দিলীপ ঘোষকে সেন্সর কমিশনের

Dilip Ghosh: বড় খবর! দিলীপ ঘোষকে সেন্সর করল নির্বাচন কমিশন! জানানো হল জেপি নাড্ডাকেও

কলকাতা: জাতীয় নির্বাচন কমিশন সতর্ক করল বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে। শুধু তাই নয়, সেন্সরও করা হল তাঁকে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকেও এ বিষয়ে জানানো হল কমিশনের তরফে। তাতে বলা হয়েছে, আগামী দিনে এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকতে হবে দিলীপ ঘোষকে। সূত্রের খবর, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একাধিক বিতর্কিত মন্তব্য করার জন্যই সতর্ক করা হল দিলীপকে।

শোকজ করার পর দিলীপ ঘোষ যে উত্তর পাঠিয়েছিলেন কমিশনকে, তার প্রেক্ষিতে এই সতর্কতা। মহিলাদের সম্পর্কে এই ধরনের মন্তব্য অশোভনীয়। বলল জাতীয় নির্বাচন কমিশন। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর মন্তব্য করার ঘটনায় নির্বাচন কমিশনের শোকজের জবাব দিয়েছিলেন দিলীপ ঘোষ৷ নির্বাচন কমিশনকে দেওয়া তাঁর জবাবে দিলীপ ঘোষ দাবি করেছিলেন, কাউকে ব্যক্তিগত হেনস্থা করার উদ্দেশ্যে তিনি ওই মন্তব্য করেননি৷ বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থীর জবাব নির্বাচন কমিশনের কলকাতা অফিস থেকে দিল্লির সদর কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছিল৷ দিলীপের জবাবে নির্বাচন কমিশন সন্তুষ্ট হয় না কি তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক কোনও ব্যবস্থা নেওয়া হবে, তা দিল্লির মুখ্য নির্বাচন কমিশনারের অফিস থেকেই ঠিক করা হবে বলে জানা গিয়েছিল৷ সেই অর্থে দিলীপকে সতর্কবার্তা দিয়েই আপাতত রেহাই দেওয়া হল।

আরও পড়ুন: তছনছ-লণ্ডভণ্ড জলপাইগুড়ি-ময়নাগুড়ি, ঝড়-বিপর্যস্ত এলাকায় রাজ্যপাল! রাজভবনে খোলা হল জরুরি সেল

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক বার দিলীপ ঘোষ আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ৷ এর পরেই তাঁর বিরুদ্ধে কমিশনে নালিশ জানায় তৃণমূল কংগ্রেস৷ এমন কি, এই আপত্তিকর মন্তব্যের জন্য দিলীপের নিজের দল বিজেপি-ও তাঁকে শোকজ করে৷

আরও পড়ুন: লক্ষ্য দুই লোকসভা আসন! টার্গেট ভাল ফল! ‘মাস্টার প্ল্যান’ কী হবে? আজ বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়

তৃণমূলের অভিযোগ পাওয়ার পর এবং জেলাশাসকের রিপোর্টের ভিত্তিতে দিলীপ ঘোষকে শো কজ করে নির্বাচন কমিশন৷ এরপর নির্বাচন কমিশনে পাঠানো চিঠিতে দিলীপ লেখেন, কাউকে ব্যক্তিগতভাবে হেনস্থা করার উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখেননি। বক্তব্যের একটা অংশ তুলে ধরে তাঁকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে বলেও দাবি করেছিলেন বিজেপি নেতা৷ দলের শোকজের চিঠি পেয়েও প্রথমে নিজের ওই মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেছিলেন দিলীপ ঘোষ৷

দিলীপের মতো একই পদক্ষেপ করা হল সুপ্রিয়া সিনথের জন্যও। কঙ্গনা রানাওতকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করার পরিপ্রেক্ষিতে তাঁকেও সতর্ক করল কমিশন। এ ধরনের কোনও মন্তব্য আগামী দিনে করা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। একই সঙ্গে মল্লিকার্জুন খার্গেকেও তাঁর দলের অন্য নেতা নেত্রীদের এ নিয়ে সচেতন করতে বলা হয়েছে।