স্কুল 

Hooghly News: স্থায়ী শিক্ষকের অভাবে বন্ধ হতে হতে বসেছে গোঘাটের এই জুনিয়ার হাই স্কুল   

গোঘাট: নেই স্থায়ী শিক্ষক, নেই শিক্ষা কর্মী, পঠন-পাঠন বন্ধের মুখে জুনিয়ার হাই স্কুল।স্থায়ী শিক্ষকের অভাবে ধুঁকছে স্কুল। ঘটনাটি হুগলি জেলার গোঘাট দু নম্বর ব্লকের পান্ডু গ্রামের বেনেপুকুর শিবতলা উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের।স্কুলে গিয়ে দেখা গেল কোনো স্থায়ী শিক্ষক নেই একটি মাত্র অবসরপ্রাপ্ত অতিথি শিক্ষক দিয়ে চলছে স্কুল। আবার গ্রামের একজন বিনা পারিশ্রমিকেও পঠন পাঠন করাচ্ছেন। পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এই স্কুলে বর্তমানে খাতা-কলামের মোট ছাত্র-ছাত্রী সংখ্যা দাঁড়িয়ে রয়েছে ১৫ জন।

আরও পড়ুন: ক্যারাটে-তাইকোয়ান্ড নয় আত্মরক্ষার্থে দিন দিন জনপ্রিয় হচ্ছে মার্শাল আর্ট “হ্যাপকিডো”

চরম অবস্থার মধ্যে দিয়ে চলছে স্কুল। শিক্ষক কর্মী না থাকায় স্কুলের পড়াশোনার বদলে ঝাঁট দেওয়া থেকে শুরু করে স্কুলের রুম পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ও পানীয় জল বয়ে আনা সবই করতে হয় স্কুলের ছাত্রছাত্রীদের। ফলে পড়াশুনা এই স্কুল একেবারে তলানিতে ঠেকেছে।অবসরপ্রাপ্ত শিক্ষিকা জানান,আগে সব ছাত্রছাত্রীদের স্কুলে পাঠাতেন অভিভাবকরা। কিন্তু এই স্কুলের শিক্ষাব্যবস্থার বেহাল দশা দেখে এখন আর এই স্কুলে ছেলে মেয়েদের পাঠাতে চান না তারা।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
স্কুলের পরিকাঠামো ভালো থাকলেও ছাত্র-ছাত্রী সংখ্যা কমে যাচ্ছে। দ্রুত শিক্ষক নিয়োগ করার দাবি উঠছে।

Suvojit Ghosh