দুর্দান্ত বিরাট কোহলি কেকেআর বনাম আরসিবি ম্যাচে Photo- AP

RCB vs KKR: দুরন্ত বিরাট, শেষবেলায় ফটাফট ব্যাটিং দীনেশের, নাইটদের বিরুদ্ধে ১৮২ রান আরসিবি-র

বেঙ্গালুরু: প্রথম ম্যাচে জয়ের পর প্লেয়িং ইলেভেনে বদল নিয়ে মাঠে নেমেছে কেকেআর৷  RCB vs KKR ম্যাচে চিন্নাস্বামী স্টেডিয়ামে এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার৷ এদিন অবশ্য চোটের কারণে দলের গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান এবং গত মরশুমে দায়িত্ব নেওয়া অধিনায়ক নীতিশ রানা খেলেননি৷ বিরাটের দুরন্ত ইনিংস এবং শেষবেলায় দীনেশ কার্তিকের ৮ বলে ২০-র সৌজন্যে আরসিবি এদিন ২০ ওভারে ৬ উইকেটে ১৮২ রান করে৷ বিরাট ৫৯ বলে ৮৩ করে অপরাজিত থাকেন৷

এদিন শুরুটা অবশ্য ধামাকা করেছিল আরসিবি৷ বিরাট ও ফ্যাফের জুটিতে ঝড়ের গতিতে রান উঠতে শুরু করে৷ কিন্তু ফ্যাফ মাত্র ৬ বলে ৮ রান করে প্যাভিলিয়নের রাস্তা ধরেন৷ সৌজন্যে হর্ষিত রানা৷ তাঁর বলে স্টার্ক তালুবন্দি করেন আরসিবি অধিনায়কে৷

এরপর প্রথমে ক্যামেরন গ্রিন ও পরে গ্লেন ম্যাক্সওয়েলের সঙ্গে জুটি বেঁধে দলের স্কোর এগিয়ে নিয়ে যাচ্ছিলেন বিরাট কোহলি৷ গ্রিন ২১ বলে ৩৩ রান করেন৷ তাঁর ইনিংস সাজানো ৪ টি চার ও ২ টি ছয় দিয়ে৷

১৯ বলে ২৮ রান করেন ম্যাক্সি৷ তাঁর ইনিংসে ছিল ৩ টি চার ও ১ টি ছয় দিয়ে৷ তাঁর উইকেট নেন সুনীল নারিন৷

এছাড়াও রজত পাতিদার, অনুজ রাওয়াত সকলেই আয়ারাম -গয়ারাম৷ তবে বিরাট কোহলি কোনও ভুল করেননি৷ তিনি এদিনও অর্ধশতরান পূরণ করে নেন৷

রাসেল এদিন আইপিএলে নিজের শততম উইকেটটি পেয়ে গেলেন৷ কেকেআরের হয়ে হর্ষিত রানা, আন্দ্রে রাসেল সাফল্য পান৷ বিরাটের এদিনের ইনিংস সাজানো ৪ টি চার ও ৪ টি ছয় দিয়ে৷

প্রথম ম্যাচের মতো এদিনও ফ্লপ শো কেকেআরের তারকা বোলার মিচেল স্টার্কের এদিনও একটি উইকেট পেলেন না অজি এই পেসার৷