Knowledge Story: আইপিএলের ইতিহাসে সবথেকে দ্রুত গতির বল কে করেছে? জেনে নিন প্রথম পাঁচে কারা

চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৭ তম মরশুম। আইপিএলের ইতিহাসে একাধিক পেস বোলার আগুন ঝরিয়েছেন। তবে প্রতিযোগিতার ইতিহাসে সবথেকে জোড়ে বল কে করেছেন? সেই তথ্য অজানা অনেকের। দেখে নিন প্রথম পাঁচের তালিকা।
চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৭ তম মরশুম। আইপিএলের ইতিহাসে একাধিক পেস বোলার আগুন ঝরিয়েছেন। তবে প্রতিযোগিতার ইতিহাসে সবথেকে জোড়ে বল কে করেছেন? সেই তথ্য অজানা অনেকের। দেখে নিন প্রথম পাঁচের তালিকা।
পঞ্জাব কিংসের বিরুদ্ধ আইপিএল অভিষেকেই নজর কেড়েছেন লখনউ সুপার জায়ান্টসের পেসার মায়াঙ্ক যাদব। ৪ ওভারে ২৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি।
পঞ্জাব কিংসের বিরুদ্ধ আইপিএল অভিষেকেই নজর কেড়েছেন লখনউ সুপার জায়ান্টসের পেসার মায়াঙ্ক যাদব। ৪ ওভারে ২৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি।
ম্যান অফ দ্যা ম্যাচ হয়ে আইপিএলের স্বপ্নের শুরু করলেন মায়াঙ্ক যাদব। বিশেষ করে তার লাগাতার আগুনে গতিতে বোলিংয়ের প্রশংসায় পঞ্চমুখ বর্তমান ও প্রাক্তন ক্রিকেটাররা।
ম্যান অফ দ্যা ম্যাচ হয়ে আইপিএলের স্বপ্নের শুরু করলেন মায়াঙ্ক যাদব। বিশেষ করে তার লাগাতার আগুনে গতিতে বোলিংয়ের প্রশংসায় পঞ্চমুখ বর্তমান ও প্রাক্তন ক্রিকেটাররা।
শনিবার পঞ্জাবের বিরুদ্ধে অভিষেকেই রেকর্ড বুকেও নাম লিখেয়ে ফেলেছেন মায়াঙ্ক। আইপিএল ২০২৪-এর সবথেকে দ্রুত গতির বল করেছেন মায়াঙ্ক। শুধু তাই নয়, এবারের আইপিএলে সবথেকে দ্রুতগতির বলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় তিনটিই মায়াঙ্কের।
শনিবার পঞ্জাবের বিরুদ্ধে অভিষেকেই রেকর্ড বুকেও নাম লিখেয়ে ফেলেছেন মায়াঙ্ক। আইপিএল ২০২৪-এর সবথেকে দ্রুত গতির বল করেছেন মায়াঙ্ক। শুধু তাই নয়, এবারের আইপিএলে সবথেকে দ্রুতগতির বলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় তিনটিই মায়াঙ্কের।
আইপিএল অভিষেকে ৪ ওভার বল করেছেন মায়াঙ্ক। মোট ২৪টি বল করেছেন তিনি। তার মধ্যে ১৮টিরই গতিবেগ ঘণ্টায় ১৪৫ কিলোমিটারের বেশি। আটটি বলের গতি ১৫০ কিমি ছুঁয়ে ফেলেছে। ১৫৫.৮ কিলোমিটারে বল করে এবারের আইপিএলে এখনও পর্যন্ত সবথেকে দ্রুত গতির বলটা করে ফেলেছেন মায়াঙ্ক।
আইপিএল অভিষেকে ৪ ওভার বল করেছেন মায়াঙ্ক। মোট ২৪টি বল করেছেন তিনি। তার মধ্যে ১৮টিরই গতিবেগ ঘণ্টায় ১৪৫ কিলোমিটারের বেশি। আটটি বলের গতি ১৫০ কিমি ছুঁয়ে ফেলেছে। ১৫৫.৮ কিলোমিটারে বল করে এবারের আইপিএলে এখনও পর্যন্ত সবথেকে দ্রুত গতির বলটা করে ফেলেছেন মায়াঙ্ক।
এছাডা আইপিএলের ইতিহাসে সবথেকে দ্রুত বলের তালিকায় পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে মায়াঙ্ক যাদবের ১৫৫.৮ কিমি বেগের বলটি। ১৫৭.৭ কিমি গতিতে বল করে শীর্ষে শন টেইট, ১৫৭.৩ কিমি বেগে বল করে দ্বিতীয় লকি ফার্গুসন, ১৫৭-তে বল করে তৃতীয় উমরান মালিক, ১৫৬.২ কিমি বেগে বল করে চতুর্থ আনরিখ নকিয়া, পাঁচে মায়াঙ্ক যাদব।
এছাডা আইপিএলের ইতিহাসে সবথেকে দ্রুত বলের তালিকায় পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে মায়াঙ্ক যাদবের ১৫৫.৮ কিমি বেগের বলটি। ১৫৭.৭ কিমি গতিতে বল করে শীর্ষে শন টেইট, ১৫৭.৩ কিমি বেগে বল করে দ্বিতীয় লকি ফার্গুসন, ১৫৭-তে বল করে তৃতীয় উমরান মালিক, ১৫৬.২ কিমি বেগে বল করে চতুর্থ আনরিখ নকিয়া, পাঁচে মায়াঙ্ক যাদব।