বাংলার লৌকিক দেবদেবীদের মধ্যে মা শীতলা অন্যতম৷ প্রতি বছর বসন্ত ঋতুতে পূজিতা হন এই দেবী৷ প্রচলিত বিশ্বাস, এই লৌকিক দেবীর পুজো করলে বসন্ত-সহ ঋতু পরিবর্তনের অন্য রোগবালাইয়ের মহামারি থেকে রক্ষা পাওয়া যায়৷

Sheetala Puja 2024 Date & Timing: এ বছর শীতলাপুজো কবে, জানুন শুভ মুহূর্তের দিন ক্ষণ! সন্তানের মঙ্গলকামনায় এই রঙের ফুলের মালা নিবেদন করবেন দেবীকে

বাংলার লৌকিক দেবদেবীদের মধ্যে মা শীতলা অন্যতম৷ প্রতি বছর বসন্ত ঋতুতে পূজিতা হন এই দেবী৷ প্রচলিত বিশ্বাস, এই লৌকিক দেবীর পুজো করলে বসন্ত-সহ ঋতু পরিবর্তনের অন্য রোগবালাইয়ের মহামারি থেকে রক্ষা পাওয়া যায়৷
বাংলার লৌকিক দেবদেবীদের মধ্যে মা শীতলা অন্যতম৷ প্রতি বছর বসন্ত ঋতুতে পূজিতা হন এই দেবী৷ প্রচলিত বিশ্বাস, এই লৌকিক দেবীর পুজো করলে বসন্ত-সহ ঋতু পরিবর্তনের অন্য রোগবালাইয়ের মহামারি থেকে রক্ষা পাওয়া যায়৷

 

প্রতি বছর দোলপূর্ণিমার পরে কৃষ্ণপক্ষের সপ্তমী ও অষ্টমী তিথিতে শীতলাদেবীর পুজো করা হয়৷ এ বছর আজ, সোমবার পালিত হবে শীতলা সপ্তমী৷ আগামিকাল, মঙ্গলবার উদযাপিত হবে শীতলা অষ্টমী৷
প্রতি বছর দোলপূর্ণিমার পরে কৃষ্ণপক্ষের সপ্তমী ও অষ্টমী তিথিতে শীতলাদেবীর পুজো করা হয়৷ এ বছর আজ, সোমবার পালিত হবে শীতলা সপ্তমী৷ আগামিকাল, মঙ্গলবার উদযাপিত হবে শীতলা অষ্টমী৷

 

শীতলা সপ্তমী শুরু হয়েছে ৩১ মার্চ, রাত ৯.৩০ টায়৷ এই তিথি থাকবে সোমবার, ১ এপ্রিল রাত ৯.০৯ পর্যন্ত৷
শীতলা সপ্তমী শুরু হয়েছে ৩১ মার্চ, রাত ৯.৩০ টায়৷ এই তিথি থাকবে সোমবার, ১ এপ্রিল রাত ৯.০৯ পর্যন্ত৷

 

শীতলা সপ্তমীর পুজো নিবেদন করুন ভোর ৫.৪০ থেকে সন্ধ্যা ৬.০১ পর্যন্ত সময়কালের মধ্যে কোনও এক সময়ে৷
শীতলা সপ্তমীর পুজো নিবেদন করুন ভোর ৫.৪০ থেকে সন্ধ্যা ৬.০১ পর্যন্ত সময়কালের মধ্যে কোনও এক সময়ে৷

 

শীতলাপুজোর শুভ তিথিতে ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে নেন ব্রতীরা৷ তার পর ঘরবাড়ি এবং পুজোর স্থান পরিষ্কার পরিচ্ছন্ন করে নিন৷
শীতলাপুজোর শুভ তিথিতে ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে নেন ব্রতীরা৷ তার পর ঘরবাড়ি এবং পুজোর স্থান পরিষ্কার পরিচ্ছন্ন করে নিন৷

 

মা শীতলাকে নিবেদন করুন দুধ, ভোগপ্রসাদ, ঘি, মাটির প্রদীপ, ধূপকাঠি, ফলপ্রসাদ এবং ফুল৷ দেবীকে দিন সাদা বা হলুদ রঙের ফুলের মালা৷
মা শীতলাকে নিবেদন করুন দুধ, ভোগপ্রসাদ, ঘি, মাটির প্রদীপ, ধূপকাঠি, ফলপ্রসাদ এবং ফুল৷ দেবীকে দিন সাদা বা হলুদ রঙের ফুলের মালা৷

 

মা শীতলার সামনে প্রজ্বলন করুন দেশি ঘিয়ের প্রদীপ৷ মন্দিরে বা নিজের ঘরে, যে কোনও জায়গাতেই পুজো করতে পারেন দেবীর৷
মা শীতলার সামনে প্রজ্বলন করুন দেশি ঘিয়ের প্রদীপ৷ মন্দিরে বা নিজের ঘরে, যে কোনও জায়গাতেই পুজো করতে পারেন দেবীর৷

 

দেবীবন্দনার পাশাপাশি এই শুভ তিথিতে নিমগাছে জলদান করতে পারেন৷ তার পর সন্তানের মঙ্গলকামনায় নিমগাছ প্রদক্ষিণ করুন সাত বার৷ প্রচলিত বিশ্বাস, এতে সন্তানের মঙ্গল হয়৷
দেবীবন্দনার পাশাপাশি এই শুভ তিথিতে নিমগাছে জলদান করতে পারেন৷ তার পর সন্তানের মঙ্গলকামনায় নিমগাছ প্রদক্ষিণ করুন সাত বার৷ প্রচলিত বিশ্বাস, এতে সন্তানের মঙ্গল হয়৷

 

অনেক পরিবারে এই দিনে অরন্ধন রীতি পালিত হয়৷ আগের দিনের রান্না করা খাবার খাওয়া হয় পুজোর দিন৷
অনেক পরিবারে এই দিনে অরন্ধন রীতি পালিত হয়৷ আগের দিনের রান্না করা খাবার খাওয়া হয় পুজোর দিন৷