প্রথম ৩টি ম্যাচে জয় দিয়ে মরশুম শুরু করলেও চতুর্থ ম্যাচে সিএসকের বিরুদ্ধে হারের মুখ দেখতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। সিএসকের বিরুদ্ধে লজ্জার হার কেকেআরের একাধিক বিষয় নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।

KKR News: সামনে এল বড় কারণ! জানা গেল সিএসকের বিরুদ্ধে কেন হারল কেকেআর

চিপক: পরপর তিন ম্যাচ জয়ের পর চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে এসে থেমেছে কেকেআরের জয় রথ। চিপকে চেন্নাইয়ের বিরুদ্ধে ব্যাটে-বলে কোনও লড়াই দিতে পারেনি নাইটরা। দেখে একবারও মনে হয়নি এই দলই শেষ দুটি ম্যাচ প্রতিপক্ষকে ডমিনেট করে হারিয়েছে। সিএসকের বিরুদ্ধে কেকেআরের ৭ উইকেটে হারের পিছনে রয়েছে ৫টি কারণ।

ব্যাটিংয়ের ব্যর্থতা: চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে কেকেআরের ব্যাটিং লাইন পুরোপুরি ব্যর্থ হয়েছে। ফিল সল্ট থেকে শুরু করে আংক্রিশ রঘুবংশী, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল কেউই বড় স্কোর করতে পারেনি। যার ফলে কোনও বড় পার্টনারশিপ গড়ে ওঠেনি।

অতিরিক্ত স্লো ব্যাটিং: কেরেআরেরর হারের অন্যতম কারণ হল অতিরিক্ত স্লো ব্যাটিং। কেকেআর ব্যাটিংয়ে শ্রেয়স আইয়ার ৩৪ রানের ইনিংস খেললেও ৩৪ রান করলেও ৩২ বল সময় নেন। অন্যান্য ব্যাটাররাও তাই। যার ফলে আর বড় স্কোর গড়তে পারেনি নাইটরা।

বোলিং বিভাগের ব্যর্থতা: ছোট স্কোর নিয়েও বোলারদের যে চ্যালেঞ্জটা ছুঁড়ে দেওয়া উচিত ছিল তাও পারেনি কেকেআর বোলাররা। যে পিচে সিএসকের বোলাররা দুরন্ত বোলিং করল সেখানে কেকেআর বোলাররা। যার ফলে ম্যাচের রাশ কখনও ধরতে পারেনি।

জাদেজার বোলিং: চিপকের উইকেটে সিএসকে কতটা ভয়ঙ্কর দল তা নতুন করে বলার অপেক্ষা নেই। কেকেআরের হারের অন্যতম কারণ হল রবীন্দ্র জাদেজার অনবদ্য বোলিং। প্রথম বলেই রঘুবংশীকে আউট করেন জাড্ডু। তরপর ৮ বলের ব্যবধানে ৩ উইকেট নিয়ে কেকেআরের ব্যাটিং লাইনের কোমড় ভেঙে দেন জাদেজা।

আরও পড়ুনঃ IPL 2024: সচিন-ধোনি-কোহলি-রোহিতের থেকে ধনী ভারতীয় প্লেয়ার খেলেছেন আইপিএলে! বলুন তো কে?

খারাপ ফিল্ডিং: এবারের আইপিএলে প্রথম ৩ ম্যাচ জিতলেও কেকেআরের ফিল্ডিং নিয়ে প্রশ্ন ছিল। সিএসকের বিরুদ্ধে পাওয়ার প্লে-তে দুটি ক্যাচ ফেলে নাইটরা। যার ফলে মিচেল, ঋতুরাজরা সেট হয়ে যায়। গোটা ম্যাচেও খুব একটা আহামরি ফ্লিডিং করেনি কেকেআর।