Tag Archives: shitala puja 2024

Shitala Puja: মা দুর্গার আরাধনাকে টেক্কা দিচ্ছে শীতলা পুজো! আয়োজনের বহর দেখলে চোখ কপালে উঠবে

দক্ষিণ ২৪ পরগনা: জাঁক জমক ও আয়োজনে শীতলা পুজো হার মানাবে দুর্গাপুজোকে! মহেশতলার নুঙ্গিতে শীতলা পুজোর এমন আয়োজন আপনাকে চমকে দেবে। এই উপলক্ষে এখানে মাটির খুড়ি, রুদ্রাক্ষ ও অন্যান্য বস্তু দিয়ে শিবলিঙ্গ তৈরি করা হয়েছে। যা দেখতে ভিড় করেন স্থানীয়রা। মাটির ভাঁড় ও গাঁজার কল্কে দিয়ে তৈরি শিব দেখতে ব্যাপক ভিড় হয়।

এই শিবলিঙ্গটিকে একটি পদযাত্রা করে নিয়ে যাওয়া হয় পুজো মণ্ডপে। মহেশতলার নুঙ্গিতে শীতলা পুজো উপলক্ষ্যে উৎসবের আয়োজন করেন উদ্যোক্তারা। প্রায় ৭০ বছরের পুরানো এই পুজোর মূল আকর্ষণ হল শেষদিনে বর্ণাঢ্য পদযাত্রা। এই পদযাত্রায় যে যেমন পারে তেমন মূর্তি এনে পদযাত্রায় অংশগ্রহণ করেন। পরে তাদের পুরষ্কার দেওয়া হয়। এই বছর‌ও তার কোনও ব্যতিক্রম হয়নি।

আর‌ও পড়ুন: তাজমহল যা দিয়ে তৈরি সেই বিশেষ রাজস্থানি পাথরে গড়ে উঠছে বাংলার দুর্গা মন্দির

তীব্র গরমকে উপেক্ষা করে নুঙ্গির ময়রা পাড়ায় শীতলা পুজোর এই পদযাত্রা আয়োজিত হয়। কাউন্সিলর গোপাল সাহা নিজে উপস্থিত থেকে এই বছর এই পুজো করিয়েছেন। এবারের পদযাত্রায় সকলের নজর কেড়েছে মাটির খুড়ি দিয়ে তৈরি শিবলিঙ্গ। এছাড়াও ছিল দেবী দুর্গা, কালী মাতা, গোপাল ভাঁড়ের মূর্তিও। অভিনব এই পদযাত্রায় প্রায় পাঁচ হাজার সাধারণ মানুষ অংশ নিয়েছিলেন। যা সমস্ত রেকর্ডকে ভেঙে দিয়েছে। আগামীতে এই পুজোর শ্রীবৃদ্ধি ঘটুক এটাই এখন চাইছেন স্থানীয়রা।

নবাব মল্লিক

Sheetala Puja 2024 Date & Timing: এ বছর শীতলাপুজো কবে, জানুন শুভ মুহূর্তের দিন ক্ষণ! সন্তানের মঙ্গলকামনায় এই রঙের ফুলের মালা নিবেদন করবেন দেবীকে

বাংলার লৌকিক দেবদেবীদের মধ্যে মা শীতলা অন্যতম৷ প্রতি বছর বসন্ত ঋতুতে পূজিতা হন এই দেবী৷ প্রচলিত বিশ্বাস, এই লৌকিক দেবীর পুজো করলে বসন্ত-সহ ঋতু পরিবর্তনের অন্য রোগবালাইয়ের মহামারি থেকে রক্ষা পাওয়া যায়৷
বাংলার লৌকিক দেবদেবীদের মধ্যে মা শীতলা অন্যতম৷ প্রতি বছর বসন্ত ঋতুতে পূজিতা হন এই দেবী৷ প্রচলিত বিশ্বাস, এই লৌকিক দেবীর পুজো করলে বসন্ত-সহ ঋতু পরিবর্তনের অন্য রোগবালাইয়ের মহামারি থেকে রক্ষা পাওয়া যায়৷

 

প্রতি বছর দোলপূর্ণিমার পরে কৃষ্ণপক্ষের সপ্তমী ও অষ্টমী তিথিতে শীতলাদেবীর পুজো করা হয়৷ এ বছর আজ, সোমবার পালিত হবে শীতলা সপ্তমী৷ আগামিকাল, মঙ্গলবার উদযাপিত হবে শীতলা অষ্টমী৷
প্রতি বছর দোলপূর্ণিমার পরে কৃষ্ণপক্ষের সপ্তমী ও অষ্টমী তিথিতে শীতলাদেবীর পুজো করা হয়৷ এ বছর আজ, সোমবার পালিত হবে শীতলা সপ্তমী৷ আগামিকাল, মঙ্গলবার উদযাপিত হবে শীতলা অষ্টমী৷

 

শীতলা সপ্তমী শুরু হয়েছে ৩১ মার্চ, রাত ৯.৩০ টায়৷ এই তিথি থাকবে সোমবার, ১ এপ্রিল রাত ৯.০৯ পর্যন্ত৷
শীতলা সপ্তমী শুরু হয়েছে ৩১ মার্চ, রাত ৯.৩০ টায়৷ এই তিথি থাকবে সোমবার, ১ এপ্রিল রাত ৯.০৯ পর্যন্ত৷

 

শীতলা সপ্তমীর পুজো নিবেদন করুন ভোর ৫.৪০ থেকে সন্ধ্যা ৬.০১ পর্যন্ত সময়কালের মধ্যে কোনও এক সময়ে৷
শীতলা সপ্তমীর পুজো নিবেদন করুন ভোর ৫.৪০ থেকে সন্ধ্যা ৬.০১ পর্যন্ত সময়কালের মধ্যে কোনও এক সময়ে৷

 

শীতলাপুজোর শুভ তিথিতে ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে নেন ব্রতীরা৷ তার পর ঘরবাড়ি এবং পুজোর স্থান পরিষ্কার পরিচ্ছন্ন করে নিন৷
শীতলাপুজোর শুভ তিথিতে ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে নেন ব্রতীরা৷ তার পর ঘরবাড়ি এবং পুজোর স্থান পরিষ্কার পরিচ্ছন্ন করে নিন৷

 

মা শীতলাকে নিবেদন করুন দুধ, ভোগপ্রসাদ, ঘি, মাটির প্রদীপ, ধূপকাঠি, ফলপ্রসাদ এবং ফুল৷ দেবীকে দিন সাদা বা হলুদ রঙের ফুলের মালা৷
মা শীতলাকে নিবেদন করুন দুধ, ভোগপ্রসাদ, ঘি, মাটির প্রদীপ, ধূপকাঠি, ফলপ্রসাদ এবং ফুল৷ দেবীকে দিন সাদা বা হলুদ রঙের ফুলের মালা৷

 

মা শীতলার সামনে প্রজ্বলন করুন দেশি ঘিয়ের প্রদীপ৷ মন্দিরে বা নিজের ঘরে, যে কোনও জায়গাতেই পুজো করতে পারেন দেবীর৷
মা শীতলার সামনে প্রজ্বলন করুন দেশি ঘিয়ের প্রদীপ৷ মন্দিরে বা নিজের ঘরে, যে কোনও জায়গাতেই পুজো করতে পারেন দেবীর৷

 

দেবীবন্দনার পাশাপাশি এই শুভ তিথিতে নিমগাছে জলদান করতে পারেন৷ তার পর সন্তানের মঙ্গলকামনায় নিমগাছ প্রদক্ষিণ করুন সাত বার৷ প্রচলিত বিশ্বাস, এতে সন্তানের মঙ্গল হয়৷
দেবীবন্দনার পাশাপাশি এই শুভ তিথিতে নিমগাছে জলদান করতে পারেন৷ তার পর সন্তানের মঙ্গলকামনায় নিমগাছ প্রদক্ষিণ করুন সাত বার৷ প্রচলিত বিশ্বাস, এতে সন্তানের মঙ্গল হয়৷

 

অনেক পরিবারে এই দিনে অরন্ধন রীতি পালিত হয়৷ আগের দিনের রান্না করা খাবার খাওয়া হয় পুজোর দিন৷
অনেক পরিবারে এই দিনে অরন্ধন রীতি পালিত হয়৷ আগের দিনের রান্না করা খাবার খাওয়া হয় পুজোর দিন৷