অবশ্য একই সঙ্গে বলেছেন, ‘তবে আমরা চাই এই সরকার টিকে থাকুক৷ এই সরকার দেশের জন্য ভাল কাজ করুক, সেটাও আমরা চাই৷ দেশকে শক্তিশালী করতে আমাদের একসঙ্গে কাজ করতে হবে৷’

লোকসভা নির্বাচনের ফল অনুযায়ী, ২৯৩টি আসনে জয়ী হয়েছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট৷ তার মধ্যে বিজেপি পেয়েছে ২৪০টি আসন৷ ফলে ম্যাজিক ফিগার ২৭২-এর অনেক আগেই থামতে হয়েছে বিজেপিকে৷ গত দুটি লোকসভা নির্বাচনের ফলের নিরিখে যা বিজেপির কাছে বড় ধাক্কা৷
মূলত চার জোট সঙ্গী চন্দ্রবাবু নায়ডুর টিডিপি, নীতীশ কুমারের জেডিইউ, এননাথ শিন্ডে পন্থী শিবসেনা এবং চিরাগ পাসোয়ানের লোক জনশক্তি পার্টির সমর্থনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এনডিএ৷

১৯৯১ সালে একই পরিস্থিতির মুখে পড়েছিল কংগ্রেসও৷ একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও ছোট দলগুলির সমর্থনে সরকার গঠন করেন প্রধানমন্ত্রী পি ভি নরসিমহা রাও৷ দু বছরের মধ্যেই ছোট দলগুলির মধ্যে ভাঙন ধরিয়ে কংগ্রেসের জন্য একক সংখ্যাগরিষ্ঠতার ব্যবস্থা করেন নরসিমহা রাও৷

Nitish Kumar as Prime Minister of India: নীতীশকে প্রধানমন্ত্রিত্বের টোপ? চাঞ্চল্যকর দাবি জেডিইউয়ের, খারিজ করল ইন্ডিয়া জোট

নয়াদিল্লি: মোদির তৃতীয় বার শপথগ্রহণের এক দিন আগে চাঞ্চল্যকর দাবি করল জেডিইউ। জনতা দল (ইউনাইটেড)-এর নেতা কে ত্যাগী দাবি করেন ইন্ডিয়া জোটের পক্ষ থেকে প্রধানমন্ত্রী হওয়ার ও প্রস্তাব দেওয়া হয়েছিল নীতীশ কুমারকে।

আরও পড়ুন: চিরাগ পাসোয়ান থেকে কুমারস্বামী- মোদির মন্ত্রিসভায় কারা? বাংলা থেকেই বা কে মন্ত্রী হতে পারেন?

ত্যাগী জানিয়েছেন প্রস্তাব দেওয়া হলেও তাতে গুরুত্ব দেয়নি জেডিইউ। কারণ তারা এনডিএ-র সঙ্গে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ, তাই ইন্ডিয়া জোট থেকে যেই প্রস্তাবই আসুক না কেন তাতে জেডিইউ আগ্রহী হবে না। তিনি আরও জানান, যখন মন্ত্রকবণ্টন নিয়ে নীতীশ কুমারের সঙ্গে বিজেপির নেতাদের সঙ্গে আলোচনা চলছিল, তখনই বিজেপিকে জানানো যে আগামী পাঁচ বছর বিজেপির নেতৃত্বে ইন্ডিয়া জোটের সঙ্গে থাকবে জেডিইউ। তার মতে এনডিএ সরকারে কে মন্ত্রী হবে কে হবে না তা নরেন্দ্র মোদির বিবেচনাধীন। যদিও নীতীশকে প্রধানমন্ত্রীর পদ পাইয়ে দেওয়ার প্রস্তাব অস্বীকার করেছে ইন্ডিয়া শিবির।

শুক্রবারই এনডিএ জোটের নেতা হিসাবে মোদির নামে সিলমোহর দেয় জোট। তার পরেই তোরজোর শুরু হয় তৃতীয় বার মোদির মন্ত্রীসভা গঠন এবং শপথগ্রহণের। এনডিএ জোটের সেই সভায় নীতীশ কুমার প্রতিশ্রুতি দেন যে তিনি এবং তাঁর দল সব সময় এনডিএ সরকারে থাকবে।

Rahul Gandhi: বিরোধী দলনেতার পদে রাহুল গান্ধি? কংগ্রেস নেতা রাজি হলে সংসদেও জমজমাট দ্বৈরথের অপেক্ষা

নয়াদিল্লি: লোকসভায় সম্ভবত বিরোধী দলনেতার আসনে বসতে চলেছেন রাহুল গান্ধি৷ এ দিন নয়াদিল্লিতে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে এমনই প্রস্তাব পাস হয়েছে৷ সূত্রের খবর, সর্বসম্মতিক্রমেই রাহুলের নামে সিলমোহর পড়েছে৷

গত দশ বছর বিরোধী দলনেতার পদ পাওয়ার জন্য প্রয়োজনীয় সংখ্যাতেই পৌঁছতে পারেনি কংগ্রেস৷ ফলে লোকসভায় অধীররঞ্জন চৌধুরী কংগ্রেসের দলনেতার দায়িত্ব সামলালেও বিরোধী দলনেতার পদ খালিই ছিল৷ ফলে প্রায় দশ বছর পরে সংসদে বিরোধী দলনেতার পদ ফিরতে চলেছে৷ আর সেই গুরুদায়িত্ব সম্ভবত পালন করতে চলেছেন রাহুলই৷ তবে পুরোটাই নির্ভর করেছে রাহুলের সিদ্ধান্তের উপরে৷ ওয়ার্কিং কমিটির বৈঠক শেষে কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল জানিয়েছেন, বিরোধী দলনেতার দায়িত্ব নেবেন কি না, তা ভেবে দেখবেন বলে বৈঠকে জানিয়েছেন রাহুল৷

আরও পড়ুন: ‘ওল্ড ইজ গোল্ড!’ হারের পর ফুঁসছেন দিলীপ, এবার ফেসবুক পোস্টে কী বোঝালেন?

একের পর এক নির্বাচনে বিপর্যয় কাটিয়ে উঠে শেষ পর্যন্ত লোকসভা নির্বাচনে সাফল্যের মুখ দেখেছে কংগ্রেস৷ লোকসভা নির্বাচনে ৯৯টি আসনে জয়লাভ করেছে তারা৷ কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটও বিজেপি এবং এনডিএ-কে চাপে ফেলে ২৩৪টি আসনে জয়লাভ করেছে৷ কংগ্রেসের এই ঘুরে দাঁড়ানো এবং ইন্ডিয়া জোটের সাফল্যের বড় কৃতিত্ব রাহুল গান্ধিকেই দিচ্ছেন কংগ্রেস নেতারা৷

এ দিন কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকেও কংগ্রেসের পুনরুত্থানের কারণ হিসেবে রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রার ভূয়সী প্রশংসা করা হয়৷ বৈঠকে রাহুল গান্ধি ছাড়াও উপস্থিত ছিলেন সনিয়া গান্ধি, প্রিয়ঙ্কা গান্ধি, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের মতো দলের শীর্ষ নেতারা৷

বৈঠক শেষে কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল বলেন, ‘কংগ্রেসের পুনরুত্থান শুরু হয়ে গিয়েছে৷ তবে বেশ কিছু রাজ্যে আমাদের খারাপ ফল হয়েছে, তার কারণ খতিয়ে দেখা হচ্ছে৷’ নরেন্দ্র মোদির কাছে বারাণসী কেন্দ্রে পরাজিত কংগ্রেস নেতা অজয় রাই বলেন, ‘বিজেপি কংগ্রেস মুক্ত ভারতের কথা প্রচার করেছিল৷ ভারত আবার কংগ্রেস যুক্ত হয়ে গিয়েছে৷ রাহুল গান্ধি সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছেন৷ তাঁরই বিরোধী দলনেতার দায়িত্ব পালন করা উচিত৷’

কংগ্রেস সাংসদ কুমারী শৈলজা, মহারাষ্ট্রের কংগ্রেস সভাপতি নানা পাটোলরাও জানিয়েছেন, রাহুলকেই বিরোধী দলনেতা হিসেবে বেছে নিয়ে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে প্রস্তাব পাস হয়েছে৷ শেষ পর্যন্ত রাহুল নিজে এই দায়িত্ব নিতে রাজি হন কি না, সেটাই এখন দেখার৷’

Lok Sabha Election Results 2024: জোটের বৈঠক শেষে সাক্ষাৎ চন্দ্রবাবু এবং স্ট্যালিনের, নতুন কোনও সমীকরণের ইঙ্গিত?

নয়াদিল্লি: সোমবারই লোকসভা ভোটের ফল ঘোষণা হয়েছে। একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনও দলই। তাই সরকার গড়ার জন্য শরিক দলগুলির সাহায্য নিতে হবে বিজেপি বা কংগ্রেসকে। সেই নিয়ে দিল্লিতে ছিল ইন্ডিয়া এবং এনডিএ জোটের বৈঠক। বৈঠকের পরে অন্ধ্রপ্রদেশের বিজয়ী দল টিডিপির নেতা চন্দ্রবাবু নাইডুর সঙ্গে সাক্ষাৎ করলেন ডিএমকে নেতা তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। এই সাক্ষাৎ ঘিরে জল্পনা ছড়িয়েছে।

আরও পড়ুন: সরকার গড়ার প্রচেষ্টা নয়, বিরোধীর আসনেই বসবে ইন্ডিয়া জোট

 ইন্ডিয়া জোটের শরিক তথা তামিলনাড়ুর শাসক দল ডিএমকে। অন্য দিকে এনডিএ জোটের শরিক তথা অন্ধ্রপ্রদেশের আগামী শাসক দল টিডিপি। যদিও ইন্ডিয়া জোটের বৈঠকের শেষে যায় যে ইন্ডিয়া জোট সরকার গড়ার কোনও চেষ্টাই করবে না, বরং বিরোধীদের ভূমিকা পালন করবে। পাশাপাশি চন্দ্রবাবু নাইডু এবং নীতীশ কুমারকে পাশে নিয়ে সরকার গড়ার কথা ঘোষণা করে বিজেপি। তাই সরকারকে গড়বে সেই নিয়ে আপাত জল্পনা শেষ হয়েছে বলেই মনে করা হয়েছিল। তার পরেও চন্দ্রবাবুর সঙ্গে স্ট্যালিনের সাক্ষাৎ নতুন জল্পনার ইঙ্গিত কি?

যদিও সেই জল্পনা উড়িয়ে নিজের এক্স হ্যান্ডল থেকে ছবি পোস্ট করেছেন স্ট্যালিন। সেই সঙ্গে লিখেছেন, “করুণানিধির দীর্ঘ দিনের বন্ধু চন্দ্রবাবু নাইডুর সঙ্গে দিল্লি বিমানবন্দরে দেখা হল। আমি তাঁকে শুভেচ্ছা জানিয়েছি, সেই সঙ্গে পাশাপাশি দুই রাজ্যের বন্ধন যাতে সুদৃঢ় হয় তার ইচ্ছাপ্রকাশ করেছি”। সেই সঙ্গে তিনি আরও লিখেছেন, “আমি আশাবাদী যে কেন্দ্রের সরকার গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন এবং দক্ষিণের রাজ্যগুলির প্রতিনিধি হিসাবে আমাদের অধিকারের জন্য প্রশ্ন তুলবেন”।

অর্থাৎ স্ট্যালিন এই সাক্ষাৎকে সৌজন্য সাক্ষাৎই বলেছেন, কিন্তু বাস্তবে জোট রাজনীতি কোথায় দাঁড়ায় তার উত্তর সময়ই দেবে।

Abhishek Banerjee: ‘বলেছিল বাংলায় সরকার ফেলে দেবে, নিজেদের সরকার বাঁচবে তো?’ দিল্লি যাওয়ার আগে খোঁচা অভিষেকের

কলকাতা: ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি উড়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তার আগে অবশ্য কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়েই বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন অভিষেক৷ ভোট প্রচারে এসে বিজেপি নেতাদের দেওয়া হুঁশিয়ারির কথা মনে করিয়ে দিয়ে অভিষেকের কটাক্ষ, ‘বিজেপি এবার নিজেদের সরকার বাঁচাতে পারবে তো?’

মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই জানিয়েছিলেন যে বুধবার দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে তৃণমূলের হয়ে যোগ দেবেন অভিষেক৷ সেই মতো এ দিন দুপুর একটা নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে দিল্লি রওনা দেন তিনি৷

আরও পড়ুন: অভিষেকের প্রশংসা, মুখ খুললেন সুজাতাকে নিয়েও! ভোটে জিতেই বেসুরো সৌমিত্র৷?

অভিষেক এ দিন দিল্লি রওনা হওয়ার আগে বলেন, ‘বিজেপি নেতারা রাজ্যে ভোট প্রচারে এসে হুমকি দিয়েছিলেন, তিরিশটি আসন পেলেই নাকি আমাদের সরকার ফেলে দেবে৷ আজ আপনারা প্রশ্ন করছেন, বিজেপি নিজেদের সরকারই বাঁচাতে পারবে তো? আপনাদের প্রশ্নেই আপনার উত্তর রয়েছে৷ এই কারণেই আমি বলি, কখনও সাধারণ মানুষের ক্ষমতাকে খাটো করে দেখা উচিত নয়৷ অভিষেক বলেন, কিংমেকার কেউ নন, দেশের জনতাই কিংমেকার৷ যাঁরা দ্রব্য মূল্যবৃদ্ধি, সাম্প্রদায়িক বিভাজন, বেকারত্বের বিরুদ্ধে ইভিএমে বোতাম টিপেছেন, তাঁরাই আসল কিংমেকার৷’

তবে দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক নিয়ে অবশ্য কোনও মন্তব্য করতে চাননি অভিষেক৷ তিনি বলেন, আগে দিল্লিতে যাই, বৈঠক হোক৷ তার পরে আপনাদের সব প্রশ্নের জবাব দেব৷’

কটাক্ষের সুরে অভিষেক আরও বলেন, ‘বিধানসভা নির্বাচনের আগে বিজেপি নেতারা দুশো আসন পার করার হুমকি দিয়েছিলেন৷ প্রধানমন্ত্রী এবার বলেছিলেন, চারশো আসন পার করবেন৷ আমি বিজেপি নেতাদের অনুরোধ করব, প্রতিটি নির্বাচনের আগেই এরকম অবাস্তব ভবিষ্যদ্বাণী করতে৷ কারণ তাহলেই ফল আমাদের পক্ষে যায়৷’

অযোধ্যায় তড়িঘড়ি রাম মন্দির তৈরি করে ভোট প্রচারে ঝাঁপিয়েছিল বিজেপি৷ যদিও সেই অযোধ্যাতেই লোকসভা ভোটে হারতে হয়েছে বিজেপিকে৷ এই প্রসঙ্গে অভিষেক বলেন, ‘রাম মন্দির তৈরি করে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত প্রতিটি মানুষের কাছে গিয়েছিল বিজেপি৷ কিন্তু সেই অযোধ্যাতেই তাদের হারতে হল৷ এতেই প্রমাণিত, বিজেপির বিরুদ্ধে মানুষের রাগ কোন সীমায় পৌঁছেছিল৷ বিজেপি দাবি করেছিল, তারাই নাকি রামের প্রতিষ্ঠা করেছেন, মানুষ কী করে ভগবানের প্রতিষ্ঠা করবে? আমি শুধু বলব, প্রভু রামই ন্যায় এনেছেন৷’

Tamil Nadu Lok Sabha Election Results 2024: ৩৯-এর মধ্যে ৩৭ আসনেই এগিয়ে ইন্ডিয়া জোট, ধাক্কা খেল বিজেপির তামিলনাড়ু স্বপ্ন

কলকাতা: এক্সিট পোল ২০২৪-এর সমস্ত সমীক্ষাতেই পূর্বাভাস দেওয়া হয়েছিল। সেই মতোই ৪ জুন, মঙ্গলবার লোকসভা নির্বাচন ২০২৪-এর ফলাফলের ট্রেন্ড সামনে আসতেই নিউজ ১৮ মেগা এক্সিট পোলের রিপোর্ট সত্য হতে শুরু করল। তামিলনাড়ুর ৩৯ টি লোকসভা আসনের ৩৭টি আসনে এগিয়ে রয়েছে ইন্ডিয়া জোট।

নিউজ এইট্টিনের মেগা এক্সিট পোলের বলা হয়েছিল, তামিলনাড়ু থেকে মোট ৩৯ আসনের মধ্যে বিজেপি পেতে পারে ১-৩টি আসন৷ কংগ্রেস পেতে পারে ৮ থেকে ১১টি আসন৷ অর্থাৎ সব মিলিয়ে ইন্ডিয়া জোটের খাতায় আসতে পারে ৩৬ থেকে ৩৯টি আসন৷ আর এআইএডিএমকে পেতে পারে ০-২টি আসন৷ পুদুচেরির একটি মাত্র আসন পেতে পারে কংগ্রেস৷

আরও পড়ুন: ইঞ্চিতে-ইঞ্চিতে লড়াই, তবু গণনাকেন্দ্রে চমকে দিলেন মহুয়া-‘রানি মা’! দেখুন কী কাণ্ড

৪ জুন ফলাফলের আভাস সামনে আসতেই তামিলনাড়ুতে বিজেপির পদ্ম ফোটানো আর হবে না বলেই মনে করছে রাজনৈতিক মহল। বিজেপির হার এখন শুধুই সময়ের অপেক্ষা। তামিলনাড়ু রাজ্যের ৩৯টি লোকসভা আসনের মধ্যে ডিএমকে ৩৩টি কেন্দ্রে এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে। এআইএডিএমকে এখনও পর্যন্ত ২টি আসনে এগিয়ে আছে। বিজেপি প্রাথমিকভাবে কিছু আসনে এগিয়ে থাকলেও আপাতত ব্যাকফুটে। ইন্ডিয়া জোটের অন্যতম ভরসার রাজ্যে এখনও অনেকটাই পর্যন্ত এগিয়ে ডিএমকে।

আরও পড়ুন: জোর টক্কর, সন্ধ্যা ৭টায় বিজেপি সদর দফতরে নরেন্দ্র মোদি! লাড্ডু, ফুলে সেজে উঠছে দিল্লি

তামিলনাড়ুতে ৩৯টি আসনের মধ্যে ২৩টি আসনে সরাসরি প্রতিদ্বন্দিতা করছে বিজেপি। ভারতীয় জনতা পার্টি এছাড়া পাট্টালি মক্কাল কাচ্চি ১০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে ও তামিল মানিলা কংগ্রেস তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দক্ষিণের রাজ্য তামিলনাড়ুতে এতদিন পর্যন্ত বিশেষ সুবিধা করতে পারেনি ভারতীয় জনতা পার্টি। এবারও কি তাদের খাতা খুলবে নাকি, বরাবরের মতো বিজেপি বিরোধী রাজনীতি চ্যাম্পিয়ন হবে, এই রাজ্যে তার জন্য নজর রাখতে হবে আরও কিছুক্ষণ।

Uttar Pradesh election results 2024: এনডিএ-ইন্ডিয়া সমানে সমানে লড়াই, চমক দিল উত্তর প্রদেশ! অযোধ্যাতেও পিছিয়ে বিজেপি

লখনউ: শেষ পর্যন্ত গোটা দেশে ভোটের ফল যাই হোক না কেন, সম্ভবত সবথেকে বড় চমক দিতে চলেছে উত্তর প্রদেশ৷ যাবতীয় হিসেব নিকেশ উল্টে দিয়ে উত্তর প্রদেশে এনডিএ-র থেকে সামান্য হলেও এগিয়ে রয়েছে ইন্ডিয়া জোট৷ শেষ খবর পাওয়া পর্যন্ত উত্তর প্রদেশের ৮০টি আসনের মধ্যে ইন্ডিয়া এবং এনডিএ-র মধ্যে প্রায় সমানে সমানে লড়াই চলছে৷

২০১৪-এর লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের ৮০টি আসনের মধ্যে ৭৩টি জিতেছিল এনডিএ৷ বিজেপি একাই পেয়েছিল ৭১টি আসন৷ অন্যদিকে ২০১৯ সালেও এনডিএ উত্তর প্রদেশ থেকে জয়ী হয়েছিল ৬৩টি আসনে৷ ৬১টি আসন বিজেপি একাই দখল করেছিল৷ এমন কি যে রাম মন্দির নিয়ে দেশ জুড়ে প্রচার করেছে বিজেপি, সেই অযোধ্যা যে লোকসভার মধ্যে পড়ে সেই ফৈজাবাদেও পিছিয়ে রয়েছে বিজেপি৷  সেখানে এগিয়ে রয়েছেন সমাজবাদী পার্টির প্রার্থী৷

আরও পড়়ুন: এগিয়ে ১০০-র বেশি আসনে, ২০১৪-র পর সবথেকে ভাল ফলের পথে কংগ্রেস

এবার অবশ্য বিজেপির বিরুদ্ধে একজোট হয়েছে লড়েছে সমাজবাদী পার্টি এবং কংগ্রেস৷ সমাজবাদী পার্টি লড়েছিল ৬২টি আসনে, কংগ্রেস লড়াই করে ১৭টি আসনে, একটি আসনে লড়ে তৃণমূল৷

এ দিন ভোট গণনা শুরুর পর থেকেই উত্তর প্রদেশে কাঁটায় কাঁটায় টক্কর চলছে এনডিএ এবং ইন্ডিয়ার মধ্যে৷ শেষ পর্যন্ত গোটা দেশে যাই হোক না কেন, উত্তর প্রদেশে এই প্রবণতা বজায় থাকলে তা গেরুয়া শিবিরের চিন্তা অনেকটাই বাড়াবে৷

Lok Sabha election results 2024: পালাবদল হচ্ছেই, ধরে নিয়ে বুধে ফের বৈঠকে ইন্ডিয়া জোট! রাতেই মমতাকে ফোন খাড়গে

নয়াদিল্লি: বুথ ফেরত সমীক্ষার ফলে যতই এনডিএ-এর প্রত্যাবর্তনের কথা বলা হোক না কেন, নিজেদের ভাবনা থেকে সরছে না কংগ্রেস সহ ইন্ডিয়া জোটের নেতৃত্ব৷ মঙ্গলবার ইভিএম খুললে ফলে বিরোধীদের পক্ষে যাবে, এমন সম্ভাবনার কথা ধরে নিয়েই ঘুঁটি সাজাচ্ছেন তাঁরা৷

পশ্চিমবঙ্গ নির্বাচন ফলাফল ২০২৪ , লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট

নির্বাচন রেজাল্ট ২০২৪ , লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট

গত ১ জুন শেষ দফার ভোটের দিন নয়াদিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক হয়েছিল৷ আগামিকাল বুধবার, ভোটের ফল বেরনোর পরদিনই ফের দিল্লিতে বিরোধী জোটের বৈঠক ডাকলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে৷ সেই বৈঠকে আমন্ত্রণ জানিয়ে সোমবার রাতেই তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন খাড়গে৷ সূত্রের খবর, কংগ্রেস সভাপতির আমন্ত্রণ গ্রহণ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী৷

আরও পড়ুন: ভোটের ফল বেরোলেই ফের ইস্তফা দেবেন নীতীশ? ফের শিবির বদল, না অন্য চমক

প্রসঙ্গত, গত শনিবারের বৈঠকে আমন্ত্রিত থাকলেও মমতা নিজে অথবা তৃণমূলের কেউ উপস্থিত ছিলেন না৷ কারণ ওই দিন রাজ্যের ৯টি আসনে ভোটগ্রহণ ছিল৷ ওই বৈঠক শেষেই খাড়গে সহ ইন্ডিয়া জোটের নেতারা প্রত্যয়ের সঙ্গে দাবি করেছিলেন, ইন্ডিয়া জোট অন্তত ২৯৫টি আসনে জয়ী হবে৷

যদিও প্রায় সব বুথ ফেরত সমীক্ষাতেই তৃতীয় মোদি সরকার গঠন শুধুমাত্র সময়ের অপেক্ষা বলে ইঙ্গিত দেওয়া হয়েছে৷ শুধু সরকার গঠনই নয়, বিজেপি-র নেতৃত্বাধীন এনডিএ বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরছে বলেই অধিকাংশ বুথ ফেরত সমীক্ষায় দাবি করা হয়েছে৷

তবে বুথ ফেরত সমীক্ষার দাবিকে মানতে নারাজ কংগ্রেস নেতৃত্ব৷ প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধি সোমবারও দাবি করেছেন, মঙ্গলবার ভোট গণনা শুরু হলে বুথ ফেরত সমীক্ষার ফল উল্টে যাবে৷

Lok Sabha Election Results 2024: বারাণসী, রায়বরেলি থেকে বাংলার কৃষ্ণনগর- মঙ্গলবার এই এক ডজন কেন্দ্রে নজর থাকবে গোটা দেশের

প্রায় দু মাস ধরে সাত দফায় চলেছে দেশের ৫৪২টি কেন্দ্রে ভোটগ্রহণ৷ আগামিকাল, মঙ্গলবার অপেক্ষার অবসান৷ দিল্লির মসনদে পরিবর্তন হবে নাকি তৃতীয় বার মোদি সরকারের প্রত্যাবর্তন সময়ের অপেক্ষা, তা জানতে আর কয়েক ঘণ্টার অপেক্ষা৷

পশ্চিমবঙ্গ নির্বাচন ফলাফল ২০২৪ , লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট

নির্বাচন রেজাল্ট ২০২৪ , লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট

নিউজ ১৮-এর বুথ ফেরত সমীক্ষাতে অবশ্য আগেই জানানো হয়েছে, তৃতীয় বারের জন্য ক্ষমতায় ফিরছে নরেন্দ্র মোদি সরকার৷ নিউজ ১৮-এর বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, বিজেপি একাই ৩০৫ থেকে ৩১৫টি আসন দখল করতে পারে৷ অন্যদিকে কংগ্রেস পেতে পারে ৬২ থেকে ৭২টি আসন৷ অন্যদিকে এনডিএ জোটের দখলে সবমিলিয়ে ৩৫৫ থেকে ৩৭০টি আসন আসতে পারে বলেও এই বুথ ফেরত সমীক্ষায় দাবি করা হয়েছে৷ সেখানে ইন্ডিয়া জোটকে ১২৫থেকে ১৪০টি আসনেই সন্তুষ্ঠ থাকতে হতে পারে৷

এবার দেখে নেওয়া যাক দেশ জুড়ে মঙ্গলবার সকাল থেকে কোন আসনগুলির দিকে নজর থাকবে আমজনতা থেকে শুরু করে রাজনৈতিক নেতা, বিশ্লেষকদের৷

বারাণসী
এই তালিকায় প্রথমেই আসবে উত্তর প্রদেশের বারাণসীর নাম৷ কারণ ওই কেন্দ্রের বিজেপি প্রার্থীর নাম নরেন্দ্র মোদি৷ এই কেন্দ্রে মোদির বিপক্ষে রয়েছেন মোট ছ জন প্রার্থী৷ যদিও এই কেন্দ্রে মোদি কত ব্যবধানে জিতবেন, সেটাই এখন চর্চার বিষয়৷ এবারেও জিতলে বারাণসী থেকে জয়ের হ্যাটট্রিক করবেন প্রধানমন্ত্রী৷

রায়বরেলি এবং ওয়ানাডে রাহুলের পরীক্ষা
বারাণসীর পরেই গোটা দেশের নজর সম্ভবত থাকবে উত্তর প্রদেশের রায়বরেলি এবং কেরলের ওয়ানাডের দিকে৷ কারণ এই দুই কেন্দ্রেই কংগ্রেস প্রার্থীর নাম রাহুল গান্ধি৷ ২০১৯-এ অমেঠীতে হারলেও রাহুলের মান রক্ষা করেছিল ওয়ানাড৷ এবারেও সেখানে প্রার্থী তিনি৷ অন্যদিকে মা সনিয়া গান্ধি অসুস্থতার কারণে প্রার্থী না হওয়া এবারে রায়বরেলিতে গান্ধিদের সম্মান রক্ষার ভার রাহুলের কাঁধে৷ ওয়ানাডে রাহুলের লড়াই বিজেপির কেরলের রাজ্য সভাপতি কে সুরেন্দ্রন এবং সিপিআই প্রার্থী অ্যানি রাজার বিরুদ্ধে৷ আবার রায়বরেলিতে রাহুলের প্রধান প্রতিপক্ষ বিজেপির দীনেশ প্রতাপ সিং৷

গান্ধিনগর
গুজরাতের গান্ধিনগর কেন্দ্র থেকে ২০১৯ সালে সাড়ে পাঁচ লক্ষ ভোটে জয়ী হয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ এবারও এই কেন্দ্র থেকে প্রার্থী তিনি৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জয়ের ব্যবধান বাড়ে নাকি কংগ্রেসের সোনাল পটেল তাঁর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারেন, সেটাই দেখার৷

উত্তর প্রদেশের কনৌজে অখিলেশের পরীক্ষা
প্রথমে লোকসভা ভোটে লড়বেন না বলে সিদ্ধান্ত নিলেও শেষ মুহূর্তে উত্তর প্রদেশের কনৌজ থেকে প্রার্থী হন সমাজবাদী পার্টির প্রধান এবং উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব৷ এই কেন্দ্রে তাঁর লড়াই বর্তমান সাংসদ বিজেপির সুব্রত পাঠকের বিরুদ্ধে৷ কনৌজ কেন্দ্রটি বরাবরই সমাজবাদী পার্টির গড় বলে পরিচিত ছিল৷ অখিলেশের বাবা মুলায়ম সিং যাদবও দীর্ঘদিন এই কেন্দ্রেরই সাংসদ ছিলেন৷ ২০১৯-এ কনৌজ থেকে জিততে ব্যর্থ হন অখিলেশের স্ত্রী ডিম্পল যাদব৷

আরও পড়ুন: মঙ্গলবার হিসেব উল্টে যাবে, অপেক্ষা করতে বললেন আত্মবিশ্বাসী সনিয়া

অমেঠিতে স্মৃতি ইরানির পরীক্ষা
২০১৯-এ উত্তর প্রদেশের অমেঠিতে রাহুল গান্ধিকে হারিয়ে পরাজিত করে চমকে দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি৷ এবার সেই অমেঠিতেই তাঁর প্রতিপক্ষ কংগ্রেসের কে এল শর্মা৷ কে এল শর্মা গান্ধি পরিবারের ঘনিষ্ঠ বলেই কংগ্রেসের অন্দরমহলে পরিচিত৷ স্মৃতি ইরানির বিরুদ্ধে তিনি কতটা প্রতিরোধ গড়ে তোলেন, অমেঠিতে সেটাই দেখার৷

তিরুঅনন্তপুরমে শশী থারুর বনাম রাজীব চন্দ্রশেখরের লড়াই
কেরলের তিরুঅনন্তপুরম কেন্দ্রে এবার হাড্ডাহাড্ডি ত্রিমুখী লড়াই৷ এই কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী বর্তমান সাংসদ শশী থারুর৷ তাঁর বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছিল কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখরকে৷ অন্যদিকে এই কেন্দ্র থেকে আবার পন্নিয়ান রবীন্দ্রনকে প্রার্থী করেছে সিপিআই৷

নাগপুরে নীতীন গড়কড়ির ভাগ্য নির্ধারণ
আর এক কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপির অন্যতম শীর্ষ নেতা নীতীন গড়কড়ি এবারেও মহারাষ্ট্রের নাগপুর থেকেই প্রার্থী হয়েছেন৷ ২০১৪ এবং ২০১৯-এই কেন্দ্র থেকেই বিপুল ব্যবধানে জয়ী হন তিনি৷

হিমাচলের মান্ডিতে কঙ্গনা রানাওয়াতের পরীক্ষা
হিমাচল প্রদেশের মান্ডি কেন্দ্র থেকে এবার বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে প্রার্থী করে চমক দিয়েছিল বিজেপি৷ এই কেন্দ্রটি বরাবরই কংগ্রেসের শক্ত ঘাঁটি৷ কঙ্গনা এবার এই কেন্দ্রটি কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নিতে পারেন কি না, সেটাই দেখার৷

হায়দ্রাবাদ
নিজের গড় হায়দ্রাবাদ কেন্দ্র থেকে এবারও প্রার্থী হয়েছেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি৷ এই কেন্দ্র থেকে তাঁর মূল প্রতিপক্ষ বিজেপির মাধবী লতা৷ নিউজ ১৮-এর বুথ ফেরত সমীক্ষায় এই কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষ হাসি ওয়াইসি হাসবেন বলেই ইঙ্গিত দেওয়া হয়েছে৷

কৃষ্ণনগর থেকে মহুয়া মৈত্রের সংসদে ফেরার লড়াই
মেয়াদ শেষ হওয়ার আগেই সংসদ থেকে বহিষ্কৃত হতে হয়েছিল৷ কৃষ্ণনগর কেন্দ্র থেকে মহুয়া মৈত্র এবারেও জিতবেন কি না, তা নিয়ে তুমুল আগ্রহ রয়েছে রাজনৈতিক মহলে৷ কারণ এই কেন্দ্রে মহুয়ার বিরুদ্ধে কৃষ্ণনগরের রাজ পরিবারের সদস্য রানি মা হিসেবে খ্যাত অমৃতা রায়কে প্রার্থী করেছে বিজেপি৷

উত্তর পূর্ব দিল্লিতে কানহাইয়া- মনোজের লড়াই
উত্তর-পূর্ব দিল্লি কেন্দ্রে এবার কংগ্রেসের কানহাইয়া কুমার এবং বিজেপির মনোজ তিওয়ারির মধ্যে জোর লড়াই৷ মনোজ তিওয়ারি ওই কেন্দ্রেরই বর্তমান সাংসদ৷ দুই প্রার্থীই আদতে বিহারের হলেও রাজধানীর বুকে তাঁদের ভাগ্য পরীক্ষা৷

Lok Sabha election results: মঙ্গলবার হিসেব উল্টে যাবে, অপেক্ষা করতে বললেন আত্মবিশ্বাসী সনিয়া

নয়াদিল্লি: সব বুথ ফেরত সমীক্ষাই গেরুয়া ঝড়ের ইঙ্গিত দিয়েছে৷ তৃতীয় বারের জন্য নরেন্দ্র মোদি যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরছেন, সেই দাবিই করা হয়েছে কমবেশি সব বুথ ফেরত সমীক্ষাতে৷ সেই ভবিষ্যদ্বাণী কতটা মেলে, তা অবশ্য চব্বিশ ঘণ্টার মধ্যেই জানা যাবে৷

নির্বাচন রেজাল্ট ২০২৪, লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট

তবে প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধি অবশ্য এখনই হাল ছাড়ছেন না৷ বুথ ফেরত সমীক্ষা নিয়ে তাঁর মতামত জানতে চাইলে সনিয়ার সংক্ষিপ্ত জবাব, আমাদের তো অপেক্ষা করা ছাড়া উপায় নেই৷ তবে আমি খুবই আশাবাদী, বুথ ফেরত সমীক্ষায় যা দাবি করা হয়েছে, ফলাফল তার উল্টো হবে৷

আরও পড়ুন: রেজাল্ট বেরতে ২৪ ঘণ্টাও বাকি নেই! কে জিতছে? বিস্ফোরক মন্তব্য প্রশান্ত কিশোরের! বুঝিয়ে দিলেন ‘ভবিষ্যৎ’

শেষ দফার ভোটের শনিবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জোট শরিকদের নিয়ে বৈঠকের পর দাবি করেন, ইন্ডিয়া জোট অন্তত ২৯৫টি আসনে জয়ী হবে৷

যদিও ওই দিনই প্রায় সব বুথ ফেরত সমীক্ষাতেই দাবি করা হয়েছে, সংখ্যাগরিষ্ঠতার থেকেও অনেক বেশি আসন পেয়ে একার জোরেই সরকার তৈরি করার জায়গায় থাকবে বিজেপি৷ এনডিএ জোট ৪০০ পারের লক্ষ্যপূরণ না করতে পারলেও তাদের আসন সংখ্যা ৩৫০ ছুঁয়ে ফেলবে বলেও একাধিক সমীক্ষায় দাবি করা হয়৷

অন্যদিকে বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাস অনুযায়ী, ইন্ডিয়া জোট খুব বেশি হলে দে়ড়শোর কাছাকাছি আসন পেতে পারে৷ বুথ ফেরত সমীক্ষার এই দাবি অবশ্য স্বভাবতই মানছেন না বিরোধী শিবিরের নেতারা৷ বুথ ফেরত সমীক্ষার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা৷