মামলায় আগামী সোমবার সিবিআইয়ের তরফে রিপ্লাই দেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী দল।

CBI: এক-দুজন নয়, ৩০ জন তৃণমূল নেতাকে CBI তলব! ভোটের আগেই বড় ধামাকা?

কাঁথি: ভূপতিনগরে NIA অভিযানের মাঝে কাঁথিতে CBI তলব! কাঁথির ভাজাচাউলির বিজেপি নেতা জন্মঞ্জয় দুলাই খুনের ঘটনায় ৩০ জন তৃণমূল নেতাকে তলব করল সিবিআই। গত ৩ ও ৪ এপ্রিল দু দফায় ১৩ জন ও ১৭ জনকে নিজাম প্যালেসের তলব করা হয়।

এই ৩০ জনের মধ্যে কাঁথি তিন পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ বেজ সহ একাধিক তৃণমূল নেতাকে তলব করা হয়েছে। যদিও তলবে তৃণমূল নেতাদের কেউ হাজিরা দেননি।

আরও পড়ুন: ভোটের প্রার্থী সুন্দরী কাজল! তবে যা ঘটে গেল হঠাৎ, মাথায় হাত স্বামী-দলের নেতাদের!

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের সময় কাঁথি ৩ ব্লকের তৃণমূল নেতা নন্দ মাইতিকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সেই ঘটনায় নাম জড়িয়েছিল এলাকারই বাসিন্দা বিজেপির দাপুটে নেতা জন্মঞ্জয় দলাইয়ের।

ভোট পরবর্তী সময় ওই বিজেপি কর্মী জন্মঞ্জয় দলাইকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এরপর ফাঁকা মাঠে থেকে বিজেপি কর্মীর দেহ উদ্ধার করে পুলিশ। বিজেপির তরফে অভিযোগ তোলা হয়, তৃণমূলের স্থানীয় নেতা ও কর্মীরাই এই খুন করেছে। মৃত বিজেপি কর্মীর পরিবারের পক্ষ থেকে সিবিআই তদন্তের দাবি জানানো হয়। পরবর্তীতে সেই তদন্তভার যায় সিবিআইয়ের হাতে।