Tag Archives: Chennai Super Kings

IPL 2024 Playoffs Scenario: এখনও সুযোগ ৮ দলের! চেন্নাইকে ৩৫ রানে হারিয়ে প্লেঅফের অঙ্ক জমিয়ে দিল গুজরাত

আহমেদাবাদ: ম্যাচের প্রথম ইনিংসেই জয়ের ভিত রচনা করে দিয়েছিলেন শুভমান গিল ও সাঁই সুদর্শনের জোড়া সেঞ্চুরি এবং ওপেনিংয়ে রেকর্ডিংয়ে ২১০ রানের পার্টনারশিপ। আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে প্লে অফের লড়াই জমিয়ে দিল গুজরাত টাইটান্স। ৩৫ রানে ম্যাচ জিতে প্লেঅফে ওঠার আশা জিইয়ে রাখল গুজরাত। একইসঙ্গে প্লেঅফের পৌছনের রাস্তা কঠিন হল সিএসকের।

ম্যাচে টস জিচে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ঋতুরাজ গায়কোয়াড়। সেই সিদ্ধান্ত বুমেরাং হয়ে যায় সিএসকে অধিনায়কের জন্য। গুজরাতের হয়ে ওপেনে এদিন বিধ্বংসী ব্যাটিং করেন শুভমান গিল ও সাঁই সুদর্শন। সিএসকে বোলারদের নিয়ে রীতিমত ছেলে করেন গিল ও সুদর্শন। শতরান করেন গুজরাতের দুই ওপেনার। ২১০ রানের পার্টনারশিপ করেন তারা। গড়েন একাধিক রেকর্ড।

৫৫ বলে ১০৪ রান করে আউট হন শুভমান গিল। ৯টি চার ও ৬টি ছয়ে সাজানো শুভমান গিলের ইনিংস। অপরদিকে, ৫১ বলে ১০৩ রান করে আউট হন সাঁই সুদর্শন। ৭টি ছয় ও ৫টি চার মারেন তিনি। শেষের দিকে ১১ বলে ১৬ রান করে অপরাজিত থাকেম ডেভিড মিলার। শেষ বলে ২ রান করে রানআউট হন শাহরুখ খান। ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৩১ রান করে গুজরাত।

রান তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে শুরু করে সিএসকে। অজিঙ্কে রাহানে ১, রাচিন রবীন্দ্র ১ ও ঋতুরাজ গায়কোয়াড় খাতা না খুবেই আউট হন। ১০ রানে ৩ উইকেট পড়ে যায় চেন্নাইয়ের। এরপর ড্যারিল মিচেল ও মঈন আলি সিএসকের ইনিংসের রাশ ধরেন। শতরানের পার্টনারশিপ করেন দুজনে। মারকাটারি ব্যাটিং করে নিজেদের হাফ সেঞ্চুরিও পূরণ করেন।

আরও পড়ুনঃ KKR vs MI: মুম্বই ম্যাচে কেমন হবে কেকেআরের একাদশ? থাকছে কোন চমক! জেনে নিন বিস্তারিত

মিচেল ও মঈনের ব্যাটে কিছু সময়ের জন্য জয়ের গন্ধ পেয়েছিল সিএসকে। কিন্তু ৬৩ রানে মিচেল ও ৫৬ রানে মঈন ফিরতেই সব আশা শেষ হয়ে যায় সিএসকের। শিবম দুবে ১৮, রবীন্দ্র জাদেজা ১৮ ও এমএস ধোনি ২৬ রানের ইনিংস খেললেও তা ম্যাচ জেতার জন্য যথেষ্ট ছিল না। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯৬ রান করে সিএসকে। এই ম্যাচ হারের ফলে দিল্লি ও লখনউয়ের প্লেঅফে যাওয়ার পথ খোলা থাকল। কারণ সিএসকে, দিল্লি ও লখনউ ৩ দলই ১২ ম্যাচে ১২ পয়েন্ট। ১২ ম্য়াচে ১০ পয়েন্ট নিয়ে আশা জিইয়ে থাকব আরসিবি ও গুজরাতেও। কেকেআর আর রাজস্থানের একটি করে ম্যাচ জিতলেই প্রথম দুইয়ে থেকে প্লেঅফে যাওয়া পাকা।

CSK vs LSG: স্টয়নিসের দানবীয় ব্যাটিংয়ে ম্লান ঋতুরাজের ইনিংস, চেন্নাইকে ৬ উইকেটে হারাল লখনউ

চিপক: কাজে এল না ঋতুরাজ গায়কোয়াড়ের শতরান। একইসঙ্গে লখনউয়ের ঘরের মাঠে গিয়ে হারের পর ঋতুরাজ হুঙ্কার ছেড়েছিলেন নিজেদের হোম ম্যাচে জিতবেন। কিন্তু মার্কাস স্টয়নিসের দানবীয় শতরানের ইনিংস সেই ইচ্ছে পূরণ হতে দিল না সিএসকে অধিনায়কের। রুদ্ধশ্বাস ম্যাচে সিএসকে-কে ৬ উইকেটে হারাল এলএসজি। ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১০ রান করে চেন্নাই। সর্বোচ্চ ১০৮ রান করেন ঋতুরাজ গায়কোয়াড়। জবাবে ১৯.৩ ওভারে জয়ের লক্ষ্যে পৌছে যায় লখনউ সুপার জায়ান্টস। ১২৪ রানের অপরাজিত ইনিংস খেলেন মার্কাস স্টয়নিস।

ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় লখনউ সুপার জায়ান্টস। ঘরের মাঠে শুরুটা ভাল হয়নি চেন্নাই সুপার কিংসের। অনবদ্য ব্যাটিং করেন অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। একের পর এক চোখ ধাঁধানো শট খেলেন তিনি। শিবম দুবে ও ঋতুরাজ এগিয়ে নিয়ে যান দলের স্কোরবোর্ড। মারকাটারি ব্যাটিং করেন দুজনে। মাত্র ৫৬ বলে নিজের শতরান পূরণ করেন ঋতুরাজ গায়কোয়ার। এই মরশুমের এটিই তাঁর প্রথম সেঞ্চুরি। স্লগ ওভারে আরও আক্রমণাত্মক ব্যাটিং করেন দুই তারকা।

শতরানের পার্টনারশিপও পূরণ করেন ঋতুরাজ গায়কোয়াড় ও শিবম দুবে। শেষ কয়েক ওভারে চিপকে ঝড় তোলেন দুজনে। ২২ বলে নিজের অর্ধশতরান করেন দুবে। দুই তারকার ব্যাটে ভর করেই দুশো পার করে চেন্নাই। ২৭ বলে ৬৬ করে শেষ ওভারে রান আউট হন দুবে। এক বল ব্যাট করে চার মারেন এমএস ধোনি। ৬০ বলে ১০৮ রান করে অপরাজিত থাকেন ঋতুরাজ গায়কোয়াড়।

রান তাড়া করতে নেমে কুইন্টন ডিকক ও কেএল রাহুল এদিন রান পাননি। কিন্তু এদিন কার্যত একার হাতে দলকে টানেন মার্কাস স্টয়নিস। এখনও পর্যন্ত মরশুম খুব একটা ভাল না গেলেও সিএসেকের বিরুদ্ধে রানে ফেরেন অজি তারকা। মারকাটারি ব্যাটিং করে চেন্নাই বোলিংকে নিয়ে রীতিমত ছেলেখেলা করেন স্টয়নিস। মাঝে নিকোলাস পুরানের ৩৪ রান ছাড়া কেউ সেভাবে সঙ্গ দিতে পারেননি স্টয়নিসকে।

আরও পড়ুনঃ T20 World Cup 2024: ধোনির মত ছয় মেরে টিম ইন্ডিয়াকে কে টি-২০ বিশ্বকাপ জেতাবে? হয়ে গেল বড় ভবিষ্যদ্বাণী

নিকোলাস পুরান ও মার্কাস স্টয়নিসের ৭০ রানের পার্টনারশিপে ম্যাচে ফেরে লখনউ সুপার জায়ান্টস। পুরান ফিরলেও নিজের ইনিংস জারি রাখেন স্টয়নিস। ৫৬ বলে নিজের শতরান পূরণ করেন তিনি। একটা সময় ওভার পিছু লখনউয়ের দরকার ছিল ১৬ রান। কিন্তু স্টয়নিসের ব্যাটিং তাণ্ডব এদিন অনায়াসেই ৩ বল বাকি থাকতে এলএসজিকে জয়ের লক্ষ্যে পৌছে দেয়। ৬৩ বলে ১২৪ রান করে অপরাজিত থাকেন স্টয়নিস।

CSK vs LSG: রাহুল-ডিককের মারকাটারি ব্যাটিং, চেন্নাইকে ৮ উইকেটে হেলায় হারাস লখনউ

লখনউ: কেএল রাহুল ও কুইন্টন ডিককের ব্যাটিং ঝড়ের সামনে বিফলে গেল রবীন্দ্র জাদেজা এবং এমএস ধোনিদের লড়াই। ঘরের মাঠে কার্যত একতরফা ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে সহজ জয় পেল লখনউ সুপার জায়ান্টস। ৮ উইকেটে ম্যাচ জেতে কেএল রাহুলের দল। সিএসকের দেওয়া ১৭৭ রানের টার্গেট তাড়া করতে নেমে ৬ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌছে যায় এলএসজি।

ম্যাচে টস দিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় এলএসজি। ওপেনিংয়ে অজিঙ্কে রাহানে ৩৬ রানের লড়াকু ইনিংস খেললেও, অপরদিক থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে সিএসকে। রাচিন রবীন্দ্র, ঋতুরাজ গায়কোয়াড়, শিবম দুবে, সমীর রিজভিরা কেউই রান পাননি। মিডল অর্ডারে রবীন্দ্র জাদেজা লড়াকু ইনিংস খেলেন। তাঁকে কিছুটা সঙ্গ দেন মঈন আলি। দুজন মিলে ৫১ রানের পার্টনারশিপ করেন।

মঈন আলি ৩০ রান করে আউট হলে নিজের ইনিংস চালিয়ে যান রবীন্দ্র জাদেজ। অর্ধশতরানও করেন জাড্ডু। শেষের দিকে ফের একবার ধোনি ঝড় দেখল একানা স্টেডিয়াম। ৯ বলে ২৯ রানের মারকাটারি ইনিংস খেলেন মাহি। ৩টি চার ও ২টি ছয় মারেন ধোনি। জাদেজা অপরাজিত থাকেন ৪০ বলে ৫৭ রান করে। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান করে সিএসকে।

রান তাড়া করতে এদিন দুরন্ত ব্যাটিং করেন লখনউ সুপার জায়ান্টসের দুই তারকা ওপেনার কেএল রাহুল ও কুইন্টন ডিকক। ঘরের মাঠে সিএসকে বোলারদের নিয়ে রীতিমত ছেলেখেলা করেন রাহুল-ডিকক জুটি। একের পর এক চোখ ধাঁধানো শট উপহার দেন দুই তারকা ব্যাটার। ঝড়ের গতিতে শতরানের পার্টনারশিপ করেন দুজনে। নিজেদের ব্যক্তিগত অর্ধশতকানও করেন ডিকক ও রাহুল।

আরও পড়ুনঃ T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে একটি জায়গা নিয়ে ৬ জনের লড়াই! দল গঠনে মহাচমক! জানুন বিস্তারিত

১৫তম ওভারে ১৩৪ রানে প্রথম উইকেট পড়ে লখনউয়ের। ৪৩ বলে ৫৪ রান করে আউট হন কুইন্টন ডিকক। এরপর ক্রিজে আসেন নিকোলাস পুরান। দুজন মিলে এগিয়ে নিয়ে যান দলের স্কোরবোর্ড। দলের জয়ের দোরগোড়ায় এসে ৫৩ বলে ৮২ রান করে আউট হন কেএল রাহুল। এরপর নিকোলাস পুরান ও মার্কাস স্টয়নিস মিলে দলকে জয়ের লক্ষ্যে পৌছে দেয়। ২৩ রান করে পুরান ও ৮ রান করে অপরাজিত থাকেন স্টয়নিস।

IPL 2024 CSK vs MI: কাজে এল না রোহিতের সেঞ্চুরি, পার্থক্য গড়ে দিল ধোনির ২০ রান! মুম্বইকে ২০ রানে হারাল সিএসকে

মুম্বই: ফারাক গড়ে দিল এমএস ধোনির ৪ বলে ২০ রানের ইনিংসটাই। আর সেই ২০ রানেই হাড্ডাহাড্ডি ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে জয় পেল চেন্নাই সুপার কিংস। ধোনির ২০ রানের ইনিংসের কারণে কাজে এল না রোহিত শর্মার সেঞ্চুরিও। তবে পারফেক্ট ডুয়েল দেখল ক্রিকেট প্রেমিরা। প্রথমে ঋতুরাজ গায়কোয়াড় ও শিবম দুবের অনবদ্য ইনিংস। শেষে ৪ বলের ধোনি ধামাকা। পরে রোহিতের শতরান ও মাথিসা পাথিরানার দুরন্ত বোলিং। আইপিএলের ইতিহাসে সবথেকে সফলতম দুই দলের লড়াই এবারের মত শেষ হাসি হাসল সিএসকে।

ম্যাচে টস জিতে প্রথম বোলিং করার সিদ্ধান্ত নেয় মুম্বই ইন্ডিয়ান্স। শুরুটা ভাল হয়নি সিএসকের। রান পাননি অজিঙ্কে রাহানে। তারপর অর্ধশতরানের পার্টনারশিপ করেন রাচিন রবীন্দ্র ও ঋতুরাজ গায়কোয়াড়। রাচিন রবীন্দ্র ফেরেন ২১ রান করে। এরপর দলের হয়ে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করেন ঋতুরাজ গায়কোয়াড় ও শিবম দুবে। দুজন মিলে আক্রমণাত্মক ব্যাটিং করে শক্ত ভিত রচনা করে দেয় চেন্নাইয়ের।

অর্ধশতরান করেন ঋতুরাজ গায়কোয়াড় ও শিবম দুবে। ৯০ রান জুটিতে যোগ করেন দুজনে। ১৫০ রানে সিএসকের তৃতীয় উইকেট পড়ে। ৪০ বলে ৬৯ রান করে আউট হন ঋতুরাজ গায়কোয়াড়। ড্যারিল মিচেল ১৭ রান করে আউট হওয়ার পর মাঠে আসেন এমএস ধোনি। ৪ বল ব্যাট করে পরপর ৩ বলে ৩টি ছয় মারেন ধোনি। শেষ বলে নেন ২ রান। ৪ বলে ২০ রানের ধোনি ঝড়ে তখন লণ্ডভণ্ড হার্দিক। শিবম দুবে অপরাজিত থাকেন ৬৬ রানে। শেষ পর্যন্ত ২০ ওভারে ৪ উইকেটে ২০৬ রান করে সিএসকে।

রান তাড়া করতে নেমে শুরুটা দুরন্ত করেন মুম্বই ইন্ডিয়ান্সের দুই ওপেনার রোহিত শর্মা ও ঈশান কিশান। একের পর এক মারকাটারি শট খেলেন দুই তারকা। ঝড়ের গতিতে অর্ধশতরানের পার্টনারশিপ করে রোহিত-ঈশান জুটি। ৭০ রানে পরপর জোড়া ঝটকা লাগে মুম্বইয়ের। ২৩ রান করে ঈশান কিশান ও খাতা না খুলেই আউট হন সূর্যকুমার যাদব। দুটি উইকেটই নেন মাথিসা পাথিরানা।

আরও পড়ুনঃ KKR News: সফল গৌতম গম্ভীরের মাস্টার প্ল্যান! কেকেআর পেল আরও এক নতুন ম্যাচ উইনার

এরপর একদিক থেকে রোহিত শর্মা নিজের ইনিংস চালিয়ে যান। মাঝে তিলক বর্মা ৩১ রান করে রোহিতকে কিছুটা সঙ্গ দিলেও অন্যান্য ব্যাটাররা কেউ বড় স্কোর করতে পারেননি। শেষ পর্যন্ত রোহিত নিজের শতরানও পূরণ করেন। কিন্তু দলকে ম্যাচ জেতাতে না পারায় সেঞ্চুরি করেও সেলিব্রেট করেননি হিটম্যান। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে ১৮৬ রান করে মুম্বই। ১০৫ রান করে অপরাজিত থাকেন রোহিত শর্মা। ২০ রানে ম্যাচ জেতে সিএসকে। ৪ উইকেট নেন চেন্নাইয়ের মাথিসা পাথিরানা।

CSK vs MI: ঋতুরাজ ও দুবের মারকাটারি ব্যাটিং, শেষে ধোনি ধামাকা, মুম্বইকে ২০৭ টার্গেট দিল চেন্নাই

মুম্বই: আইপিএলের ইতিহাসে দুই সফলতম দলের লড়াই বলে কথা। ম্যাচের প্রথমার্ধেই বোঝা গেল কতটা হাড্ডাহাড্ডি সেই দ্বৈরথ। ঋতুরাজ গায়কোয়াড় ও শিবম দুবের অনবদ্য় ব্যাটিংয়ে ভর করে মুম্বউ ইন্ডিয়ান্সকে চ্যালেঞ্জিং টার্গেট দিল চেন্নাই সুপার কিংস। শেষে মাত্র ৪ বলের জন্য হলেও ধোনি ধামাকা দেখল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম। ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৬ করল চেন্নাই সুপার কিংস।

ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ইনিংসের শুরুটা ভাল হয়নি সিএসকের। ৮ রানে প্রথম উইকেট পড়ে। ৫ রান করে আউট হন ওপেনিংয়ে প্রমোট করা অজিঙ্কা রাহানে। এরপর দলের ইনিংসের রাশ ধরেন অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় ও রাচিন রবীন্দ্রা। ঠান্ডা মাথায় ব্যাটিং করে অর্ধশতরানের পার্টনারশিপ করেন তারা। ৬০ রানে দ্বিতীয় উইকেট পড়ে সিএসকের। ২১ রান করে আউট হন রাচিন রবীন্দ্র।

এরপর শিবম দুবে এসে শুরু থেকেই মারকাটারি ব্যাটিং শুরু করেন। উল্টোদিকে সেট হয়ে যাওয়ার পর রানের গতিবেগ বাড়ান ঋতুরাজ গায়কোয়াড়। এই দুই ব্যাটারের কাঁধে ভর করেই পাল্টা মুম্বই ইন্ডিয়ান্সের উপর চাপ বাড়ায়। অর্ধশতরান পূরণ করেই দুই তারকা ব্যাটারই। জুটিতে ঝড়ের গতিতে ৯০ রানের পার্টনারশিপ গড়েন ঋতুরাজ-দুবে জুটি। ১৫০ রানে সিএসকের তৃতীয় উইকেট পড়ে। ৪০ বলে ৬৯ রান করে আউট হন ঋতুরাজ গায়কোয়াড়।

আরও পড়ুনঃ KKR News: সফল গৌতম গম্ভীরের মাস্টার প্ল্যান! কেকেআর পেল আরও এক নতুন ম্যাচ উইনার

এরপর ড্যারিল মিচেল ক্রিজে আসেন। কিন্তু স্লগ ওভারে জসপ্রীত বুমরাহের দুই ওভারে বেশি রান করতে না পারায় সিএসকের রানের গতি কিছুটা কমে। কিন্তু শেষ ওভারে ড্যারিল মিচেল ১৭ রান করে আউট হওয়ার পর মাঠে আসেন এমএস ধোনি। ৪ বল বাকি থাকতে মাঠে নেমে পরপর ৩ বলে ৩টি ছয় মারেন ধোনি। শেষ বলে নেন ২ রান। ৪ বলে ২০ রানের ধোনি ঝড়ে তখন লণ্ডভণ্ড ওয়াংখেড়ে। শিবম দুবে অপরাজিত থাকেন ৬৬ রানে। শেষ পর্যন্ত ২০ ওভারে ৪ উইকেটে ২০৬ রান করে সিএসকে।

KKR News: সামনে এল বড় কারণ! জানা গেল সিএসকের বিরুদ্ধে কেন হারল কেকেআর

চিপক: পরপর তিন ম্যাচ জয়ের পর চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে এসে থেমেছে কেকেআরের জয় রথ। চিপকে চেন্নাইয়ের বিরুদ্ধে ব্যাটে-বলে কোনও লড়াই দিতে পারেনি নাইটরা। দেখে একবারও মনে হয়নি এই দলই শেষ দুটি ম্যাচ প্রতিপক্ষকে ডমিনেট করে হারিয়েছে। সিএসকের বিরুদ্ধে কেকেআরের ৭ উইকেটে হারের পিছনে রয়েছে ৫টি কারণ।

ব্যাটিংয়ের ব্যর্থতা: চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে কেকেআরের ব্যাটিং লাইন পুরোপুরি ব্যর্থ হয়েছে। ফিল সল্ট থেকে শুরু করে আংক্রিশ রঘুবংশী, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল কেউই বড় স্কোর করতে পারেনি। যার ফলে কোনও বড় পার্টনারশিপ গড়ে ওঠেনি।

অতিরিক্ত স্লো ব্যাটিং: কেরেআরেরর হারের অন্যতম কারণ হল অতিরিক্ত স্লো ব্যাটিং। কেকেআর ব্যাটিংয়ে শ্রেয়স আইয়ার ৩৪ রানের ইনিংস খেললেও ৩৪ রান করলেও ৩২ বল সময় নেন। অন্যান্য ব্যাটাররাও তাই। যার ফলে আর বড় স্কোর গড়তে পারেনি নাইটরা।

বোলিং বিভাগের ব্যর্থতা: ছোট স্কোর নিয়েও বোলারদের যে চ্যালেঞ্জটা ছুঁড়ে দেওয়া উচিত ছিল তাও পারেনি কেকেআর বোলাররা। যে পিচে সিএসকের বোলাররা দুরন্ত বোলিং করল সেখানে কেকেআর বোলাররা। যার ফলে ম্যাচের রাশ কখনও ধরতে পারেনি।

জাদেজার বোলিং: চিপকের উইকেটে সিএসকে কতটা ভয়ঙ্কর দল তা নতুন করে বলার অপেক্ষা নেই। কেকেআরের হারের অন্যতম কারণ হল রবীন্দ্র জাদেজার অনবদ্য বোলিং। প্রথম বলেই রঘুবংশীকে আউট করেন জাড্ডু। তরপর ৮ বলের ব্যবধানে ৩ উইকেট নিয়ে কেকেআরের ব্যাটিং লাইনের কোমড় ভেঙে দেন জাদেজা।

আরও পড়ুনঃ IPL 2024: সচিন-ধোনি-কোহলি-রোহিতের থেকে ধনী ভারতীয় প্লেয়ার খেলেছেন আইপিএলে! বলুন তো কে?

খারাপ ফিল্ডিং: এবারের আইপিএলে প্রথম ৩ ম্যাচ জিতলেও কেকেআরের ফিল্ডিং নিয়ে প্রশ্ন ছিল। সিএসকের বিরুদ্ধে পাওয়ার প্লে-তে দুটি ক্যাচ ফেলে নাইটরা। যার ফলে মিচেল, ঋতুরাজরা সেট হয়ে যায়। গোটা ম্যাচেও খুব একটা আহামরি ফ্লিডিং করেনি কেকেআর।

KKR vs CSK: ধোনির দুর্গ রুখে দিল কেকেআরের বিজয়রথ, ৭ উইকেটে সহজ জয় সিএসকের

চেন্নাই: কেকেআরের বিজয় রথ আটকে গেল এমএস ধোনির দুর্গ চিপকে এসে। জয়ের হ্যাটট্রিকের পর আইপিএল ২০২৪-এ প্রথম হারের স্বাদ পেল কলকাতা নাইট রাউডার্স। অপরদিকে, হারের হ্যাটট্রিকের ভ্রুকুটিকে দূরে সরিয়ে জয়ে ফিরল চেন্নাই সুপার কিংস। এদিন সিএসকের সামনে ব্যাটে-বলে কোনও লড়াই দিতে পারেনি নাইটরা। কেকেআরের দেওয়া মাত্র ১৩৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৪ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জেতে ৫ বারের আইপিএল জয়ীরা।

ম্যাচ জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় সিএসকে। এদিন প্রথম বলেই ফিল সল্ট হওয়ার পর ৫৬ রানের পার্টনারশিপ করেন সুনীল নারিন ও আংক্রিশ রঘুবংশী। বেশ কিছু আক্রমণাত্মক শট খেলেন দুই ব্যাটার। কিন্তু পাওয়ার প্লে-র পর থেকে ম্যাচের রাশ ধীরে ধীরে নিজেদের হাতে নিতে শুরু করে সিএসকে। রঘুবংশী ২৪ ও নারিন ২৭ রানে আউট হতেই চাপ বাড়ে কেকেআর ব্যাটিং লাইনে।

এরপর একদিক থেকে শ্রেয়স আইয়ার উইকেট আঁকড়ে পড়ে থাকলেও নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে শুরু করে কেকেআর। তেমন আর কোনও বড় পার্টনারশিপ গড়ে ওঠেনি। ভেঙ্কটেশ আইয়ার, রমনদীপ সিং, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেলরা সকলেই নিরাশ করেন। শ্রেয়স আইয়ার ৩৪ রান করলেও তা খুবই স্লো। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৭ রান করে কেকেআর। সিএসকের ৩টি করে উইকেট নেন রবীন্দ্র জাদেজা ও তুষার দেশপান্ডে। ২টি উইকেট নেন মুস্তাফিজুর রহমান, একটি উইকেট নেন মাহেশ থিকসানা।

রান তাড়া করতে নেমে ওপেনিং জুটিতে ২৭ রান করেন রাচিন রবীন্দ্র ও রুতুরাজ গায়কোয়াড়। ১৫ রান করে রাচীন রবীন্দ্র সাজঘরে ফেরত যান। এরপর সিএসকের ইনিংসের রাশ ধরেন রুতুরাজ গায়কোয়াড় ও ড্যারিল মিচেল। কেকেআর বাজে ফিল্ডিংও করে এদিন। ২টি ক্যাচ ফেলায় অর্ধশতরানের পার্টনারশিপ পূরণ করেন রুতুরাজ-মিচেল জুটি। সিএসকের জয়ও নিশ্চিত করে দেয় এই পার্টনারশিপ।

আরও পড়ুনঃ IPL 2024: সচিন-ধোনি-কোহলি-রোহিতের থেকে ধনী ভারতীয় প্লেয়ার খেলেছেন আইপিএলে! বলুন তো কে?

অবশেষে ৯৭ রানে ভাঙে জুটি। ২৫ রান করে আউট হব মিচেল। অপরদিকে, নিজের ব্যক্তিগত অর্ধশতরান পূরণ করেন সিএসকে অধিনায়ক। শেষের দিকে রুতুরাজকে সঙ্গ দিয়ে মারকাটারি ব্যাটিং করেন শিবম দুবে। ১৮ বলে ২৮ রান করে আউট হন দুবে। শেষে মাঠে নেমে এক রান করেন এমএস ধোনি। ৬৭ রান করে অপরাজিত থাকেন রুতুরাজ গায়কোয়াড়। ১৭.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় সিএসকে।

KKR vs CSK: কেকেআরের সামনে ভয়ঙ্কর কঠিন লড়াই! এই তথ্য জানলে অবাক হবেন আপনিও

২০১২ সালে আইপিএল ফাইনালে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে ধোনির ট্রফি জয়ের হ্যাটট্রিকের স্বপ্ন ভেঙে দিয়েছিল গম্ভীরের কেকেআর। ২০২১ সালে আইপিএল ফাইনালে কেকেআরকে হারিয়ে সেই বদলা নেয় সিএসকে।
২০১২ সালে আইপিএল ফাইনালে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে ধোনির ট্রফি জয়ের হ্যাটট্রিকের স্বপ্ন ভেঙে দিয়েছিল গম্ভীরের কেকেআর। ২০২১ সালে আইপিএল ফাইনালে কেকেআরকে হারিয়ে সেই বদলা নেয় সিএসকে।
আইপিএলের ইতিহাসে যে দ্বৈরথগুলি দেখার অপেক্ষায় থাকেন ক্রিকেট প্রেমিরা তাদের মধ্যে অন্যতন হল কেকেআর বনাম সিএসকে। সোমবার আইপিএল ২০২৪-এ ফের একবার মুখোমুখি দুই দল।
আইপিএলের ইতিহাসে যে দ্বৈরথগুলি দেখার অপেক্ষায় থাকেন ক্রিকেট প্রেমিরা তাদের মধ্যে অন্যতন হল কেকেআর বনাম সিএসকে। সোমবার আইপিএল ২০২৪-এ ফের একবার মুখোমুখি দুই দল।
এবার পরপর জয়ের হ্যাটট্রিক করে অ্যাওয়ে ম্যাচে নামছে কেকেআর। টানা চতুর্থ জয় পেলে লিগ টেবিলে শীর্ষস্থান দখল করবে নাইটরা। অপরদিকে, প্রথম দুই ম্যাচ জিতলেও শেষ দুই ম্যাচে হেরে চাপে চেন্নাই। ঘরের মাঠে জয়ে ফিরতে মরিয়া সিএসকে।
এবার পরপর জয়ের হ্যাটট্রিক করে অ্যাওয়ে ম্যাচে নামছে কেকেআর। টানা চতুর্থ জয় পেলে লিগ টেবিলে শীর্ষস্থান দখল করবে নাইটরা। অপরদিকে, প্রথম দুই ম্যাচ জিতলেও শেষ দুই ম্যাচে হেরে চাপে চেন্নাই। ঘরের মাঠে জয়ে ফিরতে মরিয়া সিএসকে।
চিপকে কতটা ভয়ঙ্কর দল চেন্নাই তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। দুই দলের আইপিএলের ইতিহাসে পরিসংখ্যান যদি আমরা দেখি সেখানেও কিন্তু কেকেআরে থেকে অনেকটাই এগিয়ে রয়েছে ৫ বারের আইপিএল জয়ী দল।
চিপকে কতটা ভয়ঙ্কর দল চেন্নাই তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। দুই দলের আইপিএলের ইতিহাসে পরিসংখ্যান যদি আমরা দেখি সেখানেও কিন্তু কেকেআরে থেকে অনেকটাই এগিয়ে রয়েছে ৫ বারের আইপিএল জয়ী দল।
এখনও পর্যন্ত আইপিএলে মোট ২৯ বার দেখা হয়েছে দুই দলের। তারমধ্যে ১৮ বাপ সিএসকে ও ১০ বার কেকেআর। একটি ম্যাচ অমীমাংসিত। আর যদি চিপকে দুই দলের পরিসংখ্যান দেখি তাহলে ১০ ম্যাচে ৭-৩ ব্যবধানে এগিয়ে চেন্নাই। ফলে কেকেআরের জন্য লড়াইটা কতটা কঠিন এই পরিংসখ্যানই বলে দিচ্ছে।
এখনও পর্যন্ত আইপিএলে মোট ২৯ বার দেখা হয়েছে দুই দলের। তারমধ্যে ১৮ বাপ সিএসকে ও ১০ বার কেকেআর। একটি ম্যাচ অমীমাংসিত। আর যদি চিপকে দুই দলের পরিসংখ্যান দেখি তাহলে ১০ ম্যাচে ৭-৩ ব্যবধানে এগিয়ে চেন্নাই। ফলে কেকেআরের জন্য লড়াইটা কতটা কঠিন এই পরিংসখ্যানই বলে দিচ্ছে।

KKR vs CSK: ম্যাচের আগে ‘খারাপ খবর’ কেকেআর-সিএসকে দুই শিবিরেই? জেনে নিন বিস্তারিত

সোমবার থেকে শুরু হচ্ছে আইপিএল ২০২৪-এর 'রাইভেলরি উইক'। আইপিএলের ইতিহাসে চিরপ্রতিদ্বন্দ্বি বলে পরিচিত দলেদের বেশির ভাগ ম্যাচ রয়েছে এই সপ্তাহেই। যাক শুরু হচ্ছে কেকেআর বনাম সিএসকে ম্যাচ দিয়ে।
সোমবার থেকে শুরু হচ্ছে আইপিএল ২০২৪-এর ‘রাইভেলরি উইক’। আইপিএলের ইতিহাসে চিরপ্রতিদ্বন্দ্বি বলে পরিচিত দলেদের বেশির ভাগ ম্যাচ রয়েছে এই সপ্তাহেই। যাক শুরু হচ্ছে কেকেআর বনাম সিএসকে ম্যাচ দিয়ে।
কিন্তু কেকেআর বনাম সিএসকের মেগা ম্যাচের আগে খানিকটা ধাক্কা খেতে হয়েছে দুই দলকেই। যা খারাপ খবর বললেও খুব একটা ভুল হবে না। কারণ ম্যাচের আগে পয়েন্ট টেবিলে দুই দলই নিজেদের জায়গা থেকে নেমে গিয়েছে।
কিন্তু কেকেআর বনাম সিএসকের মেগা ম্যাচের আগে খানিকটা ধাক্কা খেতে হয়েছে দুই দলকেই। যা খারাপ খবর বললেও খুব একটা ভুল হবে না। কারণ ম্যাচের আগে পয়েন্ট টেবিলে দুই দলই নিজেদের জায়গা থেকে নেমে গিয়েছে।
রবিবার লখনউ সুপার জায়ান্ট গুজরাত টাইটান্সকে হারাতেই লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে। বর্তমানে কেএল রাহুলে দল ৪টি ম্যাচ খেলে ৩টি জয় পেয়েছে, পয়েন্ট ৬ ও নেট রানরেট +০.৭৭৫।
রবিবার লখনউ সুপার জায়ান্ট গুজরাত টাইটান্সকে হারাতেই লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে। বর্তমানে কেএল রাহুলে দল ৪টি ম্যাচ খেলে ৩টি জয় পেয়েছে, পয়েন্ট ৬ ও নেট রানরেট +০.৭৭৫।
অপরদিকে, মরশুমের প্রথম দুই ম্যাচ জিতে লিগ একসময় লিগ টেবিলের শীর্ষে ছিল সিএসকে। কিন্তু শেষ ২ ম্যাচ হেরে বর্তমানে চার নম্বরে নেমে এসেছে চেন্নাই। লখনউ-গুজরাত ম্যাচে আগে ৩ নম্বরে ছিল সিএসকে। লখনউ জিতে চেন্নাইকে সরিয়ে তিনে উঠে আসে। বর্তমানে সিএসকের ৪ ম্যাচে ২ জয়, ৪ পয়েন্ট, রানরেট +০.৫১৭।
অপরদিকে, মরশুমের প্রথম দুই ম্যাচ জিতে লিগ একসময় লিগ টেবিলের শীর্ষে ছিল সিএসকে। কিন্তু শেষ ২ ম্যাচ হেরে বর্তমানে চার নম্বরে নেমে এসেছে চেন্নাই। লখনউ-গুজরাত ম্যাচে আগে ৩ নম্বরে ছিল সিএসকে। লখনউ জিতে চেন্নাইকে সরিয়ে তিনে উঠে আসে। বর্তমানে সিএসকের ৪ ম্যাচে ২ জয়, ৪ পয়েন্ট, রানরেট +০.৫১৭।
বর্তমানে লিগ টেবিলে ৪ ম্যাচে ৪ জয়, ৮ পয়েন্ট, নেট রানরেট +১.১২০ নিয়ে শীর্ষে রয়েছে রাজস্থান। কেকেআর অবশ্য এক ম্যাচ কম খেলে দুইয়ে রয়েছে। কলকাতা নাইট রাইডার্স ৩ ম্য়াচ ৩ জয়, ৬ পয়েন্ট, নেট রানরেট +২.৫১৮।  কেকেআর ছিল একে, রাজস্থান আরসিবিকে হারিয়ে চতুর্থ জয় পেতেই একে উঠে আসে।
বর্তমানে লিগ টেবিলে ৪ ম্যাচে ৪ জয়, ৮ পয়েন্ট, নেট রানরেট +১.১২০ নিয়ে শীর্ষে রয়েছে রাজস্থান। কেকেআর অবশ্য এক ম্যাচ কম খেলে দুইয়ে রয়েছে। কলকাতা নাইট রাইডার্স ৩ ম্য়াচ ৩ জয়, ৬ পয়েন্ট, নেট রানরেট +২.৫১৮। কেকেআর ছিল একে, রাজস্থান আরসিবিকে হারিয়ে চতুর্থ জয় পেতেই একে উঠে আসে।
তবে কেকেআরকে যদি শীর্ষস্থান ফের দখল করতে হয় তাহলে চেন্নাই সুপার কিংসের ঘরে গিয়ে হারিয়ে আসতে হবে। রানরেট ভাল থাকায় শুধু জিতলেই শীর্ষে পৌছে যাবে নাইটরা। অপরদিকে, সোমবার সিএসকের কাছেও সুযোগ রয়েছে তৃতীয় স্থানে উঠে আসার। তবে পয়েন্ট টেবিল নিয়ে না ভেবে নিজেদের খেলা ও জয়কেই পাখির চোখ করে এগোতে চাইছে দুই দল।
তবে কেকেআরকে যদি শীর্ষস্থান ফের দখল করতে হয় তাহলে চেন্নাই সুপার কিংসের ঘরে গিয়ে হারিয়ে আসতে হবে। রানরেট ভাল থাকায় শুধু জিতলেই শীর্ষে পৌছে যাবে নাইটরা। অপরদিকে, সোমবার সিএসকের কাছেও সুযোগ রয়েছে তৃতীয় স্থানে উঠে আসার। তবে পয়েন্ট টেবিল নিয়ে না ভেবে নিজেদের খেলা ও জয়কেই পাখির চোখ করে এগোতে চাইছে দুই দল।
তবে জমে উঠেছে লিগ টেবিলের লড়াই। সোমবার সকাল পর্যন্ত সিএসকের পর ৪ পয়েন্ট রয়েছে হায়দরাবাদ, পঞ্জাব, গুজরাত টাইটান্স। ফলে আগামি কয়েক দিনে পয়েন্ট টেবিলে সাপ-লুডোর ওঠা-নামার খেলা চলতে থাকবে।
তবে জমে উঠেছে লিগ টেবিলের লড়াই। সোমবার সকাল পর্যন্ত সিএসকের পর ৪ পয়েন্ট রয়েছে হায়দরাবাদ, পঞ্জাব, গুজরাত টাইটান্স। ফলে আগামি কয়েক দিনে পয়েন্ট টেবিলে সাপ-লুডোর ওঠা-নামার খেলা চলতে থাকবে।

KKR vs CSK: কারা থাকল আর কে পড়ল বাদ? সিএসকে ম্যাচে কেকেআরের একাদশে মহাচমক! জেনে নিন বিস্তারিত

সানারাইজার্স, আরসিবি, দিল্লি ক্যাপিটালস ম্যাচ জয়ের পর এবার কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ ৫ বারের আইপিএল চ্যাম্পিয়ন দল চেন্নাই সুপার কিংস। ঘরের মাঠে সিএসকে কতটা ভয়ঙ্কর তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।
সানারাইজার্স, আরসিবি, দিল্লি ক্যাপিটালস ম্যাচ জয়ের পর এবার কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ ৫ বারের আইপিএল চ্যাম্পিয়ন দল চেন্নাই সুপার কিংস। ঘরের মাঠে সিএসকে কতটা ভয়ঙ্কর তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।
জয়ের হ্যাটট্রিক করে আইপিএল ২০২৪ মরশুম শুরু করলেও সোমবার চিপকে মেন্টর গৌতম গম্ভীরের কেকেআরের সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। মরশুমের প্রথম ৩ ম্যাচ জেতার নজিরের পাশাপাশি পরপর ৩ অ্যাওয়ে ম্যাচ জিতে নয়া রেকর্ড হাতছানি নাইটদের সামনে।
জয়ের হ্যাটট্রিক করে আইপিএল ২০২৪ মরশুম শুরু করলেও সোমবার চিপকে মেন্টর গৌতম গম্ভীরের কেকেআরের সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। মরশুমের প্রথম ৩ ম্যাচ জেতার নজিরের পাশাপাশি পরপর ৩ অ্যাওয়ে ম্যাচ জিতে নয়া রেকর্ড হাতছানি নাইটদের সামনে।
দলের ব্যাটিং লাইনের ফর্ম নিয়ে আপাতত কোনও চিন্তার কালো মেঘ নেই কেকেআরের অন্দরে। তবে দলের একাধিক প্লেয়ারের চোট সমস্যা রয়েছে। পাশাপাশি বোলিং অ্যাটাকের ধারাবিহকতার অভাব কিছুটা চিন্তায় রেখেছে টিম ম্যানেজমেন্টকে।
দলের ব্যাটিং লাইনের ফর্ম নিয়ে আপাতত কোনও চিন্তার কালো মেঘ নেই কেকেআরের অন্দরে। তবে দলের একাধিক প্লেয়ারের চোট সমস্যা রয়েছে। পাশাপাশি বোলিং অ্যাটাকের ধারাবিহকতার অভাব কিছুটা চিন্তায় রেখেছে টিম ম্যানেজমেন্টকে।
দিল্লি ক্যাপিটালস ম্যাচে নীতিশ রানার জায়গায় খেলে অনবদ্য ইনিংস খেলেছিলেন আংক্রিশ রঘুবংশী। হর্ষিত রানাও চোটের কারণে ম্যাচে বোলিং করেননি। পাশাপাশি চেন্নাইয়ের পিচ স্পিন সহায়ক হয়ে থাকে। ফলে কেকেআরের একাদশ কী হতে পারে তা নিয়ে রয়েছে জল্পনা।
দিল্লি ক্যাপিটালস ম্যাচে নীতিশ রানার জায়গায় খেলে অনবদ্য ইনিংস খেলেছিলেন আংক্রিশ রঘুবংশী। হর্ষিত রানাও চোটের কারণে ম্যাচে বোলিং করেননি। পাশাপাশি চেন্নাইয়ের পিচ স্পিন সহায়ক হয়ে থাকে। ফলে কেকেআরের একাদশ কী হতে পারে তা নিয়ে রয়েছে জল্পনা।
অপরদিকে, চেন্নাই সুপার কিংস মরশুমের প্রথম দুটি ম্যাচ জিতলেও পরের দুটি ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে। ফলে ঘরের মাঠে জয়ের ফিরতে মরিয়া রুতুরাজ গায়কোয়াড়, এমএস ধোনিরা। পরিবর্তন হতে পারে সিএসকে একাদশেও।
অপরদিকে, চেন্নাই সুপার কিংস মরশুমের প্রথম দুটি ম্যাচ জিতলেও পরের দুটি ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে। ফলে ঘরের মাঠে জয়ের ফিরতে মরিয়া রুতুরাজ গায়কোয়াড়, এমএস ধোনিরা। পরিবর্তন হতে পারে সিএসকে একাদশেও।
এক ঝলকে দেখে নিন সিএসকের বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য একাদশ: ফিল সল্ট (উইকেটকিপার), সুনীল নারিন, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, আংক্রিশ রঘুবংশী, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা / বৈভব অরোরা। ইমপ্যাক্ট প্লেয়ার- সূয়াশ শর্মা।
এক ঝলকে দেখে নিন সিএসকের বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য একাদশ: ফিল সল্ট (উইকেটকিপার), সুনীল নারিন, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, আংক্রিশ রঘুবংশী, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা / বৈভব অরোরা। ইমপ্যাক্ট প্লেয়ার- সূয়াশ শর্মা।
এক ঝলকে দেখে নিন কেকেআরের বিরুদ্ধে সিএসকের সম্ভাব্য একাদশ: রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, আজিঙ্কে রাহানে, মইন আলি, ড্যারিল মিচেল,  শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি (উইকেটকিপার), দীপক চাহার, তুষার দেশপাণ্ডে, মাহেশ থিকসানা। ইমপ্যাক্ট প্লেয়ার- মাথিসা পাথিরানা।
এক ঝলকে দেখে নিন কেকেআরের বিরুদ্ধে সিএসকের সম্ভাব্য একাদশ: রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, আজিঙ্কে রাহানে, মইন আলি, ড্যারিল মিচেল, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি (উইকেটকিপার), দীপক চাহার, তুষার দেশপাণ্ডে, মাহেশ থিকসানা। ইমপ্যাক্ট প্লেয়ার- মাথিসা পাথিরানা।