রামনগরে বিজেপিতে ১৫০০ ভোটারকে স্বাগত জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা

Tripura News: রামনগরে বিজেপিতে ১৫০০ ভোটারকে স্বাগত জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা

আগরতলা: আগামী দিনে উত্তর-পূর্ব ভারতের রাজ্যে উন্নয়নের প্রবাহ ধরে রাখতে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থীদের জয় নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ত্রিপুরা-সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছেন। তাই ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের বিপুল ভোটে বিজয়ী করতে প্রচারে নেমে মানুষের কাছে আহ্বান রাখলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা।

রামনগর বিধানসভা কেন্দ্র এলাকায় আসন্ন লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি মনোনীত পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব ও রামনগর বিধানসভা উপনির্বাচনের প্রার্থী দীপক মজুমদারের সমর্থনে আয়োজিত এক জনসমাবেশে একথা বলেন মুখ্যমন্ত্রী। আর এই সমাবেশে অন্য দল ছেড়ে আসা ৩৭০ পরিবারের ১৫০০ ভোটারকে ভারতীয় জনতা পার্টিতে স্বাগত জানান মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন– রাশিফল ৫ এপ্রিল; দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

সভায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, ‘‘যেকোনও রাজ্য বা দেশের উন্নয়ন তখনই সম্ভব যখন শান্তি বিরাজ করবে। ভারতীয় জনতা পার্টি রাজ্যে ক্ষমতায় আসার পর আইন শৃঙ্খলা ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। অথচ এর আগে আমরা দেখেছি যে কীভাবে একটি অংশ রাজ্যের শান্তি বিনষ্ট করার জন্য কাজ করেছে। মানুষ এটা চায় না, তারা চায় শান্তিতে বসবাস করতে। ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকার রাজ্যে শান্তি প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ।’’

আরও পড়ুন– ‘হিটওয়েভ’-এর দাপট বাড়বে দক্ষিণবঙ্গে ! রবিবার থেকে স্বস্তির বৃষ্টি রাজ্যের কোন কোন জেলায়? জেনে নিন

তিনি আরও বলেন, ‘‘শ্রদ্ধেয় সুরজিৎ দত্ত যখন হঠাৎ প্রয়াত হন তখন আমরা ভাবছিলাম এই আসনে কাকে দায়িত্ব দেওয়া যায়। সেজন্য অনেক আলোচনার পর আমরা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছি। প্রয়াত জননেতা সুরজিৎ দত্তের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ছিল এবং তিনি আমাদের কাছে একজন আদর্শ ব্যক্তি ছিলেন। আমি বিশ্বাস করি রামনগরের মানুষ দীপক মজুমদার ও পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেবের পক্ষেই ভোট দেবেন। আপনারা খুবই ভাগ্যবান যে একসঙ্গে দু’বার ভোট দিতে চলেছেন।’’